মুম্বই: এক দিকে ছিল লিগের নতুন একটা দল। অন্যদিকে লিগের সব থেকে সফল দলের একটি। কিন্তু অতীত নিয়ে খেলা হয় না। ম্যাচ জিততে চাই বর্তমান ফর্ম। রবিবার সেটাই প্রমাণ করলেন গুজরাত টাইটান্সের ক্রিকেটাররা। ১৭০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা দলটা ১০০ রান স্কোর বোর্ডে তোলার আগেই অর্ধেক দলকে হারিয়েছিল। কিন্তু জেতার স্বপ্নটা ছাড়েননি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। তাঁর ব্যাটে ভর করে আইপিএলে শীর্ষস্থান ধরে রাখল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। ম্যাচে নামার আগেই ধাক্কা খেলেছিল গুজরাত। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন অধিনায়ক হার্দিক। কিন্তু তাতে কি। দলে যে রাশিদ খান আছেন। মিলার যদিও অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন, রাশিদ সেখানে ২১ বলে ৪০ রানের ইনিংস খেলে চেন্নাইকে (Chennai Super Kings) দ্বিতীয় জয় পেতে দিলেন না। প্রথমে ব্যাটিং করে ১৬৯ রান স্কোর বোর্ডে তুলেছিল চেন্নাই। জাবাবে একবল বাকি থাকতে ম্যাচ জিতল গুজরাত। পাঁচটি ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল (IPL 2022) শীর্ষে গুজরাত টাইটান্স।
ঋতুরাজ – ৭৪
রায়াডু – ৪৬
ডেভিড মিলার ৯৪*
রাশিদ খান ৪০
দুরন্ত মিলার। ৩ উইকেটে ম্যাচ জিতল গুজরাত টাইটান্স। মিলার অপরাজিত ৯২ রানে।
৩০ বলে ৬২ রান করতে হবে গুজরাত টাইটান্সকে
৬০ বলে ১১২ রান করতে হবে গুজরাত টাইটান্সকে
তিন উইকেট হারিয়ে চাপে গুজরাত। লড়াই চালাচ্ছেন ঋদ্ধিমান ও মিলার।
দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে গুজরাত টাইটান্স। আউট, শুভমন গিল ও বিজয় শঙ্কর
প্রথম ব্যাটিং করে ২০ ওভারে ১৬৯ রান চেন্নাই সুপার কিংসের স্কোর বোর্ডে। ৭৩ রান ঋতুরাজের। ৪৬ রান রায়াডুর।
ছন্দে ফিরলেন ঋতুরাজ গায়কোয়াড়। ৬৯ রানে অপরাজিত চেন্নাই ওপেনার।
১০ ওভারে শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান চেন্নাই সুপার কিংসের।
পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৩৯ রান চেন্নাই সুপার কিংসের।
প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩ রান সিএসকের
চোটের জন্য মাঠে নামলেন না হার্দিক পাণ্ডিয়া। তাঁর বদলে গুজরাতকে নেতৃত্ব দেবেন রাশিদ খান। মাঠে নামছেন বাংলার ঋদ্ধিমান।
A look at the Playing XI for #GTvCSK#TATAIPL https://t.co/FakN55qi88 pic.twitter.com/rzqkbazpFJ
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত গুজরাত টাইটান্স অধিনায়ক রাশিদ খানের।
Match 29 Toss Update@gujarat_titans have won the toss and elect to bowl first against #CSK.
Rashid Khan to the lead the side in the absence of Hardik Pandya.#TATAIPL pic.twitter.com/MXo3PQBGJ1
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
?Master and Apprentice on a new chapter ??#SeasonOfFirsts #AavaDe #GTvCSK pic.twitter.com/vyUE2TuXQF
— Gujarat Titans (@gujarat_titans) April 17, 2022