ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে চোট নিয়েই খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টের শুরুতে মনে হয়েছিল, সব ম্যাচে নাও খেলতে পারেন মাহি। হাঁটতেও সমস্যা হচ্ছিল তাঁর। কিপিং এবং ব্যাটিংয়ের সময় তাঁর অস্বস্তি খোলা চোখেও বোঝা গিয়েছে। মাহি অবশ্য সব ম্যাচেই খেলেন। তাঁর নেতৃত্বে রেকর্ড পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। তবে আইপিএল ফাইনালের পরই অস্ত্রোপচার করান ধোনি। কেমন আছেন তিনি? সমর্থকদের স্বস্তি দিলেন তাঁর স্ত্রী সাক্ষী। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর প্রতিবেদনে।
আইপিএল চলার সময় অবশ্য চোট নিয়ে কোনও অভিযোগ করেননি মাহি। টুর্নামেন্ট শেষে মুম্বইতে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়। চেন্নাই সুপার কিংসের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কাশী বিশ্বনাথন জানান, টুর্নামেন্ট চলাকালীন দলের অন্দরেও চোট নিয়ে কথা বলেননি ধোনি। ফাইনালের পর জানান, হাঁটুতে অস্ত্রোপচার করাতে চান। আগামী মরসুমে মাহি খেলবেন কিনা নিশ্চিত নয়। সমর্থকদের অবশ্য আশার কথাই শুনিয়েছিলেন। মাহি জানিয়েছিলেন, তাঁর ইচ্ছে রয়েছে আগামী মরসুমেও খেলার। একান্ত না খেললেও চেন্নাই সুপার কিংসে অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। পরবর্তী আইপিএলের মাঝে অনেকটা সময় থাকায় তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে নারাজ মাহি। সে কথাই জানিয়েছেন।
মাহির ফিটনেস নিয়ে চিন্তিত সমর্থকরাও। তাঁদের আস্বস্ত করলেন সাক্ষী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। সাক্ষীকে দেখেই এক ভক্ত চিৎকার করে বলেন, ‘মাহি ভাই কেমন আছে?’ সিনেমা দেখতে গিয়েছিলেন সাক্ষী। সমর্থকের প্রশ্নে বলেন, ‘ও সুস্থ হয়ে উঠছে। রিহ্যাব চলছে।’
Fans asked “How is Mahi Bhai” to Sakshi.
? (MSD7.Imran / Instagram) pic.twitter.com/XH7Ec7qzOu
— CricketGully (@thecricketgully) July 28, 2023
কিছুদিন আগেই ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ রাঁচিতে ধোনির বাড়ি গিয়েছিলেন। তাঁর ভিডিয়োতেও দেখা গেছে, মাহি খোশমেজাজে রয়েছেন। সাক্ষীর কথায় সমর্থকরা যেন আরও স্বস্তি পেলেন।