Harmanpreet Kaur: বাংলাদেশি সঞ্চালক বানিয়ে দিলেন জেমাইমা! ‘মু-তোড়’ জবাব ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 20, 2023 | 6:21 PM

IND W vs BAN W: বর্তমানে বাংলাদেশ সফরে গিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েছে উইমেন্স ইন ব্লু।

Harmanpreet Kaur: বাংলাদেশি সঞ্চালক বানিয়ে দিলেন জেমাইমা! মু-তোড় জবাব ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীতের
বাংলাদেশি সঞ্চালক বানিয়ে দিলেন জেমাইমা! 'মু-তোড়' জবাব ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীতের
Image Credit source: Twitter

Follow Us

মীরপুর: ব্যাটে-বলে দাপট দেখিয়ে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ভারতকে (India) দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতিয়েছেন জেমাইমা রডরিগজ। তাই স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে তাঁকে নিয়ে আলোচনা হওয়ারই কথা। কিন্তু তা বলে ম্যাচ শেষে বাংলাদেশি সঞ্চালক যা ঘটালেন, তা সকলকে অবাক করেছে। আসলে ওডিআই সিরিজে ভারতের সমতা ফেরানোর দিন ঘটল এক অদ্ভুত ঘটনা। টাইগ্রেসদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচের শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) সাক্ষাৎকার নিচ্ছিলেন বাংলাদেশি সঞ্চালক। সেখানে তিনি সাক্ষাৎকারের শেষে হরমনপ্রীতকে সম্বোধন করেন ‘জেমাইমা’ বলে। যা শুনে ‘মু-তোড়’ জবাব দিয়েছেন ভারতের ক্যাপ্টেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বর্তমানে বাংলাদেশ সফরে গিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। নিগার সুলতানার দলের বিরুদ্ধে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে জিতে ওডিআই যাত্রা শুরু করেছিল ভারতের মেয়েরা। কিন্তু শেষ টি-২০ ম্যাচে হারের পর, ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও হারতে হয়েছিল ভারতকে। এরপর গতকাল (১৯ জুলাই) দ্বিতীয় ওডিআই জিতে সিরিজে সমতা ফিরিয়েছে উইমেন্স ইন ব্লু। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে ভারত অধিনায়কের সাক্ষাৎকার নেওয়ার শেষে হরমনপ্রীতকে বাংলাদেশি সঞ্চালক বলেন, ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ জেমাইমা অ্যান্ড কনগ্রেচুলেশন।’ যা শুনে ভারত অধিনায়ক সঙ্গে সঙ্গে বলেন, ‘হরমনপ্রীত কৌর, থ্যাঙ্ক ইউ।’ এই অনাকাঙ্খিত পরিস্থিতিতে পড়েও হরমনপ্রীত তা বেশ সামলে দিয়েছেন।

এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রিকেট বিশ্বে হরমনপ্রীত কৌর যথেষ্ট পরিচিত নাম। সেখানে বাংলাদেশ সফরে তাঁর নাম কী ভাবে ভুল বললেন বাংলাদেশি সঞ্চালক? এই প্রশ্নই জোরাল হয়েছে নেট দুনিয়ায়। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের নাম আজ অবধি কেউ কখনও ভুল বলেননি। কিন্তু সেখানে ভারতের মহিলা দলের অধিনায়ক স্মৃতির নাম যে ভাবে ভুল বলেছেন বাংলাদেশি সঞ্চালক তাতে তাঁকে এ বার কড়া মাসুল গুনতে হতেই পারে।

Next Article