Shubman Gill: কোহলির রেকর্ড ভেঙে কী বললেন শুভমন!

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Feb 02, 2023 | 12:09 AM

India vs New Zealand:পিচ রিপোর্ট কিংবা পরিসংখ্যান নয়, নিজের সিদ্ধান্ত নেন চ্যালেঞ্জ হিসেবে। হার্দিক পান্ডিয়া তেমনটাই জানালেন। এ দিন যেমন টসে জিতে ব্য়াটিং নিলেন। যদিও পিচ রিপোর্টে অজিত আগরকর জানিয়েছিলেন, রান তাড়া সেরা বিকল্প।

Shubman Gill: কোহলির রেকর্ড ভেঙে কী বললেন শুভমন!
Image Credit source: twitter

আমেদাবাদ: তিন ফরম্য়াটেই শতরান। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এত দিন এই রেকর্ড ছিল চার জনের। তাঁরা হলেন সুরেশ রায়না, রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি। পঞ্চম সদস্য হিসেবে এই তালিকায় যোগ দিলেন শুভমন গিল। পাশাপাশি বিরাট কোহলির রেকর্ডও ভাঙলেন এই তরুণ ব্য়াটার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্য়ক্তিগত স্কোরের নিরিখে সবার উপরে ছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শুভমন। ম্য়াচের পর শুভমন এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া যা বললেন, বিস্তারিত TV9Bangla-য়।

শুভমন বলেন, ‘পরিশ্রমের পুরস্কার পেতে কার না ভালো লাগে। দলের জন্য় বড় রান করতে পেরে খুশি। প্রত্যেকেরই ছয় মারার ভিন্ন টেকনিক থাকে। হার্দিক ভাই নিজের স্বাভাবিক খেলার কথা বলেছিল। রান আসছে না বলেই, বাড়তি কোনও কিছু করতে মানা করছিল। দেশের হয়ে খেলার সময় কোনও ক্লান্তি কাজ করে বলে আমি মনে করি না। সব ফরম্য়াটে খেলতেও স্বচ্ছন্দ আমি।’

পিচ রিপোর্ট কিংবা পরিসংখ্যান নয়, নিজের সিদ্ধান্ত নেন চ্যালেঞ্জ হিসেবে। হার্দিক পান্ডিয়া তেমনটাই জানালেন। এ দিন যেমন টসে জিতে ব্য়াটিং নিলেন। যদিও পিচ রিপোর্টে অজিত আগরকর জানিয়েছিলেন, রান তাড়া সেরা বিকল্প। টসে জিতে ব্য়াটিং প্রসঙ্গে হার্দিক বলেন, ‘আমার ধরণটাই এমন। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিই। আগে থেকে কিছু ভেবে রেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া পছন্দ করি না। কখনও কখনও নিজের মতোই সিদ্ধান্ত নিয়ে ফেলি। নেতৃত্ব এবং জীবনের ক্ষেত্রে আমার খুব সহজ নিয়ম, যদি পিছিয়ে পড়ি সেটাও যেন নিজের সিদ্ধান্তের জন্যই হয়। আইপিএল ফাইনাল খেলার সময় মনে হয়েছিল, দ্বিতীয় ইনিংসে ব্য়াট করা গুরুত্বপূর্ণ। আমরা বাড়তি চাপ নিয়ে খেলতে চাই না।’

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla