Deepti Sharma: আউটের আগে চার্লিকে বারবার সতর্ক করেছিলেন, জানালেন দীপ্তি

Jhulan Goswami : সোমবার ঝুলন গোস্বামীর সঙ্গে কলকাতায় ফিরেছেন দীপ্তি শর্মাও। চার্লি ডিনকে আউট করা নিয়ে বিমানবন্দরে সাংবাদিকদের দীপ্তি বলেন, 'এটা পরিকল্পনা করেই করেছি। তার আগে অনেকবার ওকে সতর্ক করা হয়েছে। কিন্তু ও বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। বিষয়টা আম্পায়ারকেও জানিয়েছিলাম।'

Deepti Sharma: আউটের আগে চার্লিকে বারবার সতর্ক করেছিলেন, জানালেন দীপ্তি
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2022 | 7:12 PM

কলকাতা : ভারত-ইংল্যান্ড মেয়েদের ওয়ান ডে সিরিজ শেষ। তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ক্লিন সুইপ করেছে ভারত। লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ী ম্যাচ খেলেছেন কিংবদন্তি ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। সেই সিরিজের শেষ উইকেট নিয়ে বিতর্ক (Run Out Controversy) অবশ্য থামছে না। এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া অ্যামি জোনস কোনও বিতর্কে যাননি। তাঁদের দেশের প্রাক্তন ক্রিকেটাররা অবশ্য এই নিয়ে এখনও জলঘোলা করেই চলেছেন। লর্ডসে ঝুলনের বিদায়ী ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৬৯ রান করে ভারত। বোর্ডে অল্প রান থাকলেও ইংল্যান্ডকে অলআউট করে জেতে ভারতীয় দল। শেষ উইকেটটি নেন অফস্পিনার দীপ্তি শর্মা (Deepti Sharma)। সেই আউট নিয়েই যত আলোচনা।

বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে আসছিলেন চার্লি ডিন। বহুক্ষণ ধরেই নজর রাখছিলেন হরমনপ্রীত-দীপ্তিরা। ৩৬ তম ওভারে ক্যাথরিন ক্রসকে আউট করেন বিদায়ী ম্যাচ খেলতে নামা ঝুলন গোস্বামী। ক্লিন সুইপের জন্য মাত্র ১ উইকেট প্রয়োজন ছিল ভারতের। চার্লি ডিন অনবদ্য ব্যাট করছিলেন। শেষ অবধি ৪৪ তম ওভারে জয় নিশ্চিত হয় ভারতের। বোলিংয়ে ছিলেন দীপ্তি। নন স্ট্রাইকার প্রান্তে চার্লি ডিন। দীপ্তি বোলিং রান আপ থেকে এগতেই ক্রিজ ছাড়তে থাকে চার্লি। মানকাডিং করেন দীপ্তি। চার্লি ক্রিজ থেকে অনেকটাই বাইরে ছিলেন। প্রথমে এটিকে মানকাড বলা হলেও আইসিসি এই আউটকে রান আউটের নিয়মেস অন্তর্ভূক্ত করেছে। আইসিসি নিয়মে বৈধ হলেও স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তোলা হত। আইপিএলে জস বাটলারকে আউট করে সমালোচনার শিকার হয়েছিলেন অশ্বিন। অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। ব্যাটসম্যান যদি বাড়তি সুবিধা নেন, বোলার কেন তা কাজে লাগেবন না! দীপ্তিও সেটাই করেছেন। আইসিসি নিয়ম মেনেই রান আউট করেছেন। বাউন্ডারি নিয়মে বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা বারবার দীপ্তির আউটের ধরন নিয়ে সমালোচনা করছেন।

সোমবার ঝুলন গোস্বামীর সঙ্গে কলকাতায় ফিরেছেন দীপ্তি শর্মাও। চার্লি ডিনকে আউট করা নিয়ে বিমানবন্দরে সাংবাদিকদের দীপ্তি বলেন, ‘এটা পরিকল্পনা করেই করেছি। তার আগে অনেকবার ওকে সতর্ক করা হয়েছে। কিন্তু ও বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। বিষয়টা আম্পায়ারকেও জানিয়েছিলাম। তাতে কাজ হয়নি। এরপর আউট করি।’ মাঠের আম্পায়াররা অবশ্য আউট দেওয়া নিয়ে দ্বিধায় ছিলেন। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের আবেদন করেন তাঁরা। টিভি আম্পায়াররই বেশ কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজটি যদিও ঝুলনের জন্যই স্মরণীয় হয়ে থাকবে। কিংবদন্তি ঝুলনের বিদায়ী সিরিজে ইংল্যান্ডকে ক্লিনসুইপ করা তৃপ্তির। ২৩ বছর পর ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজ জয়ের কীর্তিও গড়েছেন দীপ্তিরা। প্রিয় ঝুলুদিকে নিয়ে বলেন, ‘প্রতিটা দলই জিততে চায়। আমরা ঝুলুদির বিদায়ী ম্যাচ জিতে উপহার দিতে চেয়েছিলাম। দল হিসেবে সর্বস্ব দিয়েছি আমরা। মাঠে ঝুলুদিকে খুব মিস করব।’