GT vs CSK, IPL 2022, Match Result : ছন্দে ফিরলেন ঋতুরাজ, ম্যাচ জেতালেন মিলার

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Apr 17, 2022 | 11:42 PM

Gujarat Titans vs Chennai Super Kings Live Score in Bangla: দেখুন গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট

GT vs CSK, IPL 2022, Match Result : ছন্দে ফিরলেন ঋতুরাজ, ম্যাচ জেতালেন মিলার
হার্দিক ও জাদেজার দলের লড়াই

Follow Us

মুম্বই: এক দিকে ছিল লিগের নতুন একটা দল। অন্যদিকে লিগের সব থেকে সফল দলের একটি। কিন্তু অতীত নিয়ে খেলা হয় না। ম্যাচ জিততে চাই বর্তমান ফর্ম। রবিবার সেটাই প্রমাণ করলেন গুজরাত টাইটান্সের ক্রিকেটাররা। ১৭০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা দলটা ১০০ রান স্কোর বোর্ডে তোলার আগেই অর্ধেক দলকে হারিয়েছিল। কিন্তু জেতার স্বপ্নটা ছাড়েননি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। তাঁর ব্যাটে ভর করে আইপিএলে শীর্ষস্থান ধরে রাখল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। ম্যাচে নামার আগেই ধাক্কা খেলেছিল গুজরাত। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন অধিনায়ক হার্দিক। কিন্তু তাতে কি। দলে যে রাশিদ খান আছেন। মিলার যদিও অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন, রাশিদ সেখানে ২১ বলে ৪০ রানের ইনিংস খেলে চেন্নাইকে (Chennai Super Kings) দ্বিতীয় জয় পেতে দিলেন না। প্রথমে ব্যাটিং করে ১৬৯ রান স্কোর বোর্ডে তুলেছিল চেন্নাই। জাবাবে একবল বাকি থাকতে ম্যাচ জিতল গুজরাত। পাঁচটি ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল (IPL 2022) শীর্ষে গুজরাত টাইটান্স।

Key Events

চেন্নাই সুপার কিংস ১৬৯/৫

ঋতুরাজ – ৭৪

রায়াডু – ৪৬

গুজরাত টাইটান্স – ১৭০/৭

ডেভিড মিলার ৯৪*

রাশিদ খান ৪০

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 17 Apr 2022 11:14 PM (IST)

    গুজরাত টাইটান্স – ১৭০/৭ (১৯.৫)

    দুরন্ত মিলার। ৩ উইকেটে ম্যাচ জিতল গুজরাত টাইটান্স। মিলার অপরাজিত ৯২ রানে।

  • 17 Apr 2022 10:39 PM (IST)

    গুজরাত টাইটান্স – ১০৮/৫ (১৫)

    ৩০ বলে ৬২ রান করতে হবে গুজরাত টাইটান্সকে


  • 17 Apr 2022 10:16 PM (IST)

    গুজরাত টাইটান্স – ৫৮/৪ (১০)

    ৬০ বলে ১১২ রান করতে হবে গুজরাত টাইটান্সকে

  • 17 Apr 2022 10:02 PM (IST)

    গুজরাত টাইটান্স – ৪৫/৩ (৭)

    তিন উইকেট হারিয়ে চাপে গুজরাত। লড়াই চালাচ্ছেন ঋদ্ধিমান ও মিলার।

  • 17 Apr 2022 09:40 PM (IST)

    গুজরাত টাইটান্স – ৫/২ (২)

    দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে গুজরাত টাইটান্স। আউট, শুভমন গিল ও বিজয় শঙ্কর

  • 17 Apr 2022 09:15 PM (IST)

    চেন্নাই সুপার কিংস – ১৬৯/৫ (২০)

    প্রথম ব্যাটিং করে ২০ ওভারে ১৬৯ রান চেন্নাই সুপার কিংসের স্কোর বোর্ডে। ৭৩ রান ঋতুরাজের। ৪৬ রান রায়াডুর।

  • 17 Apr 2022 08:46 PM (IST)

    চেন্নাই সুপার কিংস – ১২৫/৩ (১৫)

    ছন্দে ফিরলেন ঋতুরাজ গায়কোয়াড়। ৬৯ রানে অপরাজিত চেন্নাই ওপেনার।

  • 17 Apr 2022 08:19 PM (IST)

    চেন্নাই সুপার কিংস – ৬৬/২ (১০)

    ১০ ওভারে শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান চেন্নাই সুপার কিংসের।

  • 17 Apr 2022 08:02 PM (IST)

    চেন্নাই সুপার কিংস – ৩৯/২ (৬)

    পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৩৯ রান চেন্নাই সুপার কিংসের।

  • 17 Apr 2022 07:35 PM (IST)

    চেন্নাই সুপার কিংস – ৩/০ (১)

    প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩ রান সিএসকের

  • 17 Apr 2022 07:10 PM (IST)

    খেলছেন না হার্দিক

    চোটের জন্য মাঠে নামলেন না হার্দিক পাণ্ডিয়া। তাঁর বদলে গুজরাতকে নেতৃত্ব দেবেন রাশিদ খান। মাঠে নামছেন বাংলার ঋদ্ধিমান।

     

  • 17 Apr 2022 07:03 PM (IST)

    টসে জিতল গুজরাত

    টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত গুজরাত টাইটান্স অধিনায়ক রাশিদ খানের।

     

  • 17 Apr 2022 06:41 PM (IST)

    ধোনির শরণে হার্দিক