কলকাতা: আইপিএল (IPL 2022) মানেই ভরপুর বিনোদন। তবে ভারতের এই কোটিপতি লিগের ফলে সারা দেশের বানিজ্যিক সমীকরণ পাল্টে গিয়েছে। আইপিএলের মরসুম শুরু হলেই বিভিন্ন জায়গায় নানান অফার চালু হয়ে যায়। তা কোনও ফুড ডেলিভারি অ্যাপে আইপিএলের জন্য ছাড় দেওয়া হোক বা টেলিকম সংস্থার বিশেষ বিশেষ অফার। যেখানে বিভিন্ন টেলিকম সংস্থা আকর্ষণীয় অফার নিয়ে দর্শকদের বিনোদন দেয়। ভারতের টেলিকম সংস্থাগুলি আইপিএলের মরসুমে একগুচ্ছ বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে। দেশের মাটিতে আইপিএলের নতুন মরসুম শুরু হচ্ছে আগামীকাল থেকে। ১০ দলের নতুন আইপিএল দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।
গত বছরের মতো, Disney+ Hotstar-এর কাছে ভারতে অনলাইনে আইপিএল ২০২২ এর ম্যাচ স্ট্রিম করার একচেটিয়া অধিকার রয়েছে। Disney+ Hotstar-এ মেম্বারশিপ নেওয়া মানেই হল আপনার ঘরে বসেই আইপিএল দেখাতে পাবেন। ডিজনি+ হটস্টার গত বছরের থেকে এ বছর তাদের মেম্বারশিপ নেওয়া প্ল্যানগুলি সংশোধন করেছে। এবং এখন তিনটি অফার রয়েছে – মোবাইল, সুপার, প্রিমিয়াম। মোবাইল প্ল্যানের দাম প্রতি বছর ৪৯৯ টাকা, যেখানে সুপার এবং প্রিমিয়ামের দাম যথাক্রমে ৮৯৯ টাকা এবং ১৪৯৯ টাকা।
এখানে Airtel-এ বিনামূল্যে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন (মূল্য ৪৯৯ টাকা) সহ রিচার্জ প্ল্যানগুলি রয়েছে:
৪৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৫৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৮৩৮ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা,আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৫৬ দিনের বৈধতা।
৮৩৯ টাকার প্ল্যান- প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৮৪ দিনের বৈধতা।
২৯৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।
৩৩৫৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।
আপনি যদি একজন Jio গ্রাহক হন, তাহলে আইপিএল ২০২২ দেখার জন্য বিনামূল্যে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পাওয়ার বিকল্পগুলি হল —
৪৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৬০১ টাকার প্ল্যান – প্রতিদিন 3GB ডেটা +6GB, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৬৫৯ টাকার প্ল্যান – প্রতিদিন 1.5GB ডেটা, ৫৬ দিনের বৈধতা।
৭৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৫৬ দিনের বৈধতা।
১০৬৬ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা +5GB, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৮৪ দিনের বৈধতা।
৩১৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা +10GB, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।
এ ছাড়াও রয়েছে এই Jio প্ল্যান যা বিনামূল্যে একটি অতিরিক্ত ডিজনি + হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেয়–
১৪৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৮৪ দিনের বৈধতা।
৪১৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।
৬০১ টাকার প্ল্যান – প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৯০১ টাকার প্ল্যান – প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৭০ দিনের বৈধতা।
৩০৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কল, ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।
আরও পড়ুন: IPL 2022: উদ্বোধনী অনুষ্ঠান নেই, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে বোর্ড-ব্রডকাস্টার চ্যানেল