মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগ শেষের পথে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। আজ সোমবার রয়েছে ডাবল হেডার। সোম-বিকেলে প্রথমে ব্রেবোর্নে মুখোমুখি হয়েছিল স্নেহ রানার গুজরাট জায়ান্টস (Gujarat Giants) ও অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। আজ গুজরাটকে হারালেই প্লে-অফ নিশ্চিত হত ওয়ারিয়র্সের। প্রথমে টসে হারে ইউপি। কিন্তু ম্যাচে হারতে হয়নি। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক স্নেহ রানা। শুরুতে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে গুজরাট। জায়ান্টসের হয়ে সর্বাধিক রান করেন অ্যাশলে গার্ডনার (৬০)। ইউপির হয়ে ২টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও পার্শ্ববী চোপড়া। প্লে অফে ওঠার জন্য ইউপিকে তুলতে হত ১৭৯ রান। ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইউপি। ৪ মেরে দলকে জেতানোর পাশাপাশি প্লে অফে তুলতে সাহায্য করেছেন সোফি এক্লেস্টন। ৪১ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস উপহার দেন গ্রেস হ্যারিস। এক ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত করে নিল ইউপি। অন্যদিকে প্লে অফের স্বপ্ন ভঙ্গ হল আরসিবি-গুজরাটের। উইমেন্স প্রিমিয়ার লিগে গুজরাট বনাম ইউপি ম্যাচের হাইলাইটস দেখতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভ ব্লগে।
গুজরাট জায়ান্টসকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের প্লে অফে ইউপি ওয়ারিয়র্স।
শেষ ওভারে রান আউট হলেন সিমরন। জয়ের জন্য ইউপির এখনও প্রয়োজন ২ বলে ২ রান।
কিম গার্থ তুলে নিলেন গ্রেস হ্যারিসের উইকেট। দারুণ ক্যাচ নেন হরলীন দেওল। ৪১ বলে ৭২ রান করে মাঠ ছাড়লেন ইউপি ওয়ারিয়র্স।
শেষের ১৮ বলে ইউপির জয়ের জন্য প্রয়োজন ৩০ রান। ১৭ ওভার শেষে ইউপির স্কোর ৫ উইকেটে ১৪৯।
গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ৩২ বলে হাফসেঞ্চুরি করলেন গ্রেস হ্যারিস।
দীপ্তি শর্মার উইকেট তুলে নিলেন স্নেহ রানা। পঞ্চম উইকেট হারাল ইউপি। ৬ রান করে মাঠ ছাড়লেন দীপ্তি।
তাহিলা ম্যাকগ্রার উইকেট তুলে নিলেন অ্যাশলে গার্ডনার। ৫৭ রান করে মাঠ ছাড়লেন গার্ডনার।
গুজরাটের বিরুদ্ধে ৩৪ বলে হাফসেঞ্চুরি করলেন তাহিলা ম্যাকগ্রা।
এই ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করতে হলে ইউপিকে এখনও তুলতে হবে ৫৪ বলে ৯০ রান।
দেবিকা বৈদ্যর উইকেট তুলে নিলেন তনুজা কানওয়ার। ৮ বলে ৭ রান করে মাঠ ছাড়লেন দেবিকা।
মাত্র ৪ রান করে মাঠ ছাড়লেন কিরণপ্রভু নবগীরে। কিম গার্থ ইউপিকে এনে দিলেন দ্বিতীয় উইকেট।
অ্যালিসা হিলির উইকেট হারাল ইউপি ওয়ারিয়র্স। ৮ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন হিলি। মনিকা প্যাটেল তুলে নিলেন ইউপি অধিনায়কের উইকেট।
ইউপি ওয়ারিয়র্সের হয়ে ওপেনিংয়ে নামলেন অ্যালিসা হিলি ও দেবিকা বৈদ্য।
WPL-এর প্লে অফ পাকা করতে ইউপিকে তুলতে হবে ১৭৯ রান।
শেষ ওভারে সোফি এক্লেস্টন তুলে নিলেন অশ্বিনী কুমারির উইকেট। ৫ রান করে মাঠ ছাড়লেন অশ্বিনী।
হাফসেঞ্চুরি পর উইকেট দিয়ে বসলেন অ্যাশলে গার্ডনার। ৩৯ বলে ৬০ রান করে মাঠ ছাড়লেন অ্যাশলে গার্ডনার।
১৭ ওভারে দীপ্তি শর্মার বলে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অ্যাশলে গার্ডনার। অর্ধশতরান পূর্ণ করতে গার্ডনার ৩৫টি বল নিয়েছেন।
