Pakistan’s Schedule for World Cup : কালীপুজোয় ইডেনে পাক-ইংল্যান্ড ম্যাচ, পছন্দের কলকাতায় জোড়া ম্যাচ পাকিস্তানের

ICC World Cup 2023 schedule :পছন্দের ভেনু হিসেবে পাকিস্তানের তালিকায় ছিল কলকাতা। ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বের জোড়া ম্যাচ খেলবেন বাবর আজমরা।

Pakistans Schedule for World Cup : কালীপুজোয় ইডেনে পাক-ইংল্যান্ড ম্যাচ, পছন্দের কলকাতায় জোড়া ম্যাচ পাকিস্তানের

| Edited By: তিথিমালা মাজী

Jun 27, 2023 | 2:16 PM

কলকাতা: খসড়া সূচি হাতে পাওয়ার পর থেকে ভেনু নিয়ে একের পর এক আপত্তি জানিয়ে আসছিল পাকিস্তান (Pakistan Cricket)। ভেনুর পাশাপাশি প্রতিপক্ষ নিয়েও আপত্তি জানিয়েছে পিসিবি। নিজেদের সুবিধে মতো ভেনুতে পছন্দের প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলার আবদার জানিয়েছিল পিসিবি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম এবং বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে ম্যাচ সরানোর আবেদন জানায় পাকিস্তান। আমেদাবাদ নিয়ে আপত্তির কারণ ছিল নিরাপত্তা। চেন্নাইয়ের স্পিন-বান্ধব উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে খেলায় আপত্তি ছিল তাদের। এছাড়া বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলায় আপত্তি জানিয়েছিল পিসিবি। আজ, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষিত হয়েছে। সূচি বলছে, পাকিস্তানের কোনও আপত্তিই ধোপে টেকেনি। আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হবে পাকিস্তানকে। ২০২৩ ওডিআই বিশ্বকাপে কবে কবে মাঠে নামছে পাকিস্তান? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরপরই বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের ভেনু নিয়ে আপত্তির জেরে অপেক্ষা বাড়ে। আইসিসি ও বিসিসিআইয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, পাকিস্তানের আপত্তি কোনওভাবেই গ্রাহ্য হবে না। কারণ বিশ্বকাপের মতো ইভেন্টে একমাত্র নিরাপত্তা বা উইকেট খেলার অযোগ্য হলে তবেই ম্যাচ সরানোর নিয়ম। আমেদাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু ছাড়া পাকিস্তান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে হায়দরাবাদ ও কলকাতায়। পছন্দের ভেনু হিসেবে পাকিস্তানের তালিকায় ছিল কলকাতা। ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বের জোড়া ম্যাচ খেলবেন বাবর আজমরা। ৩১ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে এবং ১২ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলবে পাকিস্তান। ১৫ অক্টোবর আমেদাবাদে ভারত-পাক মহারণ। কোয়ালিফায়ার টিমের বিরুদ্ধে ২০২৩ ওডিআই বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে পাকিস্তানের।

২০২৩ ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের সূচি 

  • পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ১, ৬ অক্টোবর :হায়দরাবাদ
  • পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ২, ১২ অক্টোবর : হায়দরাবাদ
  • ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর : আমেদাবাদ
  • পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর : বেঙ্গালুরু
  • পাকিস্তান বনাম আফগানিস্তান, ২৩ অক্টোবর : চেন্নাই
  • পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, ২৭ অক্টোবর : চেন্নাই
  • পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর : কলকাতা
  • পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, ৫ নভেম্বর : বেঙ্গালুরু
  • পাকিস্তান বনাম ইংল্যান্ড, ১২ নভেম্বর : কলকাতা

সেমিফাইনালের দুটি ম্যাচ রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে। পাকিস্তান সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারলে খেলবে ইডেনে। ভারত সেমিফাইনালে উঠলে খেলবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যদি না সেমিফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। সেক্ষেত্রে ইডেনেই হবে ভারত-পাক সেমিফাইনাল।