
কলকাতা : কাউকে কিছু না বলেই তড়িঘড়ি ব্যাট করতে নামছিলেন। ক্রিজে পৌঁছনোর আগে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ও কোচ রাহুল দ্রাবিড়ের পিছু ডাক। যা শুনে ঘুরে দাঁড়িয়ে সাজঘরের দিকে হাঁটা দেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। চলে গিয়েছিলেন বাউন্ডারির বাইরে। তখন আবার ওদিক থেকে ডাক আম্পায়ারের। অতএব ফের মাঠে নামতে হল তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি ২০ ম্যাচে (Ind vs WI) ১০ নম্বরে যুজবেন্দ্র চাহালের ব্যাটিং করতে নামা নিয়ে অদ্ভুত নাটকীয় পরিস্থিতি তৈরি হল। এর আগে শেষবার ২০২০ সালে টি ২০তে ব্যাট করতে নেমেছিলেন যুজি। সাড়ে তিন বছর পর টি ২০তে ব্যাটিং করতে নেমে দোলাচলে পড়ে গেলেন তিনি। এমন কাণ্ড দেখে দর্শকরাও হেসে কুটোপাটি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারত। শেষ ওভারের প্রথম বলে কুলদীপ যাদবকে ফেরানে রোমারিও শেফার্ড। তখন ব্যাট করতে বাকি ছিলেন যুজবেন্দ্র চাহাল এবং মুকেশ কুমার। কুলদীপ ফিরতেই তড়িঘড়ি ১০ নম্বরে ব্যাট করতে নামেন যুজি। মাঠের মাঝখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। তখনই কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তাঁকে ডেকে নেন। এদিকে মুকেশ কুমার আগে থেকেই প্যাড হেলমেট পরে তৈরি হয়েছিলেন। টিম ম্যানেজমেন্ট চাইছিল চাহালের পরিবর্তে মুকেশ ব্যাট করতে নামুক। ক্রিজে থাকা অর্শদীপ সিংয়ের ইশারায় বুঝতে পারেন ডাগআউট থেকে কোনও বার্তা আছে তাঁর জন্য। চাহাল যখন বাউন্ডারি পার করে গিয়েছেন এবং মুকেশ মাঠে প্রবেশের জন্য তৈরি তখনই চাহালকে ডেকে পাঠান আম্পায়ার। কোচ-ক্য়াপ্টেনের ইচ্ছে না থাকলেও নিয়মই বাধা হয়ে দাঁড়ায়। ক্রিকেটের আইন অনুযায়ী ততক্ষণে চাহালের ইনিংস শুরু হয়ে গিয়েছে।
Yuzvendra Chahal walked out at No.10, but the Indian team wanted Mukesh Kumar. Chahal walked off and entered again as he took the field already#Yuzvendrachahal??#INDvWI pic.twitter.com/8rWxh30ahh
— Md Nayab 786 ?? (@mdNayabsk45) August 3, 2023
৭৬টি টি-২০ ম্যাচে মাত্র ৫ রান করা চাহালকে নামাতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষ ৫ বলে ভারতের প্রয়োজন ছিল ১০ রান। পঞ্চম বলে রান আউট হয়ে ফেরেন অর্শদীপ সিং। শেষমেশ ৪ রানে ক্যারিবিয়ানদের কাছে হেরে টি ২০ সিরিজের সূচনা করেছে ভারতীয় দল।