WPL 2023: চোটে ছিটকে গেলেন বেথ মুনি, ভারতীয় ক্রিকেটারেই ভরসা রাখল গুজরাট

Beth Mooney: কাফ মাসেলের চোট মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণ থেকে ছিটকে দিল গুজরাটের অধিনায়ক বেথ মুনিকে। তাঁর বদলে ভারতীয় ক্রিকেটারের ওপর ভরসা রাখল গুজরাট।

WPL 2023: চোটে ছিটকে গেলেন বেথ মুনি, ভারতীয় ক্রিকেটারেই ভরসা রাখল গুজরাট
WPL 2023: চোটে ছিটকে গেলেন বেথ মুনি, ভারতীয় ক্রিকেটারেই ভরসা রাখল গুজরাট

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 09, 2023 | 3:20 PM

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগ (Women’s Premier League) থেকে ছিটকে গেলেন গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) অধিনায়ক বেথ মুনি (Beth Mooney)। মেয়েদের আইপিএলের প্রথম সংস্করণের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সেয়ের বিরুদ্ধে নেমেছিল গুজরাটের। হরমনপ্রীত কৌরদের বিরুদ্ধে সেই ম্যাচে গুজরাটের রান তাড়া করার সময় প্রথম ওভারেই কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন মুনি। গুজরাটের হয়ে পরের দু’টি ম্যাচে নামতে পারেননি মুনি। সেই দু’টি ম্যাচে মুনির অনুপস্থিতিতে নেতৃত্ব দেন তাঁর ডেপুটি স্নেহ রানা। আজ, বৃহস্পতিবার ৯ মার্চ গুজরাটের পক্ষ থেকে এক বিবৃতিতে বেথ মুনির ডব্লিউপিএল থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গুজরাটের অধিনায়ক বেথ মুনি চোট পাওয়ার পর তাঁকে নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। চোটের কারণে মুম্বই ম্যাচের পর ইউপি ওয়ারিয়র্স এবং আরসিবির বিরুদ্ধে নেতৃত্ব দিতে পারেননি মুনি। তাঁর কাফ মাসেলের চোট সারতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগবে। মুনি ছিটকে যাওয়ায় গুজরাটকে স্থায়ী ক্যাপ্টেন খুঁজতে হত। মুনির সহ-অধিনায়ক হিসেবে গুজরাট ভারতের স্নেহ রানাকে বেছে নিয়েছিল। তাঁর অনুপস্থিতিতে স্নেহ রানা ইউপি ও আরসিবির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাই গুজরাটের পক্ষ থেকে তাঁর কাঁধেই দলের ক্যাপ্টেন্সির দায়ভার তুলে দেওয়া হয়েছে।

মেয়েদের আইপিএলের প্রথম সংস্করণ থেকে ছিটকে গিয়ে বেথ গুজরাটের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন। পরের মরসুমে শক্তিশালী হয়ে ফিরে আসার কথাও জানান। একইসঙ্গে গুজরাট জায়ান্টস দলকে বাকি ডব্লিউপিএল মরসুমের জন্য শুভকামনা জানান মুনি।

বেথ মুনির বদলে নিলামে অবিক্রিত থাকা লরা উলফার্টকে দলে নিয়েছে গুজরাট। তিনি বলেন, “গুজরাট জায়ান্টসে যোগ দেব ভেবেই আমি উত্তেজিত। আমার কাছে এটা দারুণ সুযোগ। আমি ডব্লিউপিএলে খেলার সুযোগ পাচ্ছি বলে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দলের সকলের সঙ্গে দেখা হওয়ার জন্য তর সইছে না।”

উইমেন্স প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত ধারাভাষ্যকাররা প্রায়শই জানিয়েছেন, WPL- এ ভারতীয় ক্রিকেটারদের হাতেই ক্যাপ্টেন্সির ব্যাটন থাকা দরকার। এ বারের মেয়েদের আইপিএলে ২ জন ভারতীয় ও ৩ জন অস্ট্রেলিয়ান অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল। অজি ক্রিকেটারদের ছোট না করেই ধারাভাষ্যকাররা জানান, ডব্লিউপিএলের দলগুলির অস্ট্রেলিয়ান প্রীতি এতটা বেশি হওয়াটা ঠিক নয়। কারণ, ভারতের মাটিতে খেলা হচ্ছে তাই ভারতের পরিবেশ, ভারতের ঘরোয়া ক্রিকেটারদের ভারতীয় ক্রিকেটাররা ছাড়া ভালো কেউ বুঝতে পারবেন না। তাই প্রতিটি দলেই ভারতীয় ক্যাপ্টেন থাকলে ভালো হত। এ কথাও জানান ধারাভাষ্যকাররা। মুনি চোট পেয়ে WPL- থেকে ছিটকে যাওয়ায় ৩টি দলে এ বার ভারতীয় ক্রিকেটার হলেন অধিনায়ক।