IPL 2023 : গুজরাট-চেন্নাইয়ের মহারণ, কোন রেকর্ড গড়ে ফাইনালে যেতে পারেন হার্দিক-ধোনিরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 23, 2023 | 8:30 AM

GT vs CSK, IPL 2023: চলতি আইপিএলে আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিকে গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। অন্যদিকে আইপিএলের চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গুজরাট বনাম চেন্নাইয়ের কোয়ালিফায়ার ১ ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।

IPL 2023 : গুজরাট-চেন্নাইয়ের মহারণ, কোন রেকর্ড গড়ে ফাইনালে যেতে পারেন হার্দিক-ধোনিরা
IPL 2023 : গুজরাট-চেন্নাইয়ের মহারণ, কোন রেকর্ড গড়ে ফাইনালে যেতে পারেন হার্দিক-ধোনিরা

Follow Us

কলকাতা : চলতি আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব শেষ। এ বার প্লে অফের পালা। আজ চিপকে এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে নামছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এ বারের আইপিএলের প্লে অফের টিকিট পাওয়া প্রথম দল গুজরাট। দ্বিতীয় দল সিএসকে। আজ চিপকে যে দল জিতবে তারা ফাইনালে পৌঁছে যাবে। আর যে দল হারবে তাদের কাছে আরও একটা সুযোগ থাকবে ফাইনালে ওঠার। ২৮ মে আইপিএলের মেগা ফাইনাল। গুজরাট ও চেন্নাই ২ দলই দুরন্ত ছন্দে রয়েছে। এ বার দেখার আজ ফাইনালের টিকিট পায় কারা। গুজরাট বনাম চেন্নাইয়ের (GT vs CSK) এই কোয়ালিফায়ার ১ ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি গুজরাট ও চেন্নাই। এই ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —

১) মহেন্দ্র সিং ধোনি – আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য মহেন্দ্র সিং ধোনির ব্যাটে আর প্রয়োজন ১টি চার।

২) রবীন্দ্র জাডেজা – আইপিএলে ছক্কার সেঞ্চুরির মাইলস্টোন স্পর্শ করার জন্য রবীন্দ্র জাডেজার প্রয়োজন আর ২টি ছয়। পাশাপাশি আইপিএলে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করতে হলে জাডেজাকে নিতে হবে আর ১টি উইকেট।

৩) অম্বাতি রায়ডু – টি-২০ ক্রিকেটে ৫০০টি চারের রেকর্ড পূর্ণ করতে হলে অম্বাতি রায়ডুকে আর ৫টি চার মারতে হবে। পাশাপাশি টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন ছুঁতে হলে রায়ডুকে করতে হবে আর ৮ রান।

৪) অজিঙ্ক রাহানে – টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য অজিঙ্ক রাহানের চাই ৭৮ রান। আইপিএলে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করার জন্য রাহানের চাই আর ৭টি ছয়।

৫) ঋতুরাজ গায়কোয়াড় – আইপিএলে ১৫০টি চারের রেকর্ড গড়তে হলে ঋতুরাজ গায়কোয়াড়কে আর ১টি চার মারতে হবে।

৬) শুভমন গিল – টি-২০ ক্রিকেটে ৩৫০টি চারের মাইলস্টোন পূর্ণ করার জন্য শুভমন গিলের চাই ৮টি চার। এ ছাড়া টি-২০ ক্রিকেটে ৩৫০০ রান পূর্ণ করার জন্য গিলকে আর করতে হবে ৪১ রান।

৭) হার্দিক পান্ডিয়া – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁতে হলে হার্দিকের প্রয়োজন আর ২টি উইকেট।

৮) বিজয় শঙ্কর – আইপিএলে ৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য বিজয় শঙ্করের প্রয়োজন আর ৮টি ছয়।

৯) আলজারি জোসেফ – টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার জন্য চাই আর ১টি উইকেট।

Next Article