আমেদাবাদ : চলতি আইপিএল শেষের পথে। এ বার টুর্নামেন্টের আর ২টি ম্যাচ বাকি। আজ, শুক্রবার হবে কোয়ালিফায়ার ২। তারপর ২৮ মে রয়েছে এ বারের আইপিএলের (IPL 2023) ফাইনাল। আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি মরসুমের কোয়ালিফায়ার ২ ম্যাচ। মুখোমুখি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ যারা জিতবে তারা ফাইনালের টিকিট পাবে। হারলে এ বারের মতো আইপিএল থেকে বিদায়। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন MI লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে কোয়ালিফায়ার ২-তে পৌঁছেছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল গুজরাট। তাই হার্দিকের দল আর একটা সুযোগ পাচ্ছে। আজ গুজরাচ বনাম মুম্বইয়ের এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ শুক্রবার আইপিএলে গুজরাট বনাম মুম্বই ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —
১) রোহিত শর্মা – আইপিএলে ক্যাচের সেঞ্চুরির রেকর্ড পূর্ণ হওয়া থেকে ২ ক্যাচ দূরে রয়েছেন রোহিত। আইপিএলে অধিনায়ক হিসেবে ৪ হাজার রানের রেকর্ড থেকে ২২ রান দূরে রয়েছেন রোহিত।
২) পীযুষ চাওলা – টি-২০ ক্রিকেটে ৩০০টি উইকেটের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন পীযুষ চাওলা।
৩) সূর্যকুমার যাদব – আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য সূর্যকুমার যাদবের চাই আর ৮টি চার। টি-২০ ক্রিকেটে ৬৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য চাই ৫৮ রান।
৪) ঈশান কিষাণ – মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ছক্কার সেঞ্চুরি থেকে ১০টি ছয় দূরে রয়েছেন ঈশান কিষাণ।
৫) হার্দিক পান্ডিয়া – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ২টি উইকেট দূরে রয়েছেন হার্দিক পান্ডিয়া।
৬) শুভমন গিল – টি-২০ ক্রিকেটে ৩৫০টি চারের মাইলস্টোন থেকে ৪টি চার দূরে রয়েছেন শুভমন গিল।
৭) বিজয় শঙ্কর – আইপিএলে ৫০টি ছক্কার রেকর্ড থেকে ৭টি ছয় দূরে রয়েছেন বিজয়।
৮) মহম্মদ সামি – গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য মহম্মদ সামির প্রয়োজন আর ৪টি উইকেট।
৯) রশিদ খান – গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য রশিদ খানের প্রয়োজন আর ৬টি উইকেট।