CSK IPL 2023 Auction: নিলামে চার অলরাউন্ডার ছাড়া আর কাদের নিল ধোনির চেন্নাই?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 24, 2022 | 8:15 AM

Chennai Super Kings Auction Players: কোচিতে হওয়া আইপিএলের মিনি নিলামে ৭ জন ক্রিকেটারকে কিনেছে চেন্নাই সুপার কিংস।

CSK IPL 2023 Auction: নিলামে চার অলরাউন্ডার ছাড়া আর কাদের নিল ধোনির চেন্নাই?
নিলামে চার অলরাউন্ডার ছাড়া আর কাদের নিল ধোনির চেন্নাই?
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: নতুন বছর নতুনভাবে আইপিএল (IPL) যাত্রা শুরু করবে চার বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ২০২২ সালে ১০ দলের আইপিএলে ৯ নম্বরে শেষ করেছিল ধোনির দল। আগামী মরসুমে নিশ্চিতভাবে এত হতশ্রী পারফরম্যান্স চায় না সিএসকে। তাই মিনি নিলামে খানিকটা দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করল হলুদবাহিনী। কোচিতে হওয়া মিনি নিলামে (IPL 2023 Auction) চেন্নাই সুপার কিংস ২০.৪৫ কোটি নিয়ে দলের শূন্যস্থান পূরণ করতে নেমেছিল। আইপিএলের মিনি নিলামে ৭ জন ক্রিকেটারকে কিনেছে ধোনির ইয়েলোব্রিগেড। যার মধ্যে রয়েছেন ২ জন বিদেশি ক্রিকেটার এবং ৫ জন ভারতীয় ক্রিকেটার। মিনি নিলাম শেষে কেমন হল সিএসকে দল, জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

নিলাম থেকে যে ক্রিকেটারদের কিনল সিএসকে

  1. ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস – ১৬ কোটি ২৫ লক্ষ টাকায়
  2. নিউজিল্যান্ডের তারকা বোলার কাইল জেমিসন – ১ কোটি টাকায়
  3. ভারতীয় বোলার নিশান্ত সান্ধু – ৬০ লক্ষ টাকায়
  4. ভারতীয় ব্যাটার অজিঙ্ক রাহানে – ৫০ লক্ষ টাকায়
  5. ভারতীয় অলরাউন্ডার ভগত ভার্মা – ২০ লক্ষ টাকায়
  6. ভারতীয় অলরাউন্ডার অজয় মন্ডল – ২০ লক্ষ টাকায়
  7. ভারতীয় ব্যাটার শেখ রশিদ – ২০ লক্ষ টাকায়

নিলামের আগে যেমন ছিল চেন্নাই সুপার কিংস দল –

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), অম্বাতি রায়ডু, দীপক চাহার, ডেভন কনওয়ে, ডোয়েন প্রিটোরিয়াস, মহেশ থিকসানা, মাতিসা পাথিরানা, মিচেল স্য়ান্টনার, মইন আলি, মুকেশ চৌধুরি, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারকেকার, রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, সিমরনজিৎ সিং, শুভ্রাংশু সেনাপতি, তুষার দেশপান্ডে।

নিলামের পর যেমন হল চেন্নাই সুপার কিংস দল –

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), অম্বাতি রায়ডু, দীপক চাহার, ডেভন কনওয়ে, ডোয়েন প্রিটোরিয়াস, মহেশ থিকসানা, মাতিসা পাথিরানা, মিচেল স্য়ান্টনার, মইন আলি, মুকেশ চৌধুরি, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারকেকার, রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, সিমরনজিৎ সিং, শুভ্রাংশু সেনাপতি, তুষার দেশপান্ডে, বেন স্টোকস, কাইল জেমিসন, নিশান্ত সান্ধু, অজিঙ্ক রাহানে, ভগত ভার্মা, অজয় মন্ডল ও শেখ রশিদ।

Next Article