Virat Kohli: ‘বিরাটের মতো হতে চাই’, পেসারের কথা শুনে অবাক কোচ!

Indian Premier League: ঘটনাটি ২০১৭ সালের। বিরাট কোহলি রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের অধিনায়ক। সেই ঘটনাই প্রকাশ্যে আনলেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ।

Virat Kohli: 'বিরাটের মতো হতে চাই', পেসারের কথা শুনে অবাক কোচ!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 8:00 AM

মুম্বই: বিরাট কোহলি। নামটাই একটা উদাহরণ। শুধু ভারতেই নয়, বিশ্বের হাজারো উঠতি ক্রিকেটার তাঁর মতো হওয়ার কথা ভাবেন। প্রতিটি জেনারেশনেই এমন ক্রিকেটার উঠে আসেন। কখনও কপিল দেব, সুনীল গাভাসকর। কখনও আবার সচিন তেন্ডুলকর। বর্তমান প্রজন্মে তেমনই একজন বিরাট কোহলি। ব্য়াটার বিরাট কোহলিই শুধু নয়, সার্বিক ভাবেই তাঁর মতো হতে চান অনেকেই। বর্তমান ভারতীয় দলের এক পেসারও এমনটাই বলেছিলেন কোচকে। বলেছিলেন, তিনি বিরাটের মতো হতে চান। প্রাথমিক ভাবে চমকে গেলেও, এমন প্রসঙ্গের কারণটা বুঝতে পেরেছিলেন। বিরাট কোহলি হতে গেলে কতটা আত্মত্য়াগ করতে হয়, সেটাও শিখিয়েছিলেন। বিস্তারিত Tv9Bangla-য়।

অস্ট্রেলিয়া দলকে যদি জিজ্ঞাসা করা যায়, তারা কাকে বেশি সমঝে চলেন! উত্তরটা নিঃসন্দেহে হবে বিরাট কোহলি। মাঠে তাঁর উপস্থিতি যে কোনও প্রতিপক্ষর কাছেই চ্য়ালেঞ্জিং। ব্য়াট হাতে হোক কিংবা ফিল্ডিংয়ে। মুখের লড়াইয়েও কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ার মতো স্লেজিংয়ের জন্য় ‘বিখ্য়াত’ দলও সতর্ক থাকে। বিরাট যেন কমপ্লিট ক্রিকেটার। কয়েক বছর আগে আরও অনেক বেশি আগ্রাসী ছিলেন। নেতৃত্ব ছাড়ার পর অনেকটা শান্ত মেজাজের হয়েছেন যেন। তবে যাই করুক, ধারাবাহিক পারফরম্য়ান্স করে গিয়েছেন। তাঁর পারফরম্য়ান্স, ফিটনেস, দায়বদ্ধতা সবটাই নতুন প্রজন্মকে আকর্ষণ করে। ২০১৭ সালে বিরাটকে দেখে কোচের কাছে তাই এক তরুণ পেসার বলেছিলেন, তিনি বিরাটের মতো হতে চান।

ঘটনাটি ২০১৭ সালের। বিরাট কোহলি রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের অধিনায়ক। সেই ঘটনাই প্রকাশ্যে আনলেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। একটি সাক্ষাৎকারে ভরত অরুণ বলেছেন, ‘মহম্মদ সিরাজ বিরাটের অনেক বড় ফ্য়ান। আরসিবি-তে প্রথম মরসুমের পর সিরাজ আমার কাছে এসে বলে-স্য়ার আমি বিরাটের মতো হতে চাই। বিরাটের মধ্যে সাফল্য়ের যে খিদে, সেটায় মুগ্ধ হয়েছে সিরাজ। ওকে বোঝাই, বিরাট কোহলির মতো হতে গেলে অনেক আত্মত্য়াগ করতে হবে। ওকে আরও বলি, বোলারদের মধ্যে কেউ থাকলে তাঁর মতো হতেই পার। সিরাজ উত্তর দেয়-না স্য়ার, যা প্রয়োজন আমি তাই করব। মোদ্দা কথা, বিরাট কোহলির অনেক বড় ভক্ত মহম্মদ সিরাজ।’