GT vs RCB, IPL 2022 Match 43 Result: মিলার-তেওয়াটিয়া জুটিতে আরসিবিকে হারিয়ে প্লে অফ কার্যত নিশ্চিত হার্দিকের গুজরাতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 30, 2022 | 7:39 PM

Gujarat Titans vs Royal Challengers Bangalore Live Score in Bangla: দেখুন গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

GT vs RCB, IPL 2022 Match 43 Result: মিলার-তেওয়াটিয়া জুটিতে আরসিবিকে হারিয়ে প্লে অফ কার্যত নিশ্চিত হার্দিকের গুজরাতের
গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Follow Us

মুম্বই: আজ শনিবার, আইপিএল-১৫-র (IPL 2022) ডাবল হেডারের প্রথম ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন আরসিবি অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে তোলে আরসিবি। ম্যাচ জিততে হার্দিকদের প্রয়োজন ছিল ১২০ বলে ১৭১ রান। ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টাইটান্সরা। ৪ উইকেটে হারিয়ে ফেলে, মিলার-তেওয়াটিয়া জুটিতে ১৭৪ রান তুলে জেতাল টাইটান্সদের। আরসিবি হারলেও আজকের ম্যাচে প্রাপ্তি বিরাট কোহলির রানে ফেরা। গুজরাতের বিরুদ্ধে আজ ৫৩ বলে ৫৮ রান করেন ভিকে। চলতি আইপিএলে এক্কেবারে দুরন্ত গতিতে ছুটছে হার্দিকের দল। এই মরসুমের ৯টি ম্যাচের ৮টিতে জয় ও মাত্র ১টিতে হেরেছে টাইটান্সরা। ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষস্থানে রয়েছে গুজরাত।

Key Events

ফের দুই পয়েন্ট তুলে নিল গুজরাত

নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে তোলে আরসিবি। ম্যাচ জিততে হার্দিকদের প্রয়োজন ছিল ১২০ বলে ১৭১ রান। ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টাইটান্সরা। ৪ উইকেটে হারিয়ে ফেলে, মিলার-তেওয়াটিয়া জুটিতে ১৭৪ রান তুলে জেতাল টাইটান্সদের।

আরসিবির প্রাপ্তি কোহলির রানে ফেরা

আরসিবি হারলেও আজকের ম্যাচে প্রাপ্তি বিরাট কোহলির রানে ফেরা। গুজরাতের বিরুদ্ধে আজ ৫৩ বলে ৫৮ রান করেন ভিকে। ৬টি চার ও ১টি ছয় দিয়ে আজকের ইনিংস সাজিয়েছিলেন বিরাট।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 30 Apr 2022 07:21 PM (IST)

    ৬ উইকেটে জয়ী গুজরাত টাইটান্স

    আরসিবির বিরুদ্ধে ৬ উইকেটে জিতল হার্দিকের গুজরাত।

  • 30 Apr 2022 07:14 PM (IST)

    খেলা বাকি ১ ওভারের

    শেষ ওভারে গুজরাতের প্রয়োজন ৭ রান।


  • 30 Apr 2022 06:50 PM (IST)

    ১৫ ওভারে গুজরাত ১১৩/৪

    • খেলা বাকি ৫ ওভারের।
    • শুরুর ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে গুজরাত।
    • ম্যাচ জিততে হার্দিকের দলের এখনও প্রয়োজন ৩২ বলে ৬০ রান।
  • 30 Apr 2022 06:25 PM (IST)

    ১০ ওভারে গুজরাত ৭৭/২

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তুলেছে গুজরাত।
    • ম্যাচ জিততে টাইটান্সদের চাই ৬০ বলে ৯৪ রান।
    • ক্রিজে হার্দিক পান্ডিয়া ও সাই সুদর্শন।
  • 30 Apr 2022 06:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • শুরুর ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৬ রান তুলেছে গুজরাত।
    • ম্যাচ জিততে এখনও গুজরাতের প্রয়োজন ৮৪ বলে ১২৫ রান।
  • 30 Apr 2022 05:55 PM (IST)

    ৫ ওভারে গুজরাত ৩৪/০

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান তুলেছেন গিল-সাহা জুটি।
    • ম্যাচ জিততে গুজরাতের এখনও চাই ৯০ বলে ১৩৭ রান।
  • 30 Apr 2022 05:46 PM (IST)

    ৩ ওভারে গুজরাত ২৩/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৩ রান তুলেছে গুজরাত।
    • ম্যাচ জিততে গুজরাতের এখনও প্রয়োজন ১০২ বলে ১৪৮ রান।
  • 30 Apr 2022 05:32 PM (IST)

    রান তাড়া করতে নামল গুজরাত

    • টার্গেট ১৭১।
    • রান তাড়া করতে নামল গুজরাত টাইটান্স।
    • ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা।
  • 30 Apr 2022 05:20 PM (IST)

    ১৭০ রানে থামল আরসিবি

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে থামল আরসিবি। ম্যাচ জিততে হার্দিকদের চাই ১৭১ রান।

  • 30 Apr 2022 04:56 PM (IST)

    বিরাট আউট

    ৫৮ রান করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। তৃতীয় উইকেট হারাল আরসিবি। মহম্মদ সামি গুজরাতকে এনে দিলেন তৃতীয় সাফল্য।