দয়ালান হেমলতাকে ফেরালেন পার্শ্ববী চোপড়া। বড় ধাক্কা খেল গুজরাট। ৩৩ বলে ৫৭ রান করে মাঠ ছাড়লেন হেমলতা। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য পার্শ্ববী উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম উইকেট নিলেন।
গুজরাটের ইনিংসের খেলা বাকি ৪ ওভারের। ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে গুজরাট তুলেছে ১৪৩ রান। ক্রিজে রয়েছেন দয়ালান হেমলতা (৫৭*) ও অ্যাশলে গার্ডনার (৩৯*)।
৩০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দয়ালান হেমলতা।
গুজরাটের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ। শুরুর ১০ ওভারের পর ৩ উইকেট হারিয়ে গুজরাট তুলেছে ৭৯ রান।
পাওয়ার প্লে-র শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ৫০।
এক ওভারে সোফিয়া ডাঙ্কলির পর হরলীন দেওলের উইকেট তুলে নিলেন রাজেশ্বরী গায়কোয়াড়। ৪ রান করে মাঠ ছাড়লেন হরলীন।
রাজেশ্বরী গায়কোয়াড় তুলে নিলেন সোফিয়া ডাঙ্কলির উইকেট। পাওয়ার প্লে-র মধ্যে দ্বিতীয় উইকেট হারাল গুজরাট। ২৩ রান করে গেলেন গুজরাটের ওপেনার সোফিয়া।
লরা উলফার্টের উইকেট তুলে নিলেন অঞ্জলী সর্বাণী। ১৩ বলে ১৭ রান করে মাঠ ছাড়লেন লরা। বড় উইকেট হারাল গুজরাট।
সোফিয়া-লরার ওপেনিং জুটিতে ভালো শুরু করেছে গুজরাট জায়ান্টস। প্রথম ওভারে লরার ব্যাটে একটি চার আসে। দ্বিতীয় ওভারে সোফিয়া মারেন জোড়া চার এবং একটি ছয় মারেন লরা।
গুজরাট জায়ান্টসের হয়ে ওপেনিংয়ে নামলেন সোফিয়া ডাঙ্কলি ও লরা উলফার্ট।
প্লে অফ নিশ্চিতের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে ইউপি।
ইউপি ওয়ারিয়র্স একাদশ- অ্যালিসা হিলি (অধিনায়ক), কিরণপ্রভু নবগীরে, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, পার্শ্ববী চোপড়া, গ্রেস হ্যারিস, সিমরন শেখ, দেবিকা বৈদ্য, সোফি এক্লেস্টন, অঞ্জলী সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়।
গুজরাটের একাদশে আজ এক পরিবর্তন। মেঘনা সাব্বিনেনির জায়গায় একাদশে এসেছেন মনিকা প্য়াটেল
গুজরাট জায়ান্টস একাদশ: স্নেহ রানা (অধিনায়ক), সুষমা ভার্মা (উইকেটকিপার), হরলীন দেওল, তনুজা কানওয়ার, অশ্বিনী কুমারি, অ্যাশলে গার্ডনার, লরা উলফার্ট, কিম্বারলে গার্থ, সোফি ডাঙ্কলি, দয়ালান হেমলতা, মনিকা প্য়াটেল।
ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট জায়ান্টসের অধিনায়ক স্নেহ রানা।
অঙ্কের বিচারে এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে গুজরাট জায়ান্টস এবং রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। কিন্তু সব অঙ্ক শেষ হয়ে যেতে পারে আজকের প্রথম ম্য়াচেই।
পড়ুন বিস্তারিত – GG vs UPW, WPL 2023 Match Prediction: জিতলেই প্লে-অফে ইউপি ওয়ারিয়র্স; সুযোগ শেষ গুজরাট, আরসিবির
আর কিছুক্ষণ পর শুরু হবে সোমবারের ডাবল হেডারের প্রথম ম্যাচ।
Hello from the Brabourne Stadium, CCI ?
Gearing up for the first encounter of an action-packed day ahead! ☀️@GujaratGiants square off against @UPWarriorz in Match 1️⃣7️⃣ of the #TATAWPL
Which team will come out on ? in the #GGvUPW contest❓ pic.twitter.com/280BSUBS2c
— Women's Premier League (WPL) (@wplt20) March 20, 2023