কলকাতা: আজও মাঠে নামলে, ছুটি করে দিতে পারেন অনেকের। এই ক’দিন আগে মেয়েদের নিলামে দেখিয়েছিলেন, মাথা যখন চলে, রিংয়ের বাইরে ছিটকে যান অনেকেই। ছেলেদের নিলামে যে তেমন ঝলক দেখা যাবে, প্রত্যাশা ছিল। হলও তাই। দুবাইয়ে আইপিএলের মিনি অকশনের প্রথম ওভার চলছে তখন। চেনা ছন্দে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। লক্ষ্য ছিল, টিমের জন্য এমন এক ওপেনার তোলা, যিনি ধারাবাহিক ভাবে রান দিতে পারবেন। শুরুতেই বইয়ে দিতে পারবেন ঝড়। যাঁকে নিল দিল্লি ক্যাপিটালস, গতবার তাঁর ঘনঘন বিস্ফোরণে কেঁপে গিয়েছিল আইপিএলের নিলাম (IPL 2024)। টাকার থলি নিয়ে তৈরি ছিল অনেক টিম। ঠিকানা ছিল সানরাইজার্স হায়দরাবাদ ১৩ কোটি ২৫ লক্ষতে ছিনিয়ে নিয়েছিল তাঁকে। কিন্তু নিরাশ করেছিলেন ইংলিশ ক্রিকেটার। ঠিক এখানেই রাশ ধরলেন সৌরভ। কাকে কখন নিতে হয়, তাঁর থেকে ভালো আর কে জানেন! সেই হ্যারি ব্রুককে (Harry Brook) জলের দরে তুলে নিলেন মহারাজ। রাজস্থানের সঙ্গে লড়াই করে মাত্র ৪ কোটিতে হ্যারিকে তুলল দিল্লি।
গতবার অনেক প্রত্যাশা নিয়ে আইপিএলে নামলেও ক্যারিশমা দেখাতে পারেননি। প্রথমবার আইপিএলে খেলেছিলেন ১১টা ম্যাচ। মাত্র ১৯০ রান এসেছিল তাঁর ব্যাটে। ওপেনার হিসেবে শুরু করলেও পরের দিকে মিডল অর্ডারেও ব্যাট করতে দেখা গিয়েছে। একটা ম্যাচে করেছিলেন সেঞ্চুরিও। বাকি ১০ ম্যাচে কার্যত ব্যর্থ। সেই ব্রুককে কেন নিল দিল্লি? ওপেনিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও ব্যবহার করা যাবে ব্রুককে। বিশেষ করে ঋষভ পন্থের মতো বিস্ফোরক ব্যাটার যদি খেলতে না পারেন আগামী আইপিএলে, তা হলে দিল্লির মারকুটে ব্যাটার দরকার। সে দিক থেকে ব্রুক ভালো পছন্দ হতে পারেন।
কী হচ্ছে নিলাম ঘরে? সরাসরি আপডেট পেতে ক্লিক করুন
হায়দরাবাদ গতবার বিপুল টাকা দিয়ে ব্রুককে কিনলেও আর রাখেনি। পারফরম্যান্স না থাকার কারণেই এই সিদ্ধান্ত। এ বারের মিনি নিলামে বেস প্রাইস ছিল ২ কোটি। কত টাকায় তিনি বিকোন, তা দেখার অপেক্ষায় ছিল সবাই। শেষ পর্যন্ত দিল্লি ৪ কোটিতে তুলল। গত বারের নিরিখে দেখলে, প্রায় ১০ কোটি টাকা সেভ হল সৌরভের টিমের। ব্রুককে যখন নিলামে তোলা হয়, দিল্লিই সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছিল। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আলোচনাও করতে দেখা যায় টিম ডিরেক্টর সৌরভকে। ব্রুককে জলের দেরে পেয়ে সৌরভ এবং দিল্লি যথেষ্ট খুশি। গত বার পারেননি, এ বার পারবেন না ব্রুক, তা তো জোর দিয়ে বলা যায় না। এমনও হতে পারে, দিল্লির জার্সিতেই প্রবল ভাবে ফিরলেন ইংলিশ ক্রিকেটার। সৌরভ তো তাই চাইলেন।