নয়াদিল্লি: বিতর্কে মোড়া ভারত-বাংলাদেশ তৃতীয় ওডিআই ম্যাচের রেশ কাটছেই না। সিরিজের নির্ণায়ক ম্যাচে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। প্রথমে মাঠে, তারপর ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। কোনও জায়গাতেই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি হরমনপ্রীত কৌর। আসলে, ভারত-বাংলাদেশ (India Women vs Bangladesh Women) মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওডিআই ম্যাচে হরমনপ্রীত আউট হতেই রাগে ব্যাট দিয়ে উইকেটে মারেন। এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আম্পায়ারকেও কিছু বলতেও দেখা যায় হরমনপ্রীতকে। মেজাজ হারিয়েছে এমনটা মাঠে অনেক ক্রিকেটারই করেছেন। কিন্তু ভারত অধিনায়কের এই আচরণ ভালোভাবে নিচ্ছে না আইসিসি। যে কারণে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে এ বার বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন হরমনপ্রীত কৌর। বিস্তারিত জানতে পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদন।
ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজ-এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা ও খারাপ আচরণের জন্য ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের ম্যাচ পারিশ্রমিকের ৭৫ শতাংশ কেটে নেওয়া হবে। পাশাপাশি তাঁকে তিনটি ডিমেরিট (নেগেটিভ মার্কিং) পয়েন্ট দেওয়া হবে। এর ফলে আগামী দিনের ম্যাচগুলিতে আর ১টি ডিমেরিট পয়েন্ট পেলেই হরমনপ্রীত কৌরকে নির্বাসিত করতে পারে আইসিসি।
Harmanpreet Kaur set to be fined (Cricbuzz):
– 75% match fees.
– 3 Demerit Points. pic.twitter.com/nJ5RMubIUJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 23, 2023
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে আম্পায়ারিং নিয়ে ভারত অধিনায়ক যে কতটা ক্ষুব্ধ হয়েছিলেন, তা বোঝা যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। পরিষ্কার করে হরমনপ্রীত জানান, আম্পায়ারিংয়ের মান নিয়ে তিনি প্রচণ্ড হতাশ। এমনকি হরমনপ্রীত এ-ও বলেন যে, বাংলাদেশ সফরে পরবর্তীতে এলে এমন আম্পায়ারিং যে হতে পারে, তার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। এখানেই থেমে থাকেননি হরমনপ্রীত। সিরিজ টাই হওয়ার ফলে দুই অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার পর ফটো সেশনের জন্য হরমনপ্রীত বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারদেরও ডাকেন। যা দেখে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সেই গ্রুপ ফটো থেকে বেরিয়ে যান। তাঁর মতে, যাই হোক না কেন হরমনপ্রীত কৌরের মতো অভিজ্ঞ এবং আইকন ক্রিকেটারের আচরণের দিক থেকে আরও সংযত হওয়া উচিত ছিল।