Gautam Gambhir: বিরাট-নবীন বিতর্কে ঘি ঢাললেন গৌতি, পুরনো ঝামেলা কেন টেনে আনলেন গৌতম?
Gautam Gambhir on Virat Kohli: বিরাটের সঙ্গে নবীনের ঝামেলা নতুন নয়। এর আগেও কলকাতা নাইট রাইডার্সে খেলার সময়ও কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। সেই ঝামেলার রেশ চলে বহুদিন। যার জন্য মাঠে কোহলি ফ্যানেদের কটাক্ষের শিকারও হতে হয়েছিল ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য গম্ভীরকে।

নয়াদিল্লি: বিতর্ক আর গৌতম গম্ভীর (Gautam Gambhir) যেন সমার্থক হয়ে উঠেছে। যেখানেই বিতর্ক সেখানেই গম্ভীর। সম্প্রতি প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে ঝামেলায় জড়ান। যার রেশ এখনও কাটেনি। সেই ঝামেলার রেশ টেনে এ বার আইপিএলের ময়দানে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে হওয়া সেই পুরনো বিতর্কের কথা মনে করালেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। বিরাট-গৌতি সম্পর্ক যে খুব একটা ভালো না তা অজানা নয় কারওয। তবে ওডিআই বিশ্বকাপে সে সব পুরনো ঝামেলা মিটিয়ে নিয়েছেন দুই তারকা। তবে এ বার কেন আবার পুরনো ঝামেলা কে টেনে আনলেন গৌতম? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে ঝামেলায় জড়ান বিরাট কোহলি ও নবীন উল হক। আফগান পেসার ও বিরাটের ঝামেলার মধ্যে ঢুকে পড়েন লখনউ সুপার জায়ান্টসের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর। বিশ্বকাপে যদিও পুরনো ঝামেলা মিটিয়ে নিয়েছেন দুই তারকা। এ বার সম্প্রতি এএনআইয়ের একটি পডকাস্টে পুরনো ঝামেলা প্রসঙ্গে গম্ভীরকে বলতে শোনা যায়, “একজন মেন্টর হিসেবে যখন আমি উপস্থিত,তখন কেউ আমার ক্রিকেটারদের উপর চড়াও হতে পারে না। যতক্ষণ খেলা চলবে, ততক্ষণ আমার কিছু বলার অধিকার নেই। কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার পরও যদি কেউ আমার ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করে, তখন আমি রুখে দাঁড়াবোই। আর তাই করেছি।”
বিরাটের সঙ্গে নবীনের ঝামেলা নতুন নয়। এর আগেও কলকাতা নাইট রাইডার্সে খেলার সময়ও কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। সেই ঝামেলার রেশ চলে বহুদিন। যার জন্য মাঠে কোহলি ফ্যানেদের কটাক্ষের শিকারও হতে হয়েছিল ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য গম্ভীরকে। সম্প্রতি শ্রীসন্থের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ফের ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কটাক্ষের শিকার হতে হচ্ছে গম্ভীরকে।





