কলকাতা: ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা কোনও অপরাধ নয়। এই প্রবাদ অনেকের জীবনের সঙ্গেই মিলেমিশে যায়। পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র। স্বপ্নপূরণ করার জন্য পরিশ্রমের বিকল্প নেই। আইপিএলের আঙিনায় এমন একাধিক ক্রিকেটারের খোঁজ পাওয়া গিয়েছে, যাঁরা ক্রিকেটকে ধ্যান-জ্ঞান মনে করে জীবনে এগিয়ে গিয়েছেন। ক্রিকেটও তাঁদের উজাড় করে দিয়েছে। তেমনই কঠোর পরিশ্রমের ফসল পেয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বর্তমানে তিনি আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। কিন্তু তাঁকে একাধিক মুম্বইয়ের ভক্ত এবং রোহিত শর্মার (Rohit Sharma) অনুরাগীরা ‘ভিলেন’ বানিয়ে দিয়েছেন। কারণ, রোহিতকে সরিয়ে হার্দিককে MI এর নতুন নেতা করা হয়েছে। আর এই হার্দিকই ন’বছর আগে আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। সেখান থেকে কী করে শিখরে পৌঁছলেন?
সালটা ২০১৪। আইপিএলের নিলামে নামের পাশে জুটেছিল ‘আনসোল্ড’ লেখা। সালটা ২০২৪। আইপিএল-২০২৪ এর নিলামের আগে নামের পাশে জ্বলজ্বল করছে ‘C’ (C মানে ক্যাপ্টেন)। কথা হচ্ছে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে। তিনি ২০১৪ সালে দল পাননি। মাঝখানে ৯ বছর কেটেছে। অনেক কিছু বদলেছে। মুম্বইয়ের জার্সিতে ৪ বার আইপিএল জয়ের অভিজ্ঞতাও হয়েছে হার্দিক পান্ডিয়ার। এ বার আগামী আইপিএলে তাঁর নেতৃত্বেই খেলবে মুম্বই।
কী হচ্ছে নিলাম ঘরে? সরাসরি আপডেট পেতে ক্লিক করুন
২০১৩ সালে বরোদার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে খেলতে নজর কেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। সে বছর বরোদার হয়ে লিস্ট এ এবং প্রথম শ্রেণির ক্রিকেটে হার্দিকের অভিষেক হয়েছিল। তারপর ২০১৪ নিলামে নাম নথিভুক্ত করেছিলেন হার্দিক। কিন্তু কোনও দলই তাঁর জন্য বিড করেনি। অবশ্য ২০১৫ সালে হার্দিকের ভাগ্য খুলে যায়। ১০ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এরপর আর ঘুরে তাঁকাতে হয়নি হার্দিককে। ২০১৬ ও ২০১৭ সালেও মুম্বই থেকে ১০ লক্ষ টাকা পেতেন হার্দিক। ২০১৮ সালে ছবিটা বদলে যায়। হার্দিকের বেতন হয় ১১ কোটি টাকা। এর পরের তিনটে বছরও মুম্বই থেকে ১১ কোটি টাকা বেতন পান হার্দিক। তাঁকে ২০১৫ সাল থেকে রিলিজ করেনি এমআই। ২০২২ ও ২০২৩ সালের আইপিএলে তিনি খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। গুজরাটে তিনি ১৫ কোটি টাকা বেতন পেতেন। আইপিএল-২০২৪ এর নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক। তাতেও তিনি পাবেন ১৫ কোটি টাকা।
অতীতে আইপিএলে অনবদ্য পারফরম্যান্সের ফলে হার্দিক সুযোগ পেয়ে যান জাতীয় দলে। সেখানে পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-২০-তে নেতৃত্বও দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র বলে প্রমাণ করেছেন।