কলকাতা: নতুন বছর নতুনভাবে আইপিএল (IPL) যাত্রা শুরু করবে দু’বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কোচিতে হওয়া মিনি নিলামে (IPL 2023 Auction) সব চেয়ে কম টাকা ছিল কেকেআরের ঝুলিতে। পার্সে ৭.০৫ কোটি টাকা নিয়ে দলের শূন্যস্থান পূরণ করতে নেমেছিল শ্রেয়স আইয়ারের দল। আইপিএলের মিনি নিলামে ৮ জন ক্রিকেটারকে কিনেছে নাইটরা। যার মধ্যে রয়েছেন ৩ জন বিদেশি ক্রিকেটার এবং ৫ জন ভারতীয় ক্রিকেটার। মিনি নিলাম শেষে কেমন হল কেকেআর দল, জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
নিলাম থেকে যে ক্রিকেটারদের কিনল কেকেআর
নিলামের আগে যেমন ছিল কলকাতা নাইট রাইডার্স দল – শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অনকূল রায়, হর্ষিত রানা, লকি ফার্গুসন, নীতীশ রানা, রহমানুল্লা গুরবাজ, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার।
নিলামের পর যেমন হল কলকাতা নাইট রাইডার্স দল – শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অনকূল রায়, হর্ষিত রানা, লকি ফার্গুসন, নীতীশ রানা, রহমানুল্লা গুরবাজ, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সাকিব আল হাসান, ডেভিড উইজে, বৈভব অরোরা, মনদীপ সিং, লিটন দাস, কুলবন্ত কেজরোলিয়া ও সূয়াশ শর্মা।