কলকাতা: আর মাত্র ৮ দিনের অপেক্ষা। দেশের মাটিতে শুরু হতে চলেছে আইপিএল ১৪ (IPL)। সদ্য শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ (India vs England)। সেখান থেকেই সোজা আইপিএলের বায়ো বাবলে প্রবেশ করেছেন অনেক ক্রিকেটার। প্রায় দু’মাস এ বার এই ক্রিকেটারদের সংসার হবে ক্রিকেটের মহাযজ্ঞ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল শুরুর আগে ডান্স ফ্লোর মাতালেন আইপিএলে অংশ নেওয়া দুই তারকা ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হরভজন সিং (Harbhajan Singh)।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর দিল্লি শিবিরে যোগ দিয়েছেন শিখর ধাওয়ান। বুধবার ধাওয়ান তাঁর সতীর্থ যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন। ইন্সটাগ্রামে তিনি লেখেন, “সুপার ট্যালেন্টেড ধনশ্রী বর্মার সঙ্গে ডান্স ফ্লোরে বেশ মজা করলাম।” নেটিজ়েনদের প্রশংসা কুড়িয়েছে দুজনের ভিডিয়ো।
একা ধাওয়ান নন, ধনশ্রীও সেই ভিডিয়ো পোস্ট করে লেখেন, “গব্বরের ,স্টাইলে ভাঙড়া। আমরা একসাথে ইন্সটাগ্রাম রিলে আগুন ধরিয়েছি। যেমনটা আমি আগেই বলেছি, এনার্জি কথা বলে।” ধনশ্রী-গব্বরের ভাঙড়াতে মুগ্ধ তাঁদের ফ্যানেরা।
IPL 2021 coming ? @jatinsapru @StarSportsIndia @IPL how’s the josh ?? pic.twitter.com/6Tq0zD1Cdp
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 30, 2021
নাইট সংসারে প্রথমবার যোগ দিলেন হরভজন সিং। তার আগে টার্বোনেটারকে দেখা গেল এক্কেবারে অন্য মেজাজে। তিনি ক্রীড়া সঞ্চালক যতীন সাপ্রূর সঙ্গে জনপ্রিয় তামিল সিনেমা মাস্টারের ভাথি কামিং গানের তালে পা মেলালেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করে ভাজ্জি ক্যাপশন দেন, “আইপিএল ২০২১ আসছে… জোশ কেমন?” মুহূর্তের মধ্যে ভাইরাল ভাজ্জির নাচের ভিডিয়ো।
আরও পড়ুন: পন্থের প্রশংসায় ভিভিএস থেকে রায়না