India vs West Indies 2023: হাস্যকর কারণে পাঁচ মিনিট দেরিতে শুরু হল ম্যাচ!
IND vs WI 2023, 3rd T20I Match: কদিন আগেই ওয়ান ডে সিরিজ চলাকালীন হার্দিক পান্ডিয়ার একটি মন্তব্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অস্বস্তিতে ফেলেছিল। হাসি মুখেই হার্দিক বলেছিলেন, প্রাথমিক সুবিধাটুকু যেন থাকে।
আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু পরিস্থিতি তৈরি হল হাস্যকর। ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে ভারত। টেস্ট ও ওডিআই সিরিজ শেষ। এখন চলছে টি-টোয়েন্টি সিরিজ। কদিন আগেই ওয়ান ডে সিরিজ চলাকালীন হার্দিক পান্ডিয়ার একটি মন্তব্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অস্বস্তিতে ফেলেছিল। হাসি মুখেই হার্দিক বলেছিলেন, প্রাথমিক সুবিধাটুকু যেন থাকে। গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে হাস্যকর ঘটনায় ফের প্রশ্নের মুখে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একই মাঠে হয়েছিল দ্বিতীয় টি-টোয়েন্টি। সে দিন অবশ্য কোনও সমস্যা হয়নি। তৃতীয় ম্যাচে নির্ধারত সময়েই টস হল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তাঁদের দুই ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মেয়ার্স মাঠে নামেন। ভারতীয় দলও নামে। সঙ্গে দুই অনফিল্ড আম্পায়ারও। বোলিং ওপেন করার কথা হার্দিক পান্ডিয়ার। এমন সময় চোখে পড়ল ৩০ গজ সার্কেলই নেই!
টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে-তে মাত্র দু-জন ফিল্ডার ৩০ গজ সার্কেলের বাইরে থাকতে পারেন। কিন্তু সার্কেলই যদি না থাকে! এমনটাই হল। মাঠকর্মীরা সার্কেল চিহ্নিত করতেই ভুলে গিয়েছেন। আম্পায়ারের নির্দেশ মতো দু-দলের ক্রিকেটাররাই মাঠ ছাড়েন। মাঠ কর্মীরা দ্রুত সার্কেল দেওয়ার কাজে লেগে পড়েন। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট দেরিতে শুরু হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে এ বার এর আগেও প্রশ্ন উঠেছিল। দ্বিতীয় টেস্টের আগে বিমান সমস্যায় পড়েছিল ভারতীয় দল। যার জেরে দ্বিতীয় টেস্টের আগে ঠিকঠাক প্রস্তুতিও সারতে পারেনি ভারতীয় দল। ওয়ান ডে সিরিজের শেষ দু-ম্যাচে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। তিনি মন্তব্য করেছিলেন, আমরা কোনও বিলাসিতা চাইছি না, তবে প্রাথমিক যে সুবিধাগুলে থাকা প্রয়োজন, সেই বিষয়গুলোর দিকে নজর দিলে ভালো হয়।