Happy Diwali 2022: দীপাবলির শুভেচ্ছা বার্তা দিলেন বিরাট-স্মৃতিরা

জেনে নিন এ বারের দীপাবলিতে ভক্তদের জন্য শুভেচ্ছা বার্তায় কী লিখলেন এই তারকা ক্রিকেটাররা...

Happy Diwali 2022: দীপাবলির শুভেচ্ছা বার্তা দিলেন বিরাট-স্মৃতিরা
Happy Diwali 2022: দীপাবলির শুভেচ্ছা বার্তা দিলেন বিরাট-স্মৃতিরা

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 24, 2022 | 2:20 PM

কলকাতা: আজ আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। দীপাবলির (Diwali) শুভেচ্ছায় ভাসছে সোশ্যাল মিডিয়ায়। আজকের দিনে ঘটা করে শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেই পালিত হচ্ছে দীপাবলি। এই শুভ দিনে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা তাঁদের ভক্তদের দীপাবলির শুভেচ্ছা (Diwali Wishes) জানিয়েছেন। ওই তালিকায় রয়েছেন, ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli), ভারতের মহিলা তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানাসহ অনেকেই। এক ঝলকে TV9Bangla-র এই প্রতিবেদনে দেখে নিন দীপাবলিতে ভক্তদের জন্য শুভেচ্ছা বার্তায় কী লিখলেন এই তারকা ক্রিকেটাররা…

রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়ে দেশবাসীকে আগাম দীপাবলির উপহার দিয়েছেন বিরাট কোহলি। আজ দীপাবলিতে তিনি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তদের।

দীপাবলিতে বিরাট কোহলির শুভেচ্ছা বার্তা

পাশাপাশি টুইটারে বিরাট লেখেন, “আপনাদের সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। আলোর উৎসব আপনাদের জীবনে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসুক।”

ভারতের মহিলা দলের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা সকলের উদ্দেশে টুইটারে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

টুইটবার্তায় ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্ণণও দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকার কথা ছিল, টি২০ বিশ্বকাপে খেলার জন্য। দুর্ভাগ্যবশত হাঁটুর চোটের অস্ত্রোপচারের কারণে তিনি এ বারের বিশ্বকাপে খেলতে পারছেন না। দীপাবলিতে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্সটাগ্রাম স্টোরিতে।

দিওয়ালিতে রবীন্দ্র জাডেজার শুভেচ্ছা বার্তা

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার, বর্তমান বিজেপি সংসদ গৌতম গম্ভীর দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।

আলোর উৎসবে প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নাও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের দিওয়ালির শুভেচ্ছা বার্তা —

চলতি টি২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে রয়েছেন দীপক হুডা। তাই তিনি এ বারের দীপাবলি কাটাচ্ছেন অস্ট্রেলিয়াতে। ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন।

দীপাবলির শুভেচ্ছাবার্তা জানিয়েছেন দীপক হুডা