
যত কাণ্ড ক্রিকেট মাঠে! তবে এ বার শুধুই মাঠে নয়। গ্যালারিতেও ভয়ঙ্কর ঘটনা। ক্রিকেটে নানা রেকর্ড নিয়ে আলোচনা। কার্টিস ক্যাম্ফার, কিশোর কুমারদের নিয়ে চর্চা তুঙ্গে। এর মাঝে ভয় ধরিয়ে দেওয়া খবরও। বিশাল বড় একটা ছয়, আর তাতেই ভয়। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে এমন পরিস্থিতিতেই পড়লেন ক্রিকেট প্রেমী এক তরুণী। গুরুতর আঘাত পেয়েছেন তিনি। যা দেখে আতঙ্কে ছিলেন অনেকেই। শুধু মাঠেই নয়, গ্যালারিতেও যে সতর্ক থাকতে হয়, আরও একবার যেন মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল সাসেক্স ও কেন্ট। টি-টোয়েন্টি মানেই ব্যাটারদের গেম। চার-ছয়ের বন্যা হবে এমনটাই স্বাভাবিক। প্রতিটি ব্যাটারই কার্যত পাওয়ার হিটিংয়ে মন দেন। এই ম্যাচেও তার অন্যথা হয়নি। কেন্টের ইনিংসের সময় এই দুর্ঘটনা ঘটে। প্রথমে ব্যাট করে সাসেক্স মাত্র ১৪৮ রানেই অলআউট। রান তাড়ায় ম্যাচ জিতলেও গ্যালারিতে আতঙ্ক তৈরি করলেন কেন্টের ওপেনার ড্যানিয়েল বেল-ড্রামন্ড।
ড্যানিয়েলের বিরুদ্ধে বোলিং করছিলেন ওলি রবিনসন। ইংল্যান্ড এবং বিশ্ব ক্রিকেটে অতি পরিচিত নাম। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় ডেলিভারি। একেবারে স্লটে পেয়েছেন ড্যানিয়েল বেল-ড্রামন্ড। আর কী! ব্যাটে-বলে দুর্দান্ত কানেকশন। বিশাল ছয়। বল উড়ল গ্যালারিতে। এক তরুণী সাইড হয়ে বসে নরম পানীয় হাতে গল্প করছিলেন। এমন সময় বল এসে লাগে তাঁর হাতে। এমন জোরালো শট, শক্ত ক্রিকেট বল, গুরুতর চোটও লাগে। ক্যামেরা তাঁকে ধরায় চেষ্টা করেছেন যতটা শান্ত থাকা যায়। তবে চোট যে মারাত্মক লেগেছে, বলাই যায়।
এমন চোট দেওয়ার মতো ছয় মারা ড্যানিয়েল বেল-ড্রামন্ড ৩৬ বলে ৪৭ রান করেন। ৫টি বাউন্ডারি মেরেছেন। এই ইনিংসে মাত্র একটি ছয়। আর তাতেই চোট তরুণীর।