লন্ডন: ম্যাঞ্চেস্টারে (Manchester) পঞ্চম টেস্ট না খেলে ইংল্যান্ড ছেড়েছে ভারতীয় দল। ইংল্যান্ড বোর্ডের (ECB) ক্ষতি হয়েছে প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড। আর তারপরই ইংল্যান্ডের তিন ক্রিকেটার আইপিএল (IPL) থেকে নিজেরে সরিয়ে নিয়েছেন। ক্রিস ওকস (Chris Wokes), জনি বেয়াস্টোদের (Jonny Bairstow) এমন সিদ্ধান্তের পেছনে বদলার আগুন দেখছে ক্রিকেট বিশ্ব। করোনার জন্য ভারত সিরিজ সম্পূর্ণ না করাতেই নাকি এমন নাম প্রত্যাহার। যদিও বদলার কথা উড়িয়ে দিচ্ছেন ইংল্যান্ড অল রাউন্ডার ক্রিস ওকস।
ইংল্যান্ডের এক সংবাদপত্রকে ক্রিস ওকস জানিয়েছেন,”টি২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে যে আমি সুযোগ পাব, তা জানতাম না। আইপিএলের সূচিতে বদল হয়েছে। আইপিএল, টি২০ বিশ্বকাপ তারপর অ্যাসেজ (Ashes)। পরপর তিনটে টুর্নামেন্ট খেলা খুব কঠিন। তাই আমাকে একটা বেছে নিতে হত। আমি আইপিএলের বদলে দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ অ্যাসেজ সিরিজে বেছে নিয়েছি। আইপিএলের অংশ হতে পারলে ভালো লাগত। কিন্তু কিছু সময় কিছু জায়গা ছাড়তে হয়।”
ক্রিস ওকস দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেটার ছিলেন। তার পাশাপাশি পঞ্জাব কিংসের (Punjab Kings) ডেভিড মালান (Dawid Malan) ও সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) জনি বেয়াস্টো নিজেদের সরিয়ে নিয়েছেন। যদিও জেসন রয়, মইন আলির মতো ক্রিকেটার আইপিএলে অংশ নিচ্ছেন।
আরব দেশে আইপিএলের দ্বিতীয় অংশের পর শুরু হবে টি-২০ বিশ্বকাপ। একাধিক দেশের ক্রিকেটার জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই তাঁর আইপিএলকে দেখছেন। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে মুখিয়ে আছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং অনেক আগেই অজি ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন তারা যেন আইপিএল খেলার সুযোগ না ছাড়েন। সেটাই বিশ্বকাপের সেরা প্রস্তুতির মঞ্চ। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলরা নিজেদের দলের হয়ে আইপিএল খেলবেন। টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানও কলকাতার হয়ে মাঠে নামছেন। এই ক্রিকেটাররা পারলে ক্রিস ওকসরা কেন পারলেন না? প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়ুন: Indian Women’s Cricket: অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে তৈরি স্মৃতিরা