Women’s Cricket: ছাগল চরাতে এসে ভাইরাল, নতুন ৩৬০ ডিগ্রি! তাক লাগানো সব শট…
Viral Girl-360 Degree: সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের ফ্যান ওই কিশোরী। ভিডিয়ো শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টুইট, রিটুইট, ক্রমশ ছড়িয়ে পড়ছে ভিডিয়ো। ঠিক যেন মেয়েদের ক্রিকেটের মতোই।
নয়াদিল্লি : মেয়েদের ক্রিকেট কতটা এগিয়েছে! এর জন্য় ফিরে যেতে হবে কয়েক বছর আগে। ২০১৭ ওয়ান বিশ্বকাপে ফাইনালে ওঠে ভারত। প্রথম বার, তা নয়। তবে সে বার মিতালি রাজ, ঝুলনদের ফাইনাল খেলাটা উদাহরণ তৈরি করেছিল। চারিদিকে আলোচনায় ঢুকে পড়েছিল মেয়েদের ক্রিকেট। এ বার উইমেন্স প্রিমিয়ার লিগের শুরু যেন নতুন বার্তা। মেয়েদের ক্রিকেট সঠিক পথেই যাচ্ছে। একটি ভিডিয়ো শেয়ার করে অনেকেই লিখছেন এ কথা। কেনই বা লিখছেন! উইমেন্স প্রিমিয়ার লিগে বাছাই কিছু ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। এর বাইরেও অনেকে রয়েছেন, যারা ক্রিকেট খেলেন। তারা হয়তো নজরে আসেন না। এমনই একজন সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন। বিস্তারিত TV9Bangla-য়।
গ্রামের কয়েকজন বন্ধুর সঙ্গে ছাগল চড়াতে এসেছিলেন একটি মেয়ে। আর সেটাই যেন মুক্তির সময়। বালির মধ্যেই শুরু হল ক্রিকেট। প্রতিভা থাকলে তা ধরা পড়বেই। সোশ্য়াল মিডিয়ার যুগে তাঁর প্রতিভাও সামনে এসেছে। একের পর এক অনবদ্য় শট খেলছেন এক কিশোরী। কখনও অফ সাইডে, কখনও বা অন সাইডে। কখনও আবার সূর্যকুমার যাদবের মতো অফসাইডে সরে গিয়ে ফাইন লেগ, ডিপ মিড উইকেট বল পাঠাচ্ছেন। আবার কখনও স্টেপ আউট করে সোজা বাউন্ডারিতে ছয় মারছেন। নতুন ৩৬০ ডিগ্রি তকমা দিয়েছেন অনেকেই।
Amazed by the young girl’s cricket skills & passion for the game! I’m glad to see that the future of Women’s Cricket is in good hands. Let us work together to empower our young athletes so that they can become future game changers! #GirlsInCricket #FutureStars @wplt20 @BCCIWomen pic.twitter.com/Bw5yv151wI
— Jay Shah (@JayShah) February 14, 2023
সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের ফ্যান ওই কিশোরী। ভিডিয়ো শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টুইট, রিটুইট, ক্রমশ ছড়িয়ে পড়ছে ভিডিয়ো। ঠিক যেন মেয়েদের ক্রিকেটের মতোই। জয় শাহ আরও লিখেছেন, ‘এই কিশোরীর ক্রিকেট দক্ষতা এবং আবেগ দেখে অভিভূত। আমি খুবই আনন্দিত, ভারতে মেয়েদের ক্রিকেটে সঠিক হাতেই রয়েছে। আমরা সকলে মিলে কাজ করলে হতেই পারে ওই ভবিষ্যতে তারকা হয়ে উঠল।’