Kane Williamson: হাঁটুর চোটে এ বারের মতো আইপিএল সফর শেষ উইলিয়ামসনের

Gujrat Titans, IPL 2023: শেষমেশ আশঙ্কাই সত্যি হল। চোট পেয়ে আইপিএল ২০২৩ থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন।

Kane Williamson: হাঁটুর চোটে এ বারের মতো আইপিএল সফর শেষ উইলিয়ামসনের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 1:25 PM

কলকাতা: আইপিএলের প্রথম ম্যাচেই বড়সড় বিপত্তি। উদ্বোধনী ম্যাচ চেন্নাই সুপার কিংস (CSK) এবং গুজরাট জায়ান্টস (Gujrat Giants) ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। তাঁর আইপিএল (IPL 2023) থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল গুজরাট টাইটান্স শিবিরে। সেই আশঙ্কা সত্যি হল অবশেষে। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার কপালে বড় ভাঁজ ফেলে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন কিউয়ি ক্রিকেটার। গুজরাট টাইটান্সের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একটি ছক্কা বাঁচাতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে গুরুতর চোট পান ৩২ বছরের ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদে বেশ কয়েকটা বছর কাটানোর পর চলতি মরসুমে গুজরাট জায়ান্টসের হয়ে মাঠে নেমেছিলেন কেন (Kane Williamson)। কিন্তু নয়া অভিযান সুখের হল কই? আইপিএলের পুরো মরসুমে খেলা হল না। ওডিআই বিশ্বকাপের বছরে তাঁর চোট চিন্তা বাড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। বিস্তারিত TV9 Banglaয়।

চেন্নাইয়ের ইনিংসের ১৩তম ওভারে। ডিপ স্কয়্যারে দাঁড়িয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের হাঁকানো নিশ্চিত ছয় বাঁচাতে গিয়ে পড়ে যান। ছয় বাঁচালেও চার রান হয়ে যায়। দুটি রান বাঁচালেও বেকায়দায় পড়ে গিয়েছেন উইলিয়ামসন। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে আসেন ফিজিও। তাঁকে দ্রুত মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। রবিবার গুজরাট টাইটান্স জানিয়ে দেয়, বাকি আইপিএলে খেলতে পারবেন না কেন। তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে টুইট করে জানানো হয়, উইলিয়ামসন নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার পর হাঁটুর চোটের পরবর্তী চিকিৎসা করা হবে। তাঁকে আগামী সপ্তাহে নিউজিল্যান্ডে ফেরানোর তোড়জোড় চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চোটের গভীরতা পরীক্ষা করবেন। অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপ রয়েছে। সে কথা মাথায় রেখে উইলিয়ামসনকে দ্রুত সুস্থ করে তুলতে সচেষ্ট কিউয়ি বোর্ড।

এ বারের মতো আইপিএল সফর শেষ ‘ফ্যাব ফোর’-র একজন কেন উইলিয়ামসনের। এ বার গুজরাট টাইটান্স কাকে সই করাবে? খুব শীঘ্রই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষিত হবে। এই বিষয়ে আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর নিজের মত প্রকাশ করেছেন। তাঁর মতে, উইলিয়ামসনের জায়গায় স্টিভ স্মিথকে নিতে পারে গুজরাট টাইটাইন্স। ভারতের বিরুদ্ধে ক্যাপ্টেন্সির সুযোগ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্মিথ। গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে তিনি সাহায্য করতে পারেন বলে ধারণা মঞ্জরেকরের। স্মিথ এখন ভারতেই রয়েছেন। ক্রিকেট এক্সপার্ট হিসেবে যোগ দিয়েছেন সম্প্রচারকারী চ্য়ানেলে। গুজরাটের হয়ে মাঠে নামতে কি আগ্রহী হবেন তিনি?