GT vs MI, IPL 2022 Match 51 Result: হার্দিকের গুজরাতের মুখের সামনে থেকে ম্যাচ বের করে নিয়ে গেল রোহিতের মুম্বই

Gujarat Titans vs Mumbai Indians Live Score in Bangla: দেখুন গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

GT vs MI, IPL 2022 Match 51 Result: হার্দিকের গুজরাতের মুখের সামনে থেকে ম্যাচ বের করে নিয়ে গেল রোহিতের মুম্বই

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 06, 2022 | 11:31 PM

মুম্বই: আজ শুক্রবার, আইপিএল-১৫-র (IPL 2022) ৫১তম ম্যাচ। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছিল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ১৭৮ রানের টার্গেট তাড়া করাটা খুব কঠিন ছিল না আইপিএলের পয়েন্ট টেবলের ফাস্ট বয়দের। বিশেষ করে জয়ের মঞ্চ যখন সাজিয়ে দিয়েছিলেন গুজরাতের ওপেনিং জুটি। তা সত্ত্বেও শেষ অবধি ৫ রানে হেরে গেল গুজরাত। বলা ভালো এক্কেবারে গুজরাতের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়ে গেল মুম্বই। টানা দুই ম্যাচে হারের মুখ দেখল হার্দিকের দল। অন্যদিকে পরপর দুই ম্যাচে জিতল মুম্বই।

Key Events

৫ রানে জয়ী মুম্বই

১৭৮ রানের টার্গেট তাড়া করাটা খুব কঠিন ছিল না আইপিএলের পয়েন্ট টেবলের ফাস্ট বয়দের। বিশেষ করে জয়ের মঞ্চ যখন সাজিয়ে দিয়েছিলেন গুজরাতের ওপেনিং জুটি। তা সত্ত্বেও শেষ অবধি ৫ রানে হেরে গেল গুজরাত।

কাজে এল না ঋদ্ধি-গিলের লড়াই

গুজরাতের ওপেনিং জুটি আজ হার্দিকদের জয়ের ভীত গড়ে দিয়েছিলেন। ওপেনিং জুটিতেই উঠেছিল ১০৬ রান। কিন্তু শেষ অবধি ২ পয়েন্ট তুলে নিয়ে মাঠ ছাড়েন রোহিতরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 May 2022 11:21 PM (IST)

    ৫ রানে হারল হার্দিকের গুজরাত

    শেষ ওভারের টানটান উত্তেজনা দেখা গেল মুম্বই বনাম গুজরাত ম্যাচে। ৫ রানে জয়ী রোহিতের মুম্বই।

  • 06 May 2022 10:42 PM (IST)

    ১৫ ওভারে গুজরাত ১৩০/২

    • খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
    • ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে গুজরাত তুলেছে ১৩০ রান।
    • ম্যাচ জিততে হার্দিকদের চাই ৩০ বলে ৪৮ রান।
  • 06 May 2022 10:25 PM (IST)

    ঋদ্ধির পর গিলের হাফসেঞ্চুরি

    মুম্বই ইন্ডিান্সের বিরুদ্ধে ৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন গুজরাত ওপেনার শুভমন গিল।

  • 06 May 2022 10:23 PM (IST)

    ঋদ্ধির হাফসেঞ্চুরি

    মুম্বই ইন্ডিান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন গুজরাত ওপেনার ঋদ্ধিমান সাহা।

  • 06 May 2022 10:18 PM (IST)

    ১০ ওভারে গুজরাত ৯৬/০

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • গুজরাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের ওপেনিং জুটি।
    • প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৬ রান তুলেছে গুজরাত।
  • 06 May 2022 10:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারের খেলা শেষ।
    • ক্রিজে রয়েছেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা।
    • কোনও উইকেট না হারিয়ে গুজরাত তুলেছে ৫৪ রান।
  • 06 May 2022 09:57 PM (IST)

    ৫ ওভারে গুজরাত ৪১/০

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • ক্রিজে রয়েছেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা।
    • কোনও উইকেট না হারিয়ে গুজরাত তুলেছে ৪১ রান।
  • 06 May 2022 09:46 PM (IST)

    ৩ ওভারে গুজরাত ১৯/০

    প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে গুজরাত তুলেছে ১৯ রান।

  • 06 May 2022 09:35 PM (IST)

    রান তাড়া করতে নামল গুজরাত

    গুজরাতের হয়ে ওপেনিংয়ে নামলেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল।

