মুম্বই : তৈরি হল ইতিহাস। ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্ব ক্রিকেটও অপেক্ষায় ছিল। অবশেষে শুরু হল উইমেন্স প্রিমিয়ার লিগ। উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্য়াচে মুখোমুখি হল গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম টস জিতলেন গুজরাট টাইটান্স অধিনায়ক বেথ মুনি। টসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। মুম্বইয়ের হয়ে ওপেন করেন যস্তিকা ভাটিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্য়াথুজ। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বল ফেস করলেন যস্তিকা। প্রথম উইকেট হিসেবে আউট হলেন তিনিই। প্রথম উইকেট নেওয়ার কলামে নাম লেখালেন বাঁ হাতি স্পিনার তনুজা কানওয়ার। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ছয় মারলেন আর এক ওপেনার হেইলি ম্যাথুজ। ম্য়াচ শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এর পরই অনবদ্য় একটা ম্যাচ। উইমেন্স প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।
প্রথমে ব্য়াট করতে নেমে দ্রুত যস্তিকা ভাটিয়ার উইকেট হারায় মুম্বই। যদিও হেইলি ম্যাথুজ-ন্যাট সিবার জুটি পরিস্থিতি সামলে নেয়। অবশেষে ৫৪ রানে জুটি ভাঙে। অল্পের জন্য অর্ধশতরান হল না হেইলির। বোলিং ওপেন করেছিলেন অ্যাশলে গার্ডনার। ইনিংসের দশম ওভারে ফের তাঁকে আক্রমণে আনা হয়। এসেই ফেরান বিধ্বংসী হেইলি ম্যাথুজকে। ৩১ বলে ৪৭ রান করেন তিনি। আসল ইনিংস যেন খেললেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। বিধ্বংসী বললেও কম বলা হয়। বড় ম্যাচের প্লেয়ার একেই বলে। উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম অর্ধশতরান এল হ্যারির ব্যাটে। বৈচিত্রময় এবং বিধ্বংসী ব্য়াটিং। অবশেষে তাঁকে ফেরান স্নেহ রানা। মাত্র ৩০ বলে ৬৫ রানের ইনিংস খেলেন হরমন। ১৪টি বাউন্ডারি মারেন হ্যারি। ওপেনার হেইলি ম্যাথুজ ও মিডল অর্ডারে অ্যামেলিয়া কেরের অনবদ্য ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রানের বিশাল স্কোর গড়ে। অ্যামেলিয়া ২৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।
গুজরাট জায়ান্টসের জন্য় কোনও কিছুই ঠিক যাচ্ছিল না। বোর্ডে ২০৮ রানের বিশাল লক্ষ্য। প্রথম ওভারেই কাফ মাসলের চোটে মাঠ ছাড়েন তাঁদের অধিনায়ক তথা ওপেনিং ব্য়াটার বেথ মুনি। সেখানেই যেন মানসিকভাবে ভেঙে পড়ে গুজরাট। কিছুক্ষণের মধ্যেই মাত্র ৫ রানে ৩ উইকেট হারায় গুজরাট। সমস্যার এখানেই শেষ নয়। পঞ্চম ওভারে অ্যানাবেল সাদারল্যান্ডের উইকেট নেন মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক। একের পর উইকেট নিতে থাকেন মুম্বই বোলাররা। অ্যামেলিয়া কের আক্রমণে এসে প্রথম বলেই উইকেট এবং ওভারে জোড়া উইকেট নেন। মাত্র ২৩ রানেই ৭ উইকেট হারায় গুজরাট জায়ান্টস। কত ওভার স্থায়ী হবে তাদের ইনিংস, প্রশ্ন ছিল সেটাই। বেথ মুনি ব্য়াট করতে নামতে পারবেন না এমনটাই প্রত্যাশিত ছিল। ১৫.১ ওভারে সাইকা ইসাক নবম উইকেট নিতেই গুজরাটের ইনিংস শেষ। উদ্বোধনী ম্যাচে ১৪৩ রানের বিশাল জয় মুম্বই ইন্ডিয়ান্সের।