AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024, MI: সচিন-পুত্র সহ সাতজনকে রিলিজ! হার্দিককে ‘ঘরে’ ফেরাতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2024, Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সের ভাবনায় রয়েছেন ডিওয়াল্ড ব্রেভিস, ত্রিস্তান স্টাবস, ক্রিস জর্ডন, সন্দীপ ওয়ারিয়র, অর্জুন তেন্ডুলকর, ডুয়ান জানসেনরাও। গত দুই আইপিএলে তারুণ্যে ভরসা রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের অন্যতম সফল দলের সেই পরিকল্পনা কাজে দেয়নি। দীর্ঘদিন মুম্বই শিবিরে থাকলেও গত মরসুমেই আইপিএলে অভিষেক হয় অর্জুন তেন্ডুলকরের। মাত্র চার ম্যাচেই সুযোগ পেয়েছিলেন।

IPL 2024, MI: সচিন-পুত্র সহ সাতজনকে রিলিজ! হার্দিককে 'ঘরে' ফেরাতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স
অর্জুনু তেন্ডুলকর হার্দিক পান্ডিয়া
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 1:02 AM
Share

মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) পরবর্তী সংস্করণ শুরুর আগে অনেকটাই সময় রয়েছে। তবে প্রতিটি ফ্র্যঞ্চাইজিই অবশ্য দল গোছানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে। ট্রেডিংয়ের মাধ্যমে প্লেয়ার নেওয়াও চলছে। ফ্র্যাঞ্চাইজিগুলি কোন প্লেয়ারদের রাখছে সেই তালিকা (রিটেনশন লিস্ট) জমা দেওয়ার সময়সীমা ছিল ১৫ নভেম্বর। যদিও সেই সময়সীমা বাড়িয়ে ২৬ নভেম্বর করা হয়েছে। এ মাসের শুরুতে অলরাউন্ডার রোমারিও শেপার্ডকে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেডিং করেছে লখনউ সুপার জায়ান্ট। মরসুমের দ্বিতীয় ট্রেডিংও লখনউই করল। রাজস্থান রয়্যালস থেকে বাঁ হাতি ওপেনার দেবদত্ত পাডিকালকে নিল লখনউ সুপার জায়ান্টস। পরিবর্তে লখনউ থেকে রাজস্থানে গেলেন পেসার আবেশ খান। মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরে আরও বড় খবর। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

হার্দিক পান্ডিয়া কি ‘ঘরে’ ফিরছেন? কানাঘুষো চলছে, মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। ২০২৪ সালের আইপিএলের নিলাম হবে আগামী মাসে। এ বার দুবাইতে হবে অকশন। তার আগে ট্রেডিংয়ের মাধ্যমে নানা প্লেয়ারের যাওয়া আসা চলছে। ২৬ নভেম্বরের মধ্যে প্লেয়ার রিটেনশন লিস্ট জমা দিতে হবে। সূত্রের খবর, সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর সহ সাতজন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই সচিনের ঘরের মাঠ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছে বেশ কিছু বছর। সেই দলেই জায়গা পাবেন না ছেলে অর্জুন। প্রশ্ন উঠছে। ছাঁটাইয়ের রয়েছে ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চারের মতো বড় নামও। ইংল্যান্ডের এই পেসার চোট প্রবণ। কোন সিরিজে তাঁকে পাওয়া যাবে নিশ্চয়তা নেই। অস্ত্রোপচারও হয়েছে। এখনও ফিট নন। তাঁকে বয়ে বেরাতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। ২০২২ সালের আইপিএলের আগে নিলামে তাঁকে ৮ কোটির বিশাল অঙ্কে নিয়েছিল মুম্বই। পুরো আইপিএলেই পাওয়া যায়নি তাঁকে। গত আইপিএলে মুম্বই জার্সিতে অভিষেক হলেও পাঁচ ম্যাচ পরই চোটে ছিটকে যান। তাঁকে নিয়ে আর ঝুঁকি নিতে নারাজ মুম্বই।

মুম্বই ইন্ডিয়ান্সের ভাবনায় রয়েছেন ডিওয়াল্ড ব্রেভিস, ত্রিস্তান স্টাবস, ক্রিস জর্ডন, সন্দীপ ওয়ারিয়র, অর্জুন তেন্ডুলকর, ডুয়ান জানসেনরাও। গত দুই আইপিএলে তারুণ্যে ভরসা রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের অন্যতম সফল দলের সেই পরিকল্পনা কাজে দেয়নি। দীর্ঘদিন মুম্বই শিবিরে থাকলেও গত মরসুমেই আইপিএলে অভিষেক হয় অর্জুন তেন্ডুলকরের। মাত্র চার ম্যাচেই সুযোগ পেয়েছিলেন।

আইপিএলের মরসুম শুরুর আগে সবচেয়ে বড় গুঞ্জন অবশ্যই হার্দিক পান্ডিয়া। তাঁর আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সেই। টিমের ভারসাম্য বাড়িয়েছিলেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক। ২০২২ সালের আইপিএলে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি দল যুক্ত হয়। তার একটি গুজরাট টাইটান্স। মুম্বই ইন্ডিয়ান্স থেকে টাইটান্সে যান হার্দিক। তাঁর নেতৃত্বে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। গত মরসুমেও ফাইনালে উঠেছিল। হার্দিককে ফেরাতে ঝাঁপাতে পারে মুম্বই। শোনা যাচ্ছে, জোফ্রা আর্চার এবং হার্দিকের মধ্যে ট্রেডিং হতে পারে। এই চিত্র বেশ কিছুটা পরিষ্কার হবে টিমগুলি রিটেনশন লিস্ট জমা দিলেই।