IND VS ENG: বিরাটকে নিয়ে রুটের নয়া ছক

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Sep 01, 2021 | 9:42 AM

ভারত অধিনায়কের ওপর মানসিক চাপ রাখতে তাঁকে আক্রমণের পথে হাঁটছে না ইংল্যান্ড। বরং ইংলিশ অধিনায়কের কথায় বিরাটকে নিয়ে এখনও চিন্তায় আছেন তাঁরা

IND VS ENG: বিরাটকে নিয়ে রুটের নয়া ছক
বিরাট বধের ছক

Follow Us

লন্ডন: লর্ডসে হারলেও লিডসে জয়, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত ভাবে ফিরে এসেছে ইংল্যান্ড। ক্রিকেট মহলের একটা অংশ বলছে, ভারতকে ব্যাকফুটে ঠেলে এবার সিরিজ জয়ের দিকে এগিয়ে যাওয়াটা রুটদের কাছে সময়ের অপেক্ষা। ইংল্যান্ড অধিনায়ক যদিও এতটা সহজ ভাবে টিম ইন্ডিয়াকে নিতে রাজি নন। বরং পাল্টা আক্রমণের অশঙ্কা করছে থ্রি লায়ন্সরা।

ভারত অধিনায়কের ওপর মানসিক চাপ রাখতে তাঁকে আক্রমণের পথে হাঁটছে না ইংল্যান্ড। বরং ইংলিশ অধিনায়কের কথায় বিরাটকে নিয়ে এখনও চিন্তায় আছেন তাঁরা। সতীর্থদের সতর্ক করে রুটের মন্তব্য, টেস্ট সিরিজ জিততে হলে আগামী দুটি টেস্টও বিরাটকে চুপ করিয়ে রাখতে হবে।

ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ”বিরাট বিশ্বমানের ক্রিকেটার। আমাদের বোলারদের কৃতিত্ব, যে চলতি সিরিজে ওকে আমারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। ওকে আউট করার উপায় খুঁজে পেয়েছি আমরা। টেস্ট সিরিজ জিততে হলে আগামী দুটি ম্যাচেও ওকে নিয়ন্ত্রণে রাখতে হবে।” চলতি টেস্ট সিরিজে বিরাটের ব্যাটে রানের খরা। মাত্র একবার ৫০ রানের গন্ডি পার করেছেন ভারত অধিনায়ক। ওলি রবিনসন ও জেমস অ্যান্ডরসন বিরাটকে প্যাভেলিয়ানে ফেরাতে পেরেছেন।

টিম ইন্ডিয়া লিডসে হারের ধাক্কা থেকে এখনও বেড়িয়ে আসতে পারেনি। প্রথম একাদশ নিয়ে জল্পনার শেষ নেই। এর মাঝেই রবিচন্দ্র অশ্বিন প্রসঙ্গ তুলে ভারতের ওপর চাপ তৈরির রাস্তা নিয়েছে ইংল্যান্ড শিবির। প্রথম তিনটি টেস্টে দলে সুযোগ না পাওয়া অশ্বিনকে নিয়ে প্রশংসা ইংল্যান্ড অধিনায়কের লগায়।

জো রুট বলেছেন, ”ওর রেকর্ড ওর হয়ে কথা বলে। আমাদের বিরুদ্ধে ওকে রান করতে ও উইকেট নিতে দেখেছি। আমরা জানি ও টেস্ট ক্রিকেটে কতটা পার্থক্য গড়ে দিতে পারে।” ইংল্যান্ড অধিনায়কের কথ শুনে মনে হচ্ছে তাঁরে ধরেই নিয়েছেন চতুর্থ টেস্টে ভারতের প্রথম দলে থাকবেন রবিচন্দ্র অশ্বিন। তাই ভারতীয় অফ স্পিনারকে মোকাবিলা করার জন্য তাঁরা প্রস্তুত। বলছেন জো রুট।

Next Article