আমেদাবাদ: বৃষ্টির কোনও পূর্বাভাস ছিল না। কিন্তু প্রকৃতিকে খামখেয়ালিপনার কাছে মানুষ অসহায়। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ হাইভোল্টেজ ম্যাচ। শুক্রবার, ২০২৩ আইপিএলের (IPL 2023) কোয়ালিফায়ার ২ ম্যাচ গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। আজকের ম্যাচ নির্ধারণ করে দেবে, রবিবাসরীয় আইপিএলের ফাইনালে কোন টিম মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের । বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় সকলে। কিন্তু সন্ধ্যা গড়াতেই আমেদাবাদের আকাশের মুখ ভার। দর্শকদের আশঙ্কাকে সত্যি করেই আকাশ ভেঙে নামল বৃষ্টি। সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক, বিশেষজ্ঞদের দেখা গেল ছাতা মাথায় দাঁড়িয়ে থাকতে। দুই শিবিরের ক্রিকেটারদের মুখ কালো। আমেদাবাদের দর্শকরা চিন্তায়। ম্যাচ আদৌ হবে তো? যদি ভেস্তে যায় ম্যাচ তাহলে ফলাফলই কী হবে? এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমেদাবাদে টস হয়নি। টসের নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
শেষ পাওয়া খবর অনুযায়ী দর্শকদের প্রার্থনা শুনেছেন বরুণদেব। আমেদাবাদে বৃষ্টি থেমেছে। সন্ধ্যা সাতটা নাগাদ টস হওয়ার কথা ছিল। বৃষ্টি থামার পর কভার সরানো হয়েছে। ৭.২০ নাগাদ মাঠ পরিদর্শনে করেন আম্পায়াররা। টস হবে ৭.৪৫ নাগাদ। অর্থাৎ, মোদী স্টেডিয়ামে দর্শকদের অপেক্ষা বাড়ছে। চলতি আইপিএলে বেশি কয়েকটি ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ ভেস্তে গিয়েছিল। আরসিবি বনাম গুজরাট টাইটান্স গ্রুপ পর্বে শেষ ম্যাচেও ঝমাঝম বৃষ্টি নামে। সেই ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ের অনেকটা পরে। এ বার কোয়ালিফায়ার ২-র মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও বাধা হল বৃষ্টি। আপাতত বৃষ্টি থেমেছে। পরে ফের বৃষ্টি শুরু হলে ম্যাচ ভেস্তে যেতে পারে।
একান্তই যদি ম্যাচ না খেলা হয় তাহলে ফলাফল নির্ধারিত হবে কীভাবে? এক্ষেত্রে লাভবান হবে গুজরাট টাইটান্স। চাপে পড়ে যাবে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাটকে ম্যাচের বিজয়ী দল ঘোষণা করে দেওয়া হবে। এর পিছনে কারণ হল পয়েন্ট ও নেট রান রেট। মুম্বই ইন্ডিয়ান্স ১৬ পয়েন্ট নিয়ে -০.০৪৪ রান রেট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে পা রেখেছিল। গুজরাট টাইটান্সের সেখানে পয়েন্ট সংখ্যা ২০। নেট রান রেট +০.০৮৯।