
মুম্বই: চোটের কারণে ক্রিকেট থেকে দূরে থাকার তাঁর বহু অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চোখের জলে মাঠ ছাড়ার কষ্ট তাঁর অজানা নয়। এ বার ফের ২২ গজে ফেরার পালা। জিমে গা ঘামানো শুরু করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক। লিগামেন্টে চোট ছিল হার্দিকের। তাঁর চোট নিয়ে আলোচনার মাঝেই শোরগোল ফেলেছিল গুজরাট টাইটান্স (GT) থেকে তাঁর মুম্বই ইন্ডিয়ান্সে (MI) ফেরার খবর। চলতি বছরে আর হার্দিকের মাঠে ফেরা হচ্ছে না। বিশ্বকাপের পর তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজেও খেলতে পারেননি। সামনেই শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। তারপর রয়েছে ওডিআই ও টেস্ট সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ফর্ম্যাটেই খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। এ বার আগামী বছরে নতুন করে শুরু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন হার্দিক পান্ডিয়া। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার সপ্তাহখানেকের মধ্যে হার্দিক পান্ডিয়া জিমে ফিরলেন। ইন্সটাগ্রামে ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি জিমে সাইক্লিং করছেন, ট্রেডমিলে ধীরে ধীরে হাঁটছেন। ওই ভিডিয়োর ক্যাপশনে হার্দিক লেখেন, ‘WIP’ (ওয়ার্ক ইন প্রোগ্রেস)।
ওই ভিডিয়োর কমেন্টে একজন লিখেছেন, ‘হার্দিক রিকভারি মোড অন।’ আর একজনের কমেন্ট, ‘হার্দিক পান্ডিয়াকে মিস করবে গুজরাট টাইটান্স।’ প্রসঙ্গত, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২০২২ সালে আইপিএল জিতেছিল গুজরাট টাইটান্স। হার্দিককে আগামী আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স ট্রেডিংয়ে নেওয়ার ফলে গুজরাট টাইটান্স দলের নেতা বানিয়েছে তরুণ তুর্কি শুভমন গিলকে। ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিকের অনুরাগীরা তাঁর মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।