মুম্বই: আজ শনিবার, আইপিএল-১৫-র (IPL 2022) ডাবল হেডারের প্রথম ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন আরসিবি অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে তোলে আরসিবি। ম্যাচ জিততে হার্দিকদের প্রয়োজন ছিল ১২০ বলে ১৭১ রান। ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টাইটান্সরা। ৪ উইকেটে হারিয়ে ফেলে, মিলার-তেওয়াটিয়া জুটিতে ১৭৪ রান তুলে জেতাল টাইটান্সদের। আরসিবি হারলেও আজকের ম্যাচে প্রাপ্তি বিরাট কোহলির রানে ফেরা। গুজরাতের বিরুদ্ধে আজ ৫৩ বলে ৫৮ রান করেন ভিকে। চলতি আইপিএলে এক্কেবারে দুরন্ত গতিতে ছুটছে হার্দিকের দল। এই মরসুমের ৯টি ম্যাচের ৮টিতে জয় ও মাত্র ১টিতে হেরেছে টাইটান্সরা। ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষস্থানে রয়েছে গুজরাত।
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে তোলে আরসিবি। ম্যাচ জিততে হার্দিকদের প্রয়োজন ছিল ১২০ বলে ১৭১ রান। ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টাইটান্সরা। ৪ উইকেটে হারিয়ে ফেলে, মিলার-তেওয়াটিয়া জুটিতে ১৭৪ রান তুলে জেতাল টাইটান্সদের।
আরসিবি হারলেও আজকের ম্যাচে প্রাপ্তি বিরাট কোহলির রানে ফেরা। গুজরাতের বিরুদ্ধে আজ ৫৩ বলে ৫৮ রান করেন ভিকে। ৬টি চার ও ১টি ছয় দিয়ে আজকের ইনিংস সাজিয়েছিলেন বিরাট।
আরসিবির বিরুদ্ধে ৬ উইকেটে জিতল হার্দিকের গুজরাত।
শেষ ওভারে গুজরাতের প্রয়োজন ৭ রান।
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে থামল আরসিবি। ম্যাচ জিততে হার্দিকদের চাই ১৭১ রান।
৫৮ রান করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। তৃতীয় উইকেট হারাল আরসিবি। মহম্মদ সামি গুজরাতকে এনে দিলেন তৃতীয় সাফল্য।
গুজরাতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন রজত পাতিদার। ২৯ বলে হাফসেঞ্চুরি রজতের।
What an innings this has been! ?????
Maiden half-century for Rajat! ??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #GTvRCB pic.twitter.com/siqxZ8akOC
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 30, 2022
4️⃣3️⃣rd #IPL half-century for Virat Kohli! ?
That bat raise is things we absolutely love to see! ❤️#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #GTvRCB pic.twitter.com/DpbWTC6SKT
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 30, 2022
আরসিবির হয়ে ওপেনিংয়ে নামলেন ফাফ দু’প্লেসি ও বিরাট কোহলি।
আজ আরসিবির বিরুদ্ধে গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া আইপিএল কেরিয়ারের ১০০তম আইপিএল ম্যাচে খেলতে নামছেন।
A special ? for #PapaPandya ?#SeasonOfFirsts #GTvRCB #AavaDe pic.twitter.com/uB6NO8Ns0E
— Gujarat Titans (@gujarat_titans) April 30, 2022
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, প্রদীপ সাঙ্গওয়ান, লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি, আলজারি জোসেফ।
Yash Dayal ? Pradeep Sangwan
Abhinav Manohar ? Sai SudharsanHow Titans line-up for the Royal Challenge ? ?
#SeasonOfFirsts #AavaDe #GTvRCB pic.twitter.com/7FdoArU6Bb— Gujarat Titans (@gujarat_titans) April 30, 2022
এক নজরে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহিপাল লোমলোর, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড।
Faf has won the toss and we will be batting first. ??
One change from the last game. Mahipal Lomror comes in for Suyash Prabhudessai. ??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #GTvRCB pic.twitter.com/m4eMdpea5M
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 30, 2022
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক দু’প্লেসি।
আরসিবির বিরুদ্ধে নামার জন্য তৈরি টাইটান্সরা।
#MatchDay vibe on point ??#SeasonOfFirsts #AavaDe #GTvRCB pic.twitter.com/702kedMS89
— Gujarat Titans (@gujarat_titans) April 30, 2022
গুজরাতের বিরুদ্ধে আজ ৪টি উইকেট পেয়ে গেলেই, টি-২০ ক্রিকেটে ১০০ টি উইকেটের মালিক হবেন জস হ্যাজেলউড।
Our speedster from Down Under is only 4️⃣ scalps away from a century of wickets in the shortest format of the game. ??
Here’s hoping we’ll be celebrating this milestone tonight, Josh! ??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #GTvRCB pic.twitter.com/npuDCGDAKo
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 30, 2022
আর কিছুক্ষণ পর গুজরাতের বিরুদ্ধে শনিবারের মেগা ম্যাচে নামবে আরসিবি।
??? ??????? ?????? ?? ??? ??? ?
All prepped and en route to the Brabourne stadium for our first day game of this year’s #IPL!???@MuthootIndia #PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/nKDZGNAsc0
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 30, 2022
পরপর দুই ম্যাচে হেরেছে আরসিবি। আজ হারলেই হারের হ্যাটট্রিক হয়ে যাবে বিরাটদের। এর মধ্যে গুজরাত বধের জন্য তৈরি ক্য়াপ্টেন ফাফ।
Skipper Faf in the house ?#TATAIPL | #GTvRCB pic.twitter.com/KIyw81Ufi8
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
শেষ ৪ ম্যাচে টানা অপরাজিত গুজরাত টাইটান্স। অন্যদিকে পরপর দুটো ম্যাচে হেরেছে আরসিবি।