করোনায় আক্রান্ত হরমনপ্রীত

sushovan mukherjee |

Mar 30, 2021 | 1:00 PM

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে খেলেননি হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচ খেলার সময় চোট পান তিনি। তারপরই টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ান। টুইট করে হরমনপ্রীত জানান, গত ৭ দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন শীঘ্রই কোভিড (Covid) পরীক্ষা করান

করোনায় আক্রান্ত হরমনপ্রীত
কোভিড পজিটিভ হরমনপ্রীত। ছবি: টুইটার

Follow Us

পাটিয়ালা: করোনায় আক্রান্ত ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটেই মহিলা দলকে নেতৃত্ব দেন হরমনপ্রীত। করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানান।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ও ইনভেস্টরে বাড়ছে জট, বাড়ছে চাপও

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে খেলেননি হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচ খেলার সময় চোট পান তিনি। তারপরই টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ান। টুইট করে হরমনপ্রীত জানান, গত ৭ দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন শীঘ্রই কোভিড (Covid) পরীক্ষা করান। প্রত্যেককে মাস্ক পরে থাকার অনুরোধও জানান হরমনপ্রীত। এর সঙ্গে শীঘ্রই মাঠে ফেরার বার্তাও দেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। গত ৪ দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। তারপরই কোভিড পরীক্ষার করান। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সেল্ফ আইসোলেশনেই রয়েছেন হরমনপ্রীত কৌর।

 

এ দিকে করোনায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও। টুইট করে নিজেই জানান সেই কথা। সেল্ফ আইসোলেশনে রয়েছেন ইরফান পাঠানও।

Next Article