কলকাতা : পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। ২০২৩ ওডিআই বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ক্যাঙারু বাহিনী। নিজের দেশকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন সেদেশের কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। কিন্তু বিশ্বকাপ দেখছেন অন্য দেশের হাতে। ফাউন্ডেশনের কাজে বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন ম্যাকগ্রা (Glenn Macgrath)। আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) নিয়ে প্রশ্নের মুখে পড়লেন তিনি। প্রাক্তন অজি পেসার বেছে নিলেন চার সেমিফাইনালিস্ট। তার মধ্যে অবশ্যই রয়েছে অস্ট্রেলিয়া। যদিও ম্যাকগ্রার মতে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইসিসি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে গ্লেন ম্যাকগ্রার দখলে। পরপর চারটি ওডিআই বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ জয়ের নজির রয়েছে ম্যাকগ্রার। তাঁর মতো ক্রিকেট ব্যক্তিত্ব আসন্ন ওডিআই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন। ম্যাকগ্রা বলেন, “আমি অস্ট্রেলিয়াকে যদি শেষ চারে রাখি তাহলে আপনারা নিশ্চয় অবাক হবেন না। ভারতীয় দল ঘরের মাঠে খেলবে। ইংল্যান্ড টিম এখন দারুণ খেলছে। পাকিস্তানও ভালো খেলছে। এই চারটি দলকে শেষ চারে দেখছি। অবশ্যই আমার প্রিয় টিম অস্ট্রেলিয়া। তবে ভারতীয় দলের বিশ্বকাপ না জেতার কোনও কারণ নেই।”
ঘরের মাঠে খেলার সুবিধে পাবে ভারত। বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের অন্যতম কারণ হিসেবে অবশ্যই এটা মানছেন ম্যাকগ্রা। একইসঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের তারকাখচিত ভারতীয় দলের কথাও উল্লেখ করেছেন তিনি। দলে রবীন্দ্র জাডেজা, হর্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার থাকার পাশাপাশি জসপ্রীত বুমরার প্রত্যাবর্তন ভারতীয় দলকে উজ্জ্বীবিত করে তুলবে, এতে কোনও সন্দেহ নেই ম্যাকগ্রার।