
কলকাতা: খবর ছিল। বাড়ছিল গুঞ্জন। তাই সত্যি হয়েছে রবিবার। শেষ বেলায় গুজরাট টাইটান্স (Gujarat Titans) থেকে আবার ঘরে ফিরিয়েছে তাদের সেরা অলরাউন্ডারকে। আইপিএলের দলবদলের বাজারে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) এই ট্রেডিংই সবচেয়ে বড়। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই উত্থান হয়েছিল হার্দিক পান্ডিয়ার। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ওই টিমের হয়েই খেলেছেন হার্দিক। ব্যাটে, বলে ধারাবাহিক ভাবে সাফল্য পেয়েছেন হার্দিক। ভারতীয় টিমেও ঢুকে পড়েছিলেন। রোহিত শর্মার বয়স বাড়ছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে এমন কাউকে মুম্বই পেতে চেয়েছিল, যিনি মুখ হতে পারেন টিমের। এই মুহূর্তে হার্দিক ছাড়া আর কেউ সেই জায়গাটা নিতে পারতেন না। তাই হার্দিককেই ফেরানো হলে ঘরে। হার্দিককে নিয়ে খবর চাউর হলেও মুখ খোলেননি তিনি। অবশেষে ঘরে ফেরার পর কী বললেন হার্দিক?
হার্দিককে পেতে ক্যামেরন গ্রিনকে আরসিবিকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাট থেকে হার্দিকের আয় ছিল ১৫ কোটি টাকা। আরও বেশি দর দিয়ে তাঁকে নিতে হত। তাই গ্রিনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বই থেকে গুজরাট টাইটান্সে গিয়েও সাফল্য পেয়েছেন বরোদার অলরাউন্ডার। প্রথম বার আইপিএলে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ঘরে ফিরে হার্দিক বলেছেন, ‘মুম্বইয়ের হয়ে অনেক স্মৃতি রয়েছে আমার। মুম্বই, ওয়াংখেড়ে, পল্টন ঘিরে কত কী রয়েছে! ঘরে ফিরতে পেরে ভালো লাগছে। এক পরিবার, মুম্বই ইন্ডিয়ান্স।’ মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি বলেছেন, ‘হার্দিককে আবার মুম্বই ইন্ডিয়ান্স টিমে দেখে আমি খুব খুশি হয়েছি। ঘরের ফেরার খুশি বলা যেতে পারে। যে টিমের হয়েই ও খেলেছে, একটা চমৎকার ভারসাম্য দিয়েছে। মুম্বইয়ের হয়ে ওর প্রথম পর্বটা ভীষণ সফল ছিল। দ্বিতীয় পর্বেও ও সফল হবে, এই আশাই রাখছি।’
গুজরাটের ক্রিকেট ডিরেক্টর বিক্রেম সোলাঙ্কি কিন্তু হার্দিকের ঘরে ফেরাকে সম্মানই জানাচ্ছেন। তাঁর কথায়, ‘গুজরাটের প্রথম ক্যাপ্টেন হিসেবে হার্দিক দুটো মরসুম টিমকে যথেষ্ট ভালো সাফল্য দিয়েছে। প্রথম বারই আমরা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলাম। দ্বিতীয় বার ফাইনাল খেলেছি। তারপর হার্দিক ওর পুরনো টিম মুম্বইয়ে ফেরার ইচ্ছে প্রকাশ করেছিল। আমরা সেটাকে সম্মান জানিয়েছি। ভবিষ্য়তের জন্য় ওকে শুভেচ্ছাই জানাব।’