IPL 2023 : ঘরের মাঠে রেকর্ডের সামনে হার্দিক, পিছিয়ে নেই নর্টজে-মুস্তাফিজুররা
GT vs DC, IPL 2023 : চলতি আইপিএলে আজ গুজরাটের হোম ম্যাচ রয়েছে। ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। গুজরাট বনাম দিল্লি ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।
আমেদাবাদ : এ বারের আইপিএলের (IPL 2023) সবচেয়ে নড়বড়ে দল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে আজ আমেদাবাদে নামবে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans)। ২টো দলই চলতি আইপিএলে ৮টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে টাইটান্সদের পয়েন্ট ১২, অন্যদিকে দিল্লির পয়েন্ট ৪। আপাতত পারফরম্যান্সের দিক থেকে গুজরাটের ধারে কাছে নেই দিল্লি। চলতি আইপিএলে সর্বশেষ সাক্ষাতে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছিল গুজরাট। এ বার ঘরের মাঠে ফের দিল্লির বিরুদ্ধে নামতে চলেছে গুজরাট। এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ আমেদাবাদে আইপিএলে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —
১) হার্দিক পান্ডিয়া – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেট পূর্ণ করতে হলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার আর প্রয়োজন ৩টি উইকেট।
২) রশিদ খান – আজ দিল্লি ক্যাপিটালসেক বিরুদ্ধে কেরিয়ারের ৪০০তম টি-২০ ম্যাচে নামতে চলেছেন আফগান তারকা স্পিনার রশিদ খান।
৩) মোহিত শর্মা – আইপিএলে উইকেটের সেঞ্চুরি থেকে ২টি উইকেট দূরে রয়েছেন গুজরাট টাইটান্সের মোহিত শর্মা।
৪) আলজারি জোসেফ – টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরির রেকর্ড পূর্ণ করতে হলে আলজারি জোসেফকে নিতে হবে আর ১টি উইকেট।
৫) বিজয় শঙ্কর – আইপিএলে ১০০০ রান পূর্ণ হওয়া থেকে ৭০ রান দূরে রয়েছেন গুজরাট টাইটান্সের বিজয় শঙ্কর।
৬) অনরিখ নর্টজে – আইপিএলে উইকেটের হাফসেঞ্চুরি করতে হলে দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার অনরিখ নর্টজেকে নিতে হবে আর ১টি মাত্র উইকেট।
৭) মুস্তাফিজুর রহমান – অনরিখ নর্টজের মতো আইপিএলে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করতে হলে দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমানকে নিতে হবে আর ৩টি উইকেট।
৮) রোভম্যান পাওয়েল – টি-২০ ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ হওয়া থেকে ৫৪ রান দূরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের রোভম্যান পাওয়েল।