Mohit Sharma : ফাইনালে হার, সারা রাত ঘুমোতে পারেননি, শেষ ২ বলের ব্যর্থতায় ভেঙে পড়েছেন মোহিত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 31, 2023 | 2:41 PM

CSK vs GT, IPL 2023 : সদ্য শেষ হওয়া ১৬তম আইপিএলের শেষ ২টি বলে মোহিত শর্মা (Mohit Sharma) ছাপ রাখতে পারেননি। কিন্তু পুরো মরসুম জুড়ে তিনি বেশ নজর কেড়েছেন। আইপিএলের সবচেয়ে বেশি উইকেটশিকারি বোলারদের তালিকায় ২ নম্বরে থেকে এই মরসুম শেষ করেছেন মোহিত।

Mohit Sharma : ফাইনালে হার, সারা রাত ঘুমোতে পারেননি, শেষ ২ বলের ব্যর্থতায় ভেঙে পড়েছেন মোহিত
ফাইনালে হার, সারা রাত ঘুমোতে পারেননি, শেষ ২ বলের ব্যর্থতায় ভেঙে পড়েছেন মোহিত
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি : আইপিএল ফাইনালে (IPL 2023 Final) শেষ ২ বলে ১০ রান হজম করেছিলেন গুজরাট টাইটান্সের তারকা বোলার মোহিত শর্মা (Mohit Sharma)। অতীতে দলকে কঠিন পরিস্থিতিতে জিতিয়েছিলেন মোহিত। তাই ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দলকে আটকানোর জন্য শেষ ওভারে মোহিতের হাতে বল তুলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তিনি পারেননি। সদ্য শেষ হওয়া আইপিএলের মঞ্চে দারুণ কামব্যাক করেছেন মোহিত তা ঠিক। কিন্তু ফাইনাল ম্যাচে তাঁর করা শেষ ২ বলে চেন্নাই তোলে ১০ রান। ফলে পরপর দু’বার আইপিএল জেতার স্বপ্নভঙ্গ হয় গুজরাটের। পঞ্চমবার আইপিএল ট্রফি যায় সিএসকে শিবিরে। চ্যাম্পিয়ন হয়ে একদিকে চেন্নাই যখন সেলিব্রেশনে মগ্ন ছিল, তখন অন্যদিকে সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেননি মোহিত। সদ্য এক সাক্ষাৎকারে মোহিত জানিয়েছেন, চেন্নাইয়ের কাছে হেরে যাওয়ার পর তাঁর মনের অবস্থা কেমন ছিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মোহিত জানান, শেষ ২ বলের ব্যর্থতার পর তিনি ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘ম্যাচটা হেরে ওই রাতে আমার ঘুম আসেনি। বার বার ভাবছিলাম, কী করতে পারলে ম্যাচটা আমরা জিততে পারতাম? কোন বল করলে ভালো হত সেটাও ভাবছিলাম। একেবারেই ভালো লাগছিল না। বার বার মনে হচ্ছিল, কোথাও কিছু একটা যেন হারিয়ে ফেলেছি। যদিও আমি চেষ্টা করছি দ্রুত এই জায়গা থেকে এগিয়ে যেতে।’

শেষ বলে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল চার রান। সেই সময় কী ভাবছিলেন মোহিত? উত্তরে তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম ইয়র্কার দিতে। পুরো টুর্নামেন্টে যেমন ছিলাম আমি, ঠিক তেমনই ফোকাসড থাকার চেষ্টা করেছিলাম। তবে শেষ বলটা এমন জায়গায় পড়েছিল যেখানে পড়া উচিত ছিল না। আর জাডেজার ব্যাটে লেগে যায় বল। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। যদিও তা কাজে লাগেনি।’

ফাইনালে হারলেও মোহিত জানান, চাপের মুখে পড়লে কেমন পারফর্ম করা উচিত এই সব কথা মাথায় রেখে নেটে তিনি একাধিক সময় অনুশীলন করতেন। মোহিত বলেন, ‘আমি কী করতে চাই সেই সম্পর্কে আমার মনে পরিষ্কার ধারণা ছিল। আমি এই ধরণের চাপের পরিস্থিতিতে আগে অনেক বার অনুশীলনও করেছি। তাই আমার মধ্যে ইয়র্কার দেওয়া নিয়ে কোনও সন্দেহই ছিল না। আমি নিজের দক্ষতার উপরে ভরসা রেখেছিলাম। যদিও দলকে জেতাতে পারলাম না।’

Next Article