Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: দ্রুত ফিরবেন? কেমন আছেন, ভিডিয়ো শেয়ার করে জানালেন হার্দিক

আর ৮দিন পর দেশের মাঠে আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানেই কি হার্দিকের কামব্যাক হবে? হার্দিক পান্ডিয়ার অনুরাগীদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আপাতত উত্তর নেই। কিন্তু হার্দিক নিজেকে ফিট করার জন্য মরিয়া হয়ে পড়েছেন।

Hardik Pandya: দ্রুত ফিরবেন? কেমন আছেন, ভিডিয়ো শেয়ার করে জানালেন হার্দিক
দ্রুত ২২ গজে ফেরার প্রস্তুতিতে মগ্ন হার্দিক পান্ডিয়া, আফগান সিরিজেই কি কামব্যাক?
Follow Us:
| Updated on: Jan 03, 2024 | 11:03 AM

মুম্বই: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দ্রুত ২২ গজে ফিরতে মরিয়া। পুরনো চোট সারিয়ে ভারতীয় অলরাউন্ডার হার্দিক নতুন উদ্দমে নামতে মরিয়া। নতুন বছরে তিনি কবে মাঠে ফিরবেন, সে আশায় রয়েছেন তাঁর ভক্তরাও। আর ৮দিন পর দেশের মাঠে আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানেই কি হার্দিকের কামব্যাক হবে? হার্দিক পান্ডিয়ার অনুরাগীদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আপাতত উত্তর নেই। কিন্তু হার্দিক নিজেকে ফিট করার জন্য মরিয়া হয়ে পড়েছেন। চলছে দ্রুত বাইশ গজে ফেরার প্রস্তুতি। এ বার নিজের হেলথ আপডেট শেয়ার করলেন হার্দিক। কেমন আছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গত বছরের শেষের দিক থেকে বার বার হার্দিক পান্ডিয়ার মাঠে ফেরা নিয়ে একাধিক খবর শোনা গিয়েছে। বেশিরভাগ সময়ই শোনা গিয়েছে আসন্ন আফগানিস্তান সিরিজে ফিরতে পারবেন না হার্দিক পান্ডিয়া। কিন্তু সদ্য হার্দিক তাঁর ইন্সটাগ্রামে যে ভিডিয়ো শেয়ার করেছেন, তা দেখে তাঁর অনুরাগীদের মনে আশা জাগবে।

ইন্সটাগ্রামে হার্দিক পান্ডিয়া নিজের জিম সেশনের এক ভিডিয়ো শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিদিন অবস্থার উন্নতি হচ্ছে।’ স্ট্রেন্থ বাড়ানোর জন্য কসরত করতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে।

সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার আসন্ন টি-২০ সিরিজের জন্য শীঘ্রই দল ঘোষণা করবে বিসিসিআই। তেমনটা হলে তখনই বোঝা যাবে দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কি এখনই মাঠে ফেরার জন্য তৈরি হয়েছেন? নাকি তাঁর ২২ গজে ফিরতে আরও সময় লাগবে। তেমনটা হলে, হয়তো ২০২৪ সালের আইপিএলেই কামব্যাক হবে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়কের। উল্লেখ্য, ২০২৪ সালের আইপিএলের নিলামের আগে গুজরাট টাইটান্স থেকে ট্রেডিংয়ে হার্দিক পান্ডিয়াকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এবং রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়ার হাতে MI এর ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়।