  • 30 Apr 2022 04:45 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১১৭/২

    • খেলা বাকি ৫ ওভারের।
    • ক্রিজে বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল।
    • ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ১১৭ রান।
  • 30 Apr 2022 04:39 PM (IST)

    রজতের হাফসেঞ্চুরি

    গুজরাতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন রজত পাতিদার। ২৯ বলে হাফসেঞ্চুরি রজতের।

  • 30 Apr 2022 04:29 PM (IST)

    বিরাটের হাফসেঞ্চুরি

    • দীর্ঘদিন পর রানে ফিরলেন বিরাট।
    • গুজরাতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন বিরাট।
    • ৪৫ বলে হাফসেঞ্চুরি করলেন কোহলি।
  • 30 Apr 2022 04:18 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৭৫/১

    • দুরন্ত ছন্দে রয়েছেন কোহলি।
    • ১০ ওভারের পর ৩৮ বলে ৪৪ তুলেছেন ভিকে।
    • ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে আরসিবি।
  • 30 Apr 2022 04:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লের-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে আরসিবি।
    • বিরাট কোহলি ব্যাট করছেন ২৭ রানে।
    • রজত পাতিদার রয়েছেন ১৪ রানে।
  • 30 Apr 2022 03:55 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৩৪/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • ১ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে আরসিবি।
    • ক্রিজে বিরাট কোহলি ও রজত পাতিদার।
  • 30 Apr 2022 03:46 PM (IST)

    ৩ ওভারে আরসিবি ১৯/১

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • ১ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে আরসিবি।
    • দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আরসিবি ক্যাপ্টেন ফাফের উইকেট তুলে নিয়েছেন প্রদীপ সাঙ্গওয়ান।
  • 30 Apr 2022 03:30 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    আরসিবির হয়ে ওপেনিংয়ে নামলেন ফাফ দু’প্লেসি ও বিরাট কোহলি।

  • 30 Apr 2022 03:11 PM (IST)

    হার্দিকের ১০০তম আইপিএল ম্যাচ

    আজ আরসিবির বিরুদ্ধে গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া আইপিএল কেরিয়ারের ১০০তম আইপিএল ম্যাচে খেলতে নামছেন।

  • 30 Apr 2022 03:09 PM (IST)

    গুজরাতের প্রথম একাদশ

    গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, প্রদীপ সাঙ্গওয়ান, লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি, আলজারি জোসেফ।

  • 30 Apr 2022 03:07 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    এক নজরে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহিপাল লোমলোর, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড।

  • 30 Apr 2022 03:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক দু’প্লেসি।

  • 30 Apr 2022 02:57 PM (IST)

    ম্যাচ ডে মুডে হার্দিকের টাইটান্সরা

    আরসিবির বিরুদ্ধে নামার জন্য তৈরি টাইটান্সরা।

  • 30 Apr 2022 02:43 PM (IST)

    হ্যাজেলউডের মাইলস্টোন অ্যালার্ট

    গুজরাতের বিরুদ্ধে আজ ৪টি উইকেট পেয়ে গেলেই, টি-২০ ক্রিকেটে ১০০ টি উইকেটের মালিক হবেন জস হ্যাজেলউড।

  • 30 Apr 2022 02:42 PM (IST)

    ম্যাচ ডে মুডে আরসিবি

    আর কিছুক্ষণ পর গুজরাতের বিরুদ্ধে শনিবারের মেগা ম্যাচে নামবে আরসিবি।

  • 30 Apr 2022 02:35 PM (IST)

    গুজরাত ম্যাচের জন্য আরসিবি অধিনায়ক তৈরি

    পরপর দুই ম্যাচে হেরেছে আরসিবি। আজ হারলেই হারের হ্যাটট্রিক হয়ে যাবে বিরাটদের। এর মধ্যে গুজরাত বধের জন্য তৈরি ক্য়াপ্টেন ফাফ।

  • 30 Apr 2022 02:34 PM (IST)

    শেষ ম্যাচের নিরিখে কোথায় দাঁড়িয়ে দুই দল

    শেষ ৪ ম্যাচে টানা অপরাজিত গুজরাত টাইটান্স। অন্যদিকে পরপর দুটো ম্যাচে হেরেছে আরসিবি।

  • 30 Apr 2022 02:31 PM (IST)

    পয়েন্ট টেবলে কোন দল কোথায়

    • দারুণ ছন্দে রয়েছে টাইটান্সরা। গুজরাত এখনও পর্যন্ত এই আইপিএলের ৮টি ম্যাচে খেলেছে। তার ৭টিতে জিতেছেন হার্দিকরা এবং মাত্র ১টিতে হেরেছে টাইটান্সরা। মোট ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন শুভমনরা। গুজরাতের নেট রান রেট +০.৩৭১।
    • অন্যদিকে আরসিবি গত দুটো ম্যাচে হেরেছে। আজ হারলেই হারের হ্যাটট্রিক হয়ে যাবে কোহলিদের। এখনও পর্যন্ত আইপিএল-১৫-র ৯টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৪টিতে হারের মুখ দেখেছে আরসিবি। অনুজদের নেট রান রেট -০.৫৭২।