
মুম্বই: আজ শুক্রবার, আইপিএল-১৫-র (IPL 2022) ৫১তম ম্যাচ। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছিল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ১৭৮ রানের টার্গেট তাড়া করাটা খুব কঠিন ছিল না আইপিএলের পয়েন্ট টেবলের ফাস্ট বয়দের। বিশেষ করে জয়ের মঞ্চ যখন সাজিয়ে দিয়েছিলেন গুজরাতের ওপেনিং জুটি। তা সত্ত্বেও শেষ অবধি ৫ রানে হেরে গেল গুজরাত। বলা ভালো এক্কেবারে গুজরাতের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়ে গেল মুম্বই। টানা দুই ম্যাচে হারের মুখ দেখল হার্দিকের দল। অন্যদিকে পরপর দুই ম্যাচে জিতল মুম্বই।
১৭৮ রানের টার্গেট তাড়া করাটা খুব কঠিন ছিল না আইপিএলের পয়েন্ট টেবলের ফাস্ট বয়দের। বিশেষ করে জয়ের মঞ্চ যখন সাজিয়ে দিয়েছিলেন গুজরাতের ওপেনিং জুটি। তা সত্ত্বেও শেষ অবধি ৫ রানে হেরে গেল গুজরাত।
গুজরাতের ওপেনিং জুটি আজ হার্দিকদের জয়ের ভীত গড়ে দিয়েছিলেন। ওপেনিং জুটিতেই উঠেছিল ১০৬ রান। কিন্তু শেষ অবধি ২ পয়েন্ট তুলে নিয়ে মাঠ ছাড়েন রোহিতরা।
শেষ ওভারের টানটান উত্তেজনা দেখা গেল মুম্বই বনাম গুজরাত ম্যাচে। ৫ রানে জয়ী রোহিতের মুম্বই।
মুম্বই ইন্ডিান্সের বিরুদ্ধে ৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন গুজরাত ওপেনার শুভমন গিল।
মুম্বই ইন্ডিান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন গুজরাত ওপেনার ঋদ্ধিমান সাহা।
প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে গুজরাত তুলেছে ১৯ রান।
গুজরাতের হয়ে ওপেনিংয়ে নামলেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রানে থামল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ জিততে হার্দিকদের তুলতে হবে ১৭৮ রান।
আলজারি জোসেফ তুলে নিলেন ঈশান কিষাণের উইকেট। ২৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরলেন মুম্বইয়ের তরুণ উইকেটকিপার-ব্যাটার।
হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আর কিছুক্ষণ খেলে দিলেই হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলতেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সেটা হতে দিলেন না আফগান তারকা স্পিনার রশিদ খান। ৭.৩ ওভারে রশিদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন রোহিত।
Howzat. Review. No Edge. Hitting Stumps. OUT!
Rashid bhai, ??????? wicket!#GTvMI | #AavaDe | #TATAIPL | #SeasonOfFirsts pic.twitter.com/LZATfLNqNL
— Gujarat Titans (@gujarat_titans) May 6, 2022
लय भारी Powerplay! ?
We are 63/0 after 6 overs. ?#OneFamily #DilKholKe #MumbaiIndians #GTvMI @ImRo45 pic.twitter.com/5YxYOCdKcb
— Mumbai Indians (@mipaltan) May 6, 2022
মুম্বইয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, টিম ডেভিড, কুমার কার্তিকেয়, জশপ্রীত বুমরা, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, রাইলি মেরিডিথ।
Kaisi lagi aaj ki ??????? ??, Paltan? ??
1⃣ change from the last match.
➡️ Ashwin
⬅️ Shokeen#OneFamily #DilKholKe #MumbaiIndians #GTvMI @Dream11 pic.twitter.com/rgK8ikiLSj— Mumbai Indians (@mipaltan) May 6, 2022
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, প্রদীপ সাঙ্গওয়ান, লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি, আলজারি জোসেফ।
?????????
That’s how we line up for the epic ⚔️ #GTvMI#SeasonOfFirsts #AavaDe pic.twitter.com/Xt4FiE8SvJ
— Gujarat Titans (@gujarat_titans) May 6, 2022
টসে জিতে শুরুতে রোহিতদের ব্যাটিং করতে পাঠালেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আর কিছুক্ষণ পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে হার্দিকের গুজরাত টাইটান্স। মিশন মুম্বইয়ের জন্য তৈরি সামিরা।
All set to put up a show ??#GTvMI #SeasonOfFirsts #AavaDe pic.twitter.com/qUM5mk3Jy4
— Gujarat Titans (@gujarat_titans) May 6, 2022
আজ গুজরাতের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। বাবা রোহিত শর্মার দলকে সমর্থন করার জন্য মা রিতিকা সজদের হাত ধরে ব্র্যাবোর্নের উদ্দেশ্যে রওনা দিল খুদে সামাইরা।
The Blue & Gold threads never looked cuter ?
Paltan, Sammy ke saath cheer karne taiyyar? ?#OneFamily #DilKholKe #MumbaiIndians #GTvMI @ImRo45 MI TV pic.twitter.com/ci69MCVdp0
— Mumbai Indians (@mipaltan) May 6, 2022
আপাতত এ বারের আইপিএলে ৯ ম্যাচে খেলে মাত্র ১টি জয় ও ৮টিতে হেরে পয়েন্ট টেবলের ১০ নম্বরে রয়েছেন রোহিত শর্মারা। মুম্বইয়ের নেট রান রেট -০.৮৩৬।
গুজরাত এখনও পর্যন্ত এই আইপিএলের ১০টি ম্যাচে খেলেছে। তার ৮টিতে জিতেছেন হার্দিকরা এবং মাত্র ২টিতে হেরেছে টাইটান্সরা। মোট ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন শুভমনরা। গুজরাতের নেট রান রেট +০.১৫৮।