নয়াদিল্লি : মরসুম শুরুর আগে থেকেই একঝাঁক সমস্য়া দিল্লি ক্য়াপিটালসে। সবচেয়ে বড় সমস্য়া ছিল ক্যাপ্টেন্সি। নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থ গত বছরের শেষে গুরুতর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন। কোনওরকমে প্রাণে বাঁচেন পন্থ। আইপিএল থেকে ছিটকে যান তিনি। রিহ্য়াব শুরু করলেও কবে মাঠে ফিরতে পারবেন, নিশ্চয়তা নেই। অধিনায়ক এবং কিপার, দুটি ক্ষেত্রেই সমস্য়ায় পড়ে দিল্লি ক্য়াপিটালস। ডেভিড ওয়ার্নারকে নেতৃত্ব দেয় দিল্লি। সহ অধিনায়ক অক্ষর প্য়াটেল। সরফরাজ খানকে মেকশিফ্ট কিপার হিসেবে খেলানো হয়। তাতেও সমস্যা মেটেনি। বাংলার কিপার অভিষেক পোড়েলকে সই করায় দিল্লি। কয়েক ম্য়াচ খেলেই বাদ পড়েন। ৮ ম্য়াচে মাত্র দুটি জয়। গত ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে মাত্র ৯ রানে হার। দলের এই ব্য়র্থতার জন্য ডেভিড ওয়ার্নারের ক্য়াপ্টেন্সিকেই দায়ী করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। কী বলছেন তিনি? বিস্তারিত জানুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি আইপিএলে ব্য়াট হাতে ভালো ছন্দে রয়েছেন ডেভিড ওয়ার্নার। যদিও তাঁর স্ট্রাইকরেট দিল্লি শিবিরে চিন্তার বিষয়। চারটি অর্ধশতরান সহ ৮ ম্য়াচে ৩০৬ রান করেছেন ওয়ার্নার। ৪৪টি বাউন্ডারি এবং মাত্র একটি ওভার বাউন্ডারি। তার চেয়েও চিন্তার বিষয় ১১৮.৬-এর স্ট্রাইকরেট। টানা পাঁচ ম্য়াচ হার থেকে ঘুরে দাঁড়িয়ে দুই ম্য়াচে জিতেছিল দিল্লি। সানরাইজার্সের কাছে ফের হার। ওয়ার্নার রানের খাতা খুলতে পারেননি। তিনি থাকলেই বরং দলের চাপ বাড়ত, এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। এখান থেকে দিল্লির পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেই মনে করেন ভাজ্জি।
দিল্লির ব্য়র্থতার জেরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এই ব্য়াটিং লাইন আপের চেয়ে তাঁদের কোচিং টিম ভালো পারফর্ম করতে পারবে। কোচিং টিমে রয়েছেন রিকি পন্টিং, শেন ওয়াটসন। ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের এমন ব্য়র্থতায় ডেভিড ওয়ার্নার বারবার বাকিদের ভুল তুলে ধরেন বলেও মন্তব্য় করেন ভাজ্জি। তিনি বলছেন, ‘আমার মনে হয় না, দিল্লি এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারবে। তার জন্য দায়ী অধিনায়ক। দলকে ঠিকঠাক নেতৃত্বই দিতে পারেননি। ওর নিজের ফর্মও বড় সমস্যা। সানরাইজার্সের বিরুদ্ধে যেভাবে আউট হয়েছে, খুবই হতাশার। তারপরও দিল্লি জয়ের অনেক কাছে পৌঁছেছিল। ওয়ার্নার ৫০টা ডেলিভারি খেললে বরং সেগুলো নষ্ট হত। দিল্লি ৯ রানের জায়গায় হয়তো ৫০ রানে হারত।’
দিল্লি অধিনায়ক ওয়ার্নারকে তুলোধনা করে ভাজ্জি আরও যোগ করেন, ‘এমনকি ম্য়াচ শেষে বারবারই বাকিদের ভুল তুলে ধরেন। নিজে কী করছে? কোনও তাগিদ দেখা যায়নি ওয়ার্নারের। টুর্নামেন্টে ৩০০-র বেশি রান করলেও স্ট্রাইকরেট এত কম!’