WI vs IND : ধোনি হতে পারলেন না হার্দিক, তিলককে ম্যাচ ফিনিশ করতে না দিয়ে হলেন ‘সেলফিশ’

Hardik Pandya Tilak Verma : হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচ ৭ উইকেটে জিতেছে ভারত। ম্যাচ জিতে সিরিজে হার বাঁচালেও হার্দিক পান্ডিয়াকে স্বার্থপর বলে দেগে দিচ্ছেন ভারতীয় সমর্থকরা। কী এমন করলেন হার্দিক?

WI vs IND : ধোনি হতে পারলেন না হার্দিক, তিলককে ম্যাচ ফিনিশ করতে না দিয়ে হলেন সেলফিশ

| Edited By: তিথিমালা মাজী

Aug 09, 2023 | 8:52 AM

গায়ানা : টানা দুটি টি ২০ ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে ভারত। এরই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে নিজেদের টিকিয়ে রাখল মেন ইন ব্লু। গায়ানা প্রভিডেন্সে ৭ উইকেটে জয়ে বড় অবদান সূর্যকুমার যাদব এবং সদ্য সিরিজে অভিষেক হওয়া তিলক ভার্মার। প্রথম দুটি ম্যাচে দল হারলেও তিলকের ব্যাট থেকে দ্বিতীয় ম্যাচ এসেছিল অর্ধশতরান। এদিনও হাফ সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন তিলক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টানা দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ হল না তাঁর। যে কারণে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তিলককে ম্যাচ ফিনিশ করতে না দিয়ে ১৪ বল বাকি থাকতেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন অধিনায়ক। নেটিজেনরা বলছেন, এতদিন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির সঙ্গে থেকেও কিছু শিখতে পারেননি হার্দিক। ব্যক্তিগত অর্জনকে বিসর্জন দিয়ে যোগ্য ব্যক্তির জন্য স্বার্থত্যাগ করতে দেখা গিয়েছে ধোনি-বিরাটদের। হার্দিক সে পথ মাড়ালেন না। ৪৯ রানে ব্যাট করা তিলক ১ রানের জন্য পেলেন না আন্তর্জাতিক ক্রিকেটে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঘটনাটি কী?

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৬০ রানের লক্ষ্য রাখে ভারতের সামনে। টপ অর্ডারের ব্যর্থতার পর ভারতের ইনিংস সামলান সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা। সূর্য ৮৪ রানের ইনিংস খেলে আউট হন। তিলকও হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। হার্দিক মাঠে নেমে বেশ কিছু ভালো শট খেলেন। ১৭তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন হার্দিক। নন স্ট্রাইকে তখন ৪৯ রানে দাঁড়িয়ে তিলক ভার্মা। অনুমান করা হচ্ছিল তিলককে হাফ সেঞ্চুরি পূরণ করার সুযোগ করে দেবেন হার্দিক। কারণ হাতে তখনও ১৪ বল বাকি। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এক তরুণ উইনিং শট নিতে পারতেন। একইসঙ্গে তাঁর অর্ধশতরানও পূরণ হয়ে যেত। জেতার জন্য ভারতের হাতে যথেষ্ট বল ছিল, কিন্তু সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে যাওয়ায় মেন ইন ব্লু ক্যাপ্টেনের যেন তর সইছিল না।

হার্দিককে দেখে ক্রিকেট সমর্থকদের মনে পড়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির কথা। ঘটনাটি ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ। শেষ ৭ বলে ভারতের প্রয়োজন ছিল ১ রানের। বিরাট কোহলি ৪৩ বলে ৬৮ রানে ব্যাট করছিলেন। ধোনি ১৯তম ওভারের শেষ বলে রান নিলেন না ইচ্ছে করেই। কারণ তিনি চাইছিলেন বিরাটের ব্যাটে আসুক উইনিং শট। কারণ দলের জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে তাঁরই অবদান বেশি। বিরাট অবাক হয়ে ইশারা করেন, কী হল? ধোনিও ইশারায় তাঁর মনের কথা বুঝিয়ে দেন। বিরাটের ব্যাটেই উইনিং শট আসে এবং ভারতও ম্যাচ জিতে যায়। সেদিন মাহির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল ক্রিকেট জগত।

বিরাটও আরসিবি টিমমেট ক্রিস গেইলের সেঞ্চুরি জন্য একইভাবে সকলের মন জয় করে নিয়েছিলেন। ৯৮ রানে ব্যাট করছিলেন গেইল। কেকেআরের বিরুদ্ধে ওই ম্যাচে জয়ের জন্য ২ রানের প্রয়োজন ছিল আরসিবির। সেদিন শতরানের পাশাপাশি ম্যাচ ফিনিশ করে দলকে জেতান গেইল।