HCA Dispute: আদালত অবমাননার নোটিস; সুপ্রিম কোর্টে গেলেন প্রাক্তন অধিনায়ক
Mohd Azharuddin: নালগোন্ডা ক্রিকেট সংস্থার দাবি, তারা হায়দরাবাদ ক্রিকেট সংস্থার যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই অভিযোগের ভিত্তিতেই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি মহম্মদ আজহারউদ্দিনকে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি। তেলঙ্গনা হাইকোর্টের তরফে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে আজহারউদ্দিনকে। এই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন দেশের প্রাক্তন অধিনায়ক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নালগোন্ডা ক্রিকেট সংস্থার একটি সমস্যার জেরে আদালতের নোটিস প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে। ২০২১ সালে নালগোন্ডা ক্রিকেট সংস্থার তরফে তেলঙ্গনা হাইকোর্টে একটি পিটিশন ফাইল করা হয়। কোর্ট যাতে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে নির্দেশ দেয়, তাদের দু-দিনের লিগে খেলার অনুমতি দেওয়া হয়, এই মর্মে পিটিশন। হাইকোর্টের তরফে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করা হয়। নালগোন্ডা ক্রিকেট সংস্থাকে লিগে খেলার সুযোগ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে।
শুধু তাই নয়, নালগোন্ডা ক্রিকেট সংস্থা আরও একটি পিটিশন ফাইল করে। তেলঙ্গনা হাইকোর্ট তারই ভিত্তিতে একটি নির্দেশিকা জারি করে। হায়দরাবাদ ক্রিকেট সংস্থা, বিসিসিআই এবং মহম্মদ আজহারউদ্দিনকে নির্দেশ দেওয়া হয় ওম্বাসম্যান রিটায়ার্ড জাস্টিস নরসীমা রেড্ডির সিদ্ধান্ত কার্যকর করার জন্য। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার স্বীকৃত হওয়ায় রাজ্য সংস্থার সমস্ত বিষয়ে অংশগ্রহণের স্বীকৃতি পায় নালগোন্ডা ক্রিকেট সংস্থা। ২০২২-২৩ মরসুমেও সেই নির্দেশিকা বহাল রয়েছে।
নালগোন্ডা ক্রিকেট সংস্থার দাবি, তারা হায়দরাবাদ ক্রিকেট সংস্থার যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই অভিযোগের ভিত্তিতেই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি মহম্মদ আজহারউদ্দিনকে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়। মহম্মদ আজহারউদ্দিনের আইনজীবী এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে। নালগোন্ডা ক্রিকেট সংস্থাকে সমস্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হয় বলেও জানান। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মহম্মদ আজহারউদ্দিন।





