Mohammed Siraj: ভারতীয় দল থেকে বাদ, আরসিবি টু গুজরাট… নেহরা-ছোঁয়ায় প্রত্যাবর্তন সিরাজের!
IPL 2025: এ বছরই নিজের পুরনো দল আরসিবি ছেড়ে গুজরাট টাইটেন্সে যোগ দিয়েছেন। ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন না সিরাজ। নিজেকে প্রমাণ করার জন্য হায়দরাবাদী পেসার আইপিএলের মঞ্চকেই বেছে নিলেন আবার।

কলকাতা: আইপিএল (IPL) এক অদ্ভুত লিগ। কাউকে হঠাৎ হিরো বানায়। আবার কাউকে ভিলেন। আবার কখনও কারওর কাছে নিজেকে প্রমাণ করে ফিরে আসার মঞ্চ। এই যেমন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এ বছরই নিজের পুরনো দল আরসিবি ছেড়ে গুজরাট টাইটেন্সে যোগ দিয়েছেন। ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন না সিরাজ। নিজেকে প্রমাণ করার জন্য হায়দরাবাদী পেসার আইপিএলের মঞ্চকেই বেছে নিলেন আবার। নতুন টিমের হয়ে নিরাশ করছেন না। বরং তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।
গুজরাট টাইটান্সের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম শোলাঙ্কি জানিয়েছেন, দলের হেড কোচ আশিস নেহরা কী ভাবে সিরাজের প্রত্যাবর্তনে বড় ভূমিকা পালন করেছে। তাঁকে প্রচুর আত্মবিশ্বাস যোগাচ্ছেন প্রাক্তন বাঁ হাতি পেসার। যে কারণে সিরাজ এই মরসুমে দারুণ খেলছেন। এ বারের আইপিএল নিলামে গুজরাট ১২.২৫ কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে। এই ডান হাতি বোলার ৭ ম্যাচ খেলে ১১টি উইকেটের মালিক। বোলিং ইকোনমিও চমৎকার, মাত্র ৮.৯৬। পর পর দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন।
বিক্রম শোলাঙ্কি বলেছেন, “আমি মনে করি সিরাজের উপর আশিসের প্রভাব বেশ কয়েক বছর ধরে ভালো ভাবেই রয়েছে। খুব ভালো সম্পর্ক ওদের। কিন্তু আমি চাই না যে, সিরাজ যে কঠোর পরিশ্রম করে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে, সেই কৃতিত্ব কেড়ে নিতে। তবে অবশ্যই কোচেদের পূর্ণ সমর্থন ওর রয়েছে। আশিসের প্রভাব অনেক বেশি সিরাজের উপর। তবে ও যে কাজ করেছে, তার জন্য তাঁকে সম্মান করতেই হবে।”
শোলাঙ্কি আসা করছেন যে সিরাজ ও নেহরা জুটি গুজরাটকে ভবিষ্যতেও সাহায্য করবে। শোলাঙ্কির কথায়, “আত্মবিশ্বাসের কথা বললে, খেলোয়াড়দের ভরসা জোগানোর ক্ষেত্রে আশিস নেহরা-র মতো কোচ সম্ভবত আর কেউ নেই। সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর হতাশ হয়েছিল খুব। কিন্তু কঠোর পরিশ্রম করে নিজেকে আবার প্রমাণ করছে। আশিস নেহরা-র মতো একজন দুর্দান্ত কোচ সিরাজকে পারফরম্যান্সের ক্ষেত্রে সাহায্য করছে। দীর্ঘসময় ধরে ওদের এই সম্পর্ক বজায় থাকুক। সিরাজও উন্নতি করুক আরও।”
