Hardik Pandya: পাঁচমাস ক্রিকেটের বাইরে, কবে মাঠে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে?

বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সঙ্গে হার্দিকও চমৎকার পারফর্ম করেছেন। ব্যাট ও বল হাতে যথেষ্ট কার্যকর ভূমিকা নিয়েছেন। ষষ্ঠ বোলারের অভাব পূরণ করে দিয়েছিলেন। কিন্তু হার্দিক বরাবরই চোটপ্রবণ। এ বারও বড় মঞ্চে তার ব্যতিক্রম হল না। যতই কপিল দেবের যোগ্য উত্তরসূরী বলে ধরা হোক তাঁকে, চোট প্রবণতার কারণেই টিমকে ভরসা দিতে পারেন না।

Hardik Pandya: পাঁচমাস ক্রিকেটের বাইরে, কবে মাঠে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে?
পাঁচমাস ক্রিকেটের বাইরে, কবে মাঠে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 22, 2023 | 2:09 PM

নয়াদিল্লি: বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট নিয়ে ছিটকে গিয়েছিলেন বিশ্বকাপ থেকে। শুরুতে বলা হয়েছিল, চোট তেমন গুরুতর নয়। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই জটিল হয়েছে পরিস্থিতি। বিশ্বকাপ (ICC World Cup) থেকে ছিটকে গিয়েছিলেন শেষ পর্যন্ত। সেই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) কবে ফিরবেন মাঠে? এই নিয়ে আপাতত রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। যা জানা যাচ্ছে, তাতে আগামী আইপিএলের আগে মাঠে ফিরছেন না হার্দিক। তাঁর চোট সেরেছে। কিন্তু রিহ্যাব চলছে। পুরোপুরি ফিট হতে সময় লাগবে। সে দিক থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও ঝুঁকি নিতে নারাজ। TV9Bangla Sports এ বিস্তারিত।

বিশ্বকাপের পরই আবার মাঠে ফিরছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারতীয় টিম। বিশ্বকাপের অধিনায়ক রোহিত শর্মাকে সাদা বলের ক্রিকেটে আর দেখা নাও যেতে পারে। এরপরই ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর। তিনটে করে টি-টোয়েন্ট এবং ওয়ান ডে ম্যাচ, দুটো টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় টিম। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ আগামী বছরের শুরুতে। তার পরই ভারত সফরে আসবে ইংল্যান্ড। যা পরিস্থিতি, তাতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না হার্দিক। আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন না তিনি, এমনই বলা হচ্ছে। টেস্ট থেকে যে হেতু তিনি সরে দাঁড়িয়েছেন, তাই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হার্দিককে খেলতে দেখা যাবে না। বলা যেতে পারে, আগামী বছর এপ্রিল-মে মাসে আইপিএলেই আবার খেলতে দেখা যাবে হার্দিককে। অর্থাৎ, পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় অলরাউন্ডারকে।

বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সঙ্গে হার্দিকও চমৎকার পারফর্ম করেছেন। ব্যাট ও বল হাতে যথেষ্ট কার্যকর ভূমিকা নিয়েছেন। ষষ্ঠ বোলারের অভাব পূরণ করে দিয়েছিলেন। কিন্তু হার্দিক বরাবরই চোটপ্রবণ। এ বারও বড় মঞ্চে তার ব্যতিক্রম হল না। যতই কপিল দেবের যোগ্য উত্তরসূরী বলে ধরা হোক তাঁকে, চোট প্রবণতার কারণেই টিমকে ভরসা দিতে পারেন না। বিশ্বকাপ ফাইনালে ভারতকে ডুবতে হয়েছে ষষ্ঠ বোলারের অভাবের কারণেই। হার্দিক যদি খেলতে পারতেন, তা হলে ব্যাটিং ও বোলিং, দুই ক্ষেত্রেই ভরসার মুখ হয়ে উঠতে পারতেন। বিশ্বকাপকে অতীত করে আপাতত সামনে তাকাতে চাইছেন হার্দিক। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে আবার বাইশ গজে নামবেন তাদের ক্যাপ্টেন।