WI vs IND : ‘ও আমাকে পেটাতে চায়’, প্রতিপক্ষ ক্রিকেটারের উপর অভিযোগ হার্দিকের!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 09, 2023 | 3:55 PM

Hardik Pandya : প্রথম দুই ম্যাচে পিছিয়ে পড়ার পর তৃতীয় ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে টিকে রইল ভারত।

WI vs IND : ও আমাকে পেটাতে চায়, প্রতিপক্ষ ক্রিকেটারের উপর অভিযোগ হার্দিকের!

Follow Us

গায়ানা : তৃতীয় টি ২০ ম্যাচে প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়তে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ১১তম ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন না ক্যারিবিয়ান টিমের স্টার ক্রিকেটার নিকোলাস পুরান (Nicolas Pooran)। ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে তখনও মাত্র ৭৫ রান। খাতায় বড়সড় রান তুলতে হলে ভারতীয় বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং ছাড়া উপায় নেই। যদিও বিধ্বংসী ফর্মে থাকা পুরান দিন মাত্র ২০ রান করে ফিরে যান। ম্যাচ জেতার পর পুরানকে নিয়ে পরিকল্পনার কথা শুনিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি বলেছেন, নিকোলাস পুরানের জন্যই তিনি নিজের বোলিং কোটা শেষ করেননি। পুরান মাঠে নামার পর দ্বিতীয় স্পেল শুরু করেন হার্দিক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ম্যাচ শেষে পুরান সম্পর্কে হার্দিক বলেন, “নিকি ব্যাটিং করতে আসেনি বলে আমরা জোরে বোলারদের কোটা বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। অক্ষর প্যাটেল ৪ ওভার বল করার সুযোগ পেয়েছে। যদি নিকি কাউকে পেটাতে চায় তাহলে আমাকেই পেটাক, এই পরিকল্পনা নিয়েছিলাম। এভাবেই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করি। আমি জানি এই কথাগুলো ও শুনবে এবং চতুর্থ টি ২০ ম্যাচে আমাকে খুব পেটাবে।” যদিও পুরানকে আউট করতে পারেননি হার্দিক। তাঁর উইকেট নেন কুলদীপ যাদব। ১২ বলে ২০ রানের ইনিংসে ২টি চার ও একটি ছয় হাঁকিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার।

বর্তমানে টি ২০তে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্রিগেডের অন্যতম ভরসা পুরান। টি ২০তে বিধ্বংসী ফর্মে রয়েছেন। মেজর লিগ ক্রিকেটের ফাইনালে শতরান হাঁকিয়ে ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে ফেরেন। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী নিকোলাস পুরান। কায়রন পোলার্ড, মার্লন স্যামুয়েলসদের পিছনে ফেলে দিয়েছেন পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি ২০ ক্রিকেটে ১৫৬৯ রান করেছেন পুরান। তাঁর আগে রয়েছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইউনিভার্স বসের টি ২০তে রান সংখ্যা ১৮৯৯।

Next Article