নয়াদিল্লি: সপ্তম স্বর্গে থাকা ভারতীয় দলের জন্য দুঃসংবাদ। বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের জয়রথ অব্যাহত। কিন্তু এরই মাঝে বিরাট ধাক্কা খেল মেন ইন ব্লু। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে ১৯ অক্টোবর ভারতের ম্যাচ চলাকালীন বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। যে কারণে পরের ৩টি ম্যাচ তাঁর খেলা হয়নি। হার্দিক প্রথমে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন। তারপর তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। তিনি চোট পাওয়ার পর থেকেই আশঙ্কা ছিল, তাঁকে হয়তো এ বারের বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না। এ বার সেই আশঙ্কাই সত্যি হল। তাঁর বদলে কাকে নেওয়া হল ভারতীয় টিমে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। তার ঠিক একদিন আগে ভারতীয় শিবিরে এল দুঃসংবাদ। এ বারের মতো হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ অভিযান শেষ হল। আগেই শোনা গিয়েছিল, ভারতীয় বোর্ড তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না। সেই পথেই হাঁটল বোর্ড। গোড়ালির চোট সেরে না ওঠায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। মাঝে শোনা গিয়েছিল, তাঁর লিগামেন্টে চোট লেগেছে। সব মিলিয়ে ভারতীয় বোর্ড এ বার হার্দিককে নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হল।
India’s star all-rounder to miss the remainder of #CWC23.
Details 👇https://t.co/AQP0oip3va
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 4, 2023
হার্দিক পান্ডিয়ার জায়গায় ভারতীয় দলে বিশ্বকাপের বাকি পর্বের জন্য সুযোগ পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। আজ, শনিবার বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি হার্দিকের জায়গায় প্রসিধ কৃষ্ণাকে ভারতীয় স্কোয়াডে নেওয়ার অনুমতি দিয়েছে। দেশের হয়ে ১৭টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্রসিধ কৃষ্ণার। তাতে নিয়েছেন ২৯টি উইকেট। ভারতের হয়ে শেষ বার তিনি ওডিআইতে খেলেছিলেন ২৭ সেপ্টেম্বর, রাজকোটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে তিনি ১টি উইকেট নিয়েছিলেন। হার্দিক ছিটকে যাওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে প্রসিধ জায়গা পেয়েছেন ঠিকই, কিন্তু তাঁর একাদশে থাকার সম্ভবনা খুব বেশি থাকছে না। কারণ, বর্তমানে যে একাদশ নিয়ে খেলছেন রোহিতরা, তাতে সাফল্য আসছে। তাই উইনিং কম্বিনেশন মেন ইন ব্লু ভাঙবে বলে মনে করছে না ক্রিকেট মহল।
Tough to digest the fact that I will miss out on the remaining part of the World Cup. I’ll be with the team, in spirit, cheering them on every ball of every game. Thanks for all the wishes, the love, and the support has been incredible. This team is special and I’m sure we’ll… pic.twitter.com/b05BKW0FgL
— hardik pandya (@hardikpandya7) November 4, 2023
টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় হার্দিক এক হৃদয় ভারী করা পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বকাপের বাকি অংশে খেলতে পারব না, এই সত্যটি হজম করা কঠিন। আমি দলের সঙ্গে সব সময় থাকব, দলের চেতনায়, প্রতিটি খেলার প্রতিটি বলে তাদের জন্য উল্লাস প্রকাশ করব। সকলের শুভেচ্ছা, ভালোবাসা এবং অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। এই দলটা বিশেষ এবং আমি নিশ্চিত যে আমরা সবাইকে গর্বিত করব। ‘