GT vs MI, IPL 2023 : টানা দ্বিতীয় ফাইনাল, টাইটান্সের ‘কিস’মিশ সেলিব্রেশন ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 27, 2023 | 7:39 PM

শুভমন গিলের দুরন্ত ব্যাটিং। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দে গুজরাট টাইটান্স শিবিরে অন্যরকম সেলিব্রেশন।

GT vs MI, IPL 2023 : টানা দ্বিতীয় ফাইনাল, টাইটান্সের কিসমিশ সেলিব্রেশন ভাইরাল
Image Credit source: Twitter

Follow Us

আমেদাবাদ: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার রাতে আরও একবার বিপক্ষের বোলারদের শাসন করেছেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর ৬০ বলে ১২৯ রানের ইনিংস এ বারের আইপিএলে গিলের তৃতীয় শতরান। চলতি কথায় যাকে বলে ‘চুমু’ পারফরম্যান্স। ৬২ রানের বড় ব্যবধানে গুজরাটকে হারানোর পিছনে তাঁর বড় অবদান (IPL 2023)। প্রত্যাশামতোই ম্যাচ সেরার পুরস্কার পেলেন গিল। একইসঙ্গে সতীর্থরা তাঁকে আদরে ভরিয়ে দিলেন। ফাইনালে ওঠার আনন্দে মোদী স্টেডিয়ামের মাঠে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) সদস্যদের চুমু সেলিব্রেশন এখন শিরোনামে। জয় নিশ্চিত হতেই ডেভিড মিলার দৌড়ে গিয়ে পিছন থেকে গিলকে জড়িয়ে ধরে ঘাড়ের কাছে বড়সড় চুমু খান। বাদ গেলেন না ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। তাঁর দলের সুপারস্টারকে কাছে টেনে গালে এঁকে দিলেন চুমু। ব্রোম্যান্সের শেষ এখানেই নয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কুমার কার্তিকেয়ার ক্যাচ নেন ডেভিড মিলার। কার্তিকেয়া ধরা পড়তেই গুটিয়ে ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বই। মাঠেই মিলারের গাল চেপে চুমু খান হার্দিক। ম্যাচের পর দেখা যায় ৫ উইকেট নিয়ে মুম্বই শিবিরে ধস নামানো মোহিত শর্মাও হার্দিকের গালে টুক করে চুমু দিলেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

গত আইপিএলে অভিষেক গুজরাট টাইটান্সের। অভিষেকেই চ্যাম্পিয়ন। কোনও একজনের ওপর নির্ভরশীল নয় টাইটান্স। গত বারও সেটা দেখা গিয়েছিল, এ বারও টিম গেম। তার মধ্যেও বাড়তি আকর্ষণ শুভমন গিল। এ মরসুমে তিনটে সেঞ্চুরি তাঁর ব্যাটে। এক কথায় পয়সা উসুল ইনিংস। আমেদাবাদে শুভমনের ইনিংসকে কোনও বিশেষণেই মাপা যাবে না। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হারেও উজ্জ্বল ছিলেন শুভমন। দলকে জেতানোর জন্য যথেষ্ঠ ছিল না সেই ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে টাইটান্স।

ম্যাচের পর গুজরাট ক্যাপ্টেন তাঁর টিমের সুপারস্টার প্রসঙ্গে বলেন, “ও তাড়াহুড়ো করছে তা একবারও মনে হয়নি। মনে হচ্ছিল, যেন ওকে কেউ থ্রো-ডাউন দিচ্ছে আর ও শুধু শট খেলছে। আমার কাছে ও হল সুপারস্টার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই নয়, ভারতীয় ক্রিকেটেও বড় কিছু হতে চলেছে শুভমন।”

Next Article