Indian Cricket: ভেঙ্কটেশদের পাশে থাকার আর্জি গম্ভীরের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 01, 2022 | 5:30 PM

প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীর বলছেন, 'যদি হাতে কিছু না থাকে, তার জন্য ছোটাছুটি করে লাভ নেই। বরং বাস্তবটা মেনে নিতে হয়। জোর করে কিছু করতে গেলেই সমস্যা তৈরি হতে পারে। আমি বরাবর বিশ্বাস করেছি, আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে তৈরি করা যায় না। তৈরিটা করতে হয় ঘরোয়া ক্রিকেটে কিংবা ভারতের 'এ' টিমে খেলার সময়। দেশের হয়ে খেলার সময় কিন্তু সব ক্রিকেটারকেই তৈরি থাকতে হয়। যাতে মাঠে নেমে সে পারফর্ম করতে পারে।'

Indian Cricket: ভেঙ্কটেশদের পাশে থাকার আর্জি গম্ভীরের
ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে গম্ভীরের প্রতিক্রিয়া। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: অলরাউন্ডার তৈরি করা যায় না। তারা জন্ম নেয়। ক্রিকেট বিশ্ব এই তত্ত্বে বিশ্বাস করে সেই আদিকাল থেকে। কপিল দেব, ইমরান খানদের মতো অলরাউন্ডার যে কারণে বিশ্ব দাপিয়েছেন। গত কয়েক দশকে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) অলরাউন্ডার তৈরির অনেক চেষ্টা করা হলেও, নানা পরীক্ষা-নিরীক্ষা চললেও তা সফল হয়নি। হার্দিক পান্ডিয়া গত তিন বছর চোটে কাটিয়েছেন। তাঁর পরিবর্ত হিসেবে অনেককেই সুযোগ দেওয়া হয়েছে। কখনও বিজয় শঙ্কর, শিবম দুবেরা খেলেছেন টিমে। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরে আবার ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) খেলানো হয়েছে। কিন্তু লাভের লাভ হয়নি। এতেই যত আপত্তি গৌতম গম্ভীরের (Gautam Gambhir)।

 

প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীর বলছেন, ‘যদি হাতে কিছু না থাকে, তার জন্য ছোটাছুটি করে লাভ নেই। বরং বাস্তবটা মেনে নিতে হয়। জোর করে কিছু করতে গেলেই সমস্যা তৈরি হতে পারে। আমি বরাবর বিশ্বাস করেছি, আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে তৈরি করা যায় না। তৈরিটা করতে হয় ঘরোয়া ক্রিকেটে কিংবা ভারতের ‘এ’ টিমে খেলার সময়। দেশের হয়ে খেলার সময় কিন্তু সব ক্রিকেটারকেই তৈরি থাকতে হয়। যাতে মাঠে নেমে সে পারফর্ম করতে পারে।’

 

আর সেই কারণেই অলরাউন্ডারদের নিয়ে পরীক্ষার পাশাপাশি টিম ম্যানেজমেন্টের ঘনঘন নতুন অলরাউন্ডার নেওয়াতেও সায় নেই গম্ভীরের। তাঁর কথায়, ‘সত্যি কথা বলতে কী, কপিল দেবের পর ওই মানের অলরাউন্ডার আমরা আর পাইনি। আর সেই কারণেই রঞ্জি ট্রফিতে আমাদের অলরাউন্ডার তৈরির কাজটা করতে হবে। তারা যখন তৈরি হবে, তখন আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে আসা উচিত। সিনিয়র টিমে সুযোগ দিলে তাদের দ্রুত সরিয়ে দেওয়াও ঠিক নয়। বিজয় শঙ্কর, শিবম দুবেদের আগে দেখা হয়েছে। এখন ভেঙ্কটেশ আইয়ারকেও দেখা হল। ওদের পাশে আমাদের থাকতে হবে।’

 

 

আরও পড়ুন: Ranji Trophy: ১৬ তারিখ থেকে শুরু হতে পারে রঞ্জি, বাংলার ম্যাচ হয়তো কটকে

Next Article