IPL: আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন, কিন্তু দেশের হয়ে ছাপ ফেলতে পারেননি যাঁরা

মনোজ তিওয়ারি থেকে শুরু করে মনপ্রীত গনি, অভিনব মুকুন্দের মতো ক্রিকেটাররা আইপিএল খেতাব জিতেছেন, কিন্তু দেশের জার্সিতে তাঁদের বেশি ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি। আবার মনবিন্দর বিসলা, উন্মুক্ত চন্দের মতো ক্রিকেটাররা রয়েছেন, যাঁরা ভারতের সিনিয়র টিমের জার্সি গায়ে তোলার সুযোগও পাননি। এমন ১১ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়।

IPL: আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন, কিন্তু দেশের হয়ে ছাপ ফেলতে পারেননি যাঁরা
আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন, কিন্তু দেশের হয়ে ছাপ ফেলতে পারেননি যাঁরা
Follow Us:
| Updated on: Jan 09, 2024 | 9:30 AM

কলকাতা: ঝুলিতে ভর্তি আইপিএল (IPL) খেতাব। কিন্তু দেশের জার্সিতে খেলার অভিজ্ঞতা অতি সংক্ষিপ্ত। মনোজ তিওয়ারি থেকে শুরু করে মনপ্রীত গনি, অভিনব মুকুন্দের মতো ক্রিকেটাররা আইপিএল খেতাব জিতেছেন, কিন্তু দেশের জার্সিতে তাঁদের বেশি ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি। আবার মনবিন্দর বিসলা, উন্মুক্ত চন্দের মতো ক্রিকেটাররা রয়েছেন, যাঁরা ভারতের সিনিয়র টিমের জার্সি গায়ে তোলার সুযোগও পাননি। এমন ১১ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। এক ঝলকে দেখে নিন তাঁরা কারা—

  • মনবিন্দর বিসলা – উইকেট কিপার ব্যাটার মনবিন্দর বিসলা ২০০৯, ২০১২ এবং ২০১৪ সালের আইপিএলে জিতেছিলেন। কিন্তু ভারতের জার্সিতে তাঁর একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি।
  • সুব্রমণিয়াম বদ্রীনাথ – মিডল অর্ডারের ব্যাটার সুব্রমণিয়াম বদ্রীনাথ ২০১০ এবং ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল খেতাব জিতেছিলেন। তিনি দেশের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছিলেন। তবে তিনি মোট ১০টি ম্যাচ (২টি টেস্ট, ৭টি ওডিআই এবং ১টি টি-২০) খেলেছিলেন ভারতের হয়ে।
  • মনপ্রীত গনি – জোরে বোলার মনপ্রীত গোনি ২০১০ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু ভারতের জার্সিতে মাত্র ২টি ম্যাচ খেলেছিলেন তিনি।
  • অভিনব মুকুন্দ – অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এবং আইপিএলে ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন অভিনব মুকুন্দ। ভারতের হয়ে তিনি খেলেছিলেন মাত্র ৭টি টেস্ট ম্যাচ।
  • মনোজ তিওয়ারি – ২০১২ সালে কেকেআরের জার্সিতে আইপিএল জয়ের স্বাদ পেয়েছিলেন মনোজ তিওয়ারি। কিন্তু ভারতের হয়ে মাত্র ১৫টি ম্যাচ খেলেছিলেন তিনি।
  • বিনয় কুমার – কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিন বার আইপিএল খেতাব জিতেছেন বিনয় কুমার। আন্তর্জাতিক ক্রিকেটে ৪১টি ম্যাচ খেললেও বিনয় কুমার তাঁর কেরিয়ার দীর্ঘায়িত করতে পারেননি।
  • উন্মুক্ত চন্দ – ২০১২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেন ছিলেন উন্মুক্ত চন্দ। তিনি ২০১৫ সালে আইপিএল জিতেছিলেন। কিন্তু ভারতের সিনিয়র দলের হয়ে তাঁর খেলার সৌভাগ্য হয়নি।
  • নমন ওঝা – উইকেটকিপার ব্যাটার নমন ওঝা ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেতাব জিতেছিলেন। ভারতের হয়ে তিনি মাত্র ৪ টি ম্যাচ খেলতে পেরেছিলেন।
  • সৌরভ তিওয়ারি – দু’বারের আইপিএল জয়ী সৌরভ তিওয়ারি ভারতের জার্সিতে মাত্র ৩টি ম্যাচ খেলেছিলেন।
  • জয়ন্ত যাদব – অলরাউন্ডার জয়ন্ত যাদব ৩ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু দেশের জার্সিতে মাত্র ৮টি ম্যাচ খেলেছিলেন।
  • সিদ্ধার্থ কৌল – জোরে বোলার সিদ্ধার্থ কৌল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেতাব জিতেছিলেন। দেশের জার্সিতে ৬টি ম্যাচ খেলার সুযোগ পেতেন।