  • 06 May 2022 09:22 PM (IST)

    ১৭৭ রানে থামল রোহিতের মুম্বই

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রানে থামল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ জিততে হার্দিকদের তুলতে হবে ১৭৮ রান।

  • 06 May 2022 08:51 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ১২০/৪

    • খেলা বাকি আর ৫ ওভারের।
    • ক্রিজে রয়েছেন টিম ডেভিড ও তিলক ভার্মা।
    • ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
  • 06 May 2022 08:35 PM (IST)

    ঈশানের উইকেট হারাল মুম্বই পল্টন

    আলজারি জোসেফ তুলে নিলেন ঈশান কিষাণের উইকেট। ২৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরলেন মুম্বইয়ের তরুণ উইকেটকিপার-ব্যাটার।

  • 06 May 2022 08:23 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৯৭/১

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • অষ্টম ওভারে রশিদ খান তুলে নিয়ে মুম্বই অধিনায়ক রোহিত শর্মার উইকেট।
    • প্রথম ১০ ওভারে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৯৭।
  • 06 May 2022 08:11 PM (IST)

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে আউট রোহিত শর্মা

    হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আর কিছুক্ষণ খেলে দিলেই হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলতেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সেটা হতে দিলেন না আফগান তারকা স্পিনার রশিদ খান। ৭.৩ ওভারে রশিদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন রোহিত।

  • 06 May 2022 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • শুরুর ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
  • 06 May 2022 07:55 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৫৩/০

    • শুরুর ৫ ওভারের খেলা শেষ।
    • জমে উঠেছে মুম্বইয়ের ওপেনিং জুটি।
    • রোহিত শর্মা ব্যাট করছেন ২০ বলে ৩৭ রানে।
    • ঈশান কিষাণ রয়েছেন ১০ বলে ১৫ রানে।
    • কোনও উইকেট না হারিয়ে ৫৩রান তুলেছে রোহিতের মুম্বই।
  • 06 May 2022 07:45 PM (IST)

    ৩ ওভারে মুম্বই ২৯/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • রোহিত শর্মা ব্যাট করছেন ২৪ রানে।
    • ঈশান কিষাণ রয়েছেন ৪ রানে।
    • শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে মুম্বই তুলেছে ২৯ রান।
  • 06 May 2022 07:30 PM (IST)

    মুম্বইয়ের ইনিংস শুরু

    মুম্বইয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।

  • 06 May 2022 07:07 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, টিম ডেভিড, কুমার কার্তিকেয়, জশপ্রীত বুমরা, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, রাইলি মেরিডিথ।

  • 06 May 2022 07:06 PM (IST)

    গুজরাতের প্রথম একাদশ

    গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, প্রদীপ সাঙ্গওয়ান, লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি, আলজারি জোসেফ।

  • 06 May 2022 07:00 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে রোহিতদের ব্যাটিং করতে পাঠালেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

  • 06 May 2022 06:43 PM (IST)

    মিশন মুম্বইয়ের জন্য তৈরি সামিরা

    আর কিছুক্ষণ পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে হার্দিকের গুজরাত টাইটান্স। মিশন মুম্বইয়ের জন্য তৈরি সামিরা।

  • 06 May 2022 06:41 PM (IST)

    রোহিতদের সাপোর্ট করতে যাচ্ছে খুদে সামাইরা

    আজ গুজরাতের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। বাবা রোহিত শর্মার দলকে সমর্থন করার জন্য মা রিতিকা সজদের হাত ধরে ব্র্যাবোর্নের উদ্দেশ্যে রওনা দিল খুদে সামাইরা।

  • 06 May 2022 06:35 PM (IST)

    লিগ টেবলে মুম্বই কোথায়

    আপাতত এ বারের আইপিএলে ৯ ম্যাচে খেলে মাত্র ১টি জয় ও ৮টিতে হেরে পয়েন্ট টেবলের ১০ নম্বরে রয়েছেন রোহিত শর্মারা। মুম্বইয়ের নেট রান রেট -০.৮৩৬।

  • 06 May 2022 06:34 PM (IST)

    লিগ টেবলে গুজরাত কোথায়

    গুজরাত এখনও পর্যন্ত এই আইপিএলের ১০টি ম্যাচে খেলেছে। তার ৮টিতে জিতেছেন হার্দিকরা এবং মাত্র ২টিতে হেরেছে টাইটান্সরা। মোট ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন শুভমনরা। গুজরাতের নেট রান রেট +০.১৫৮।