SRH IPL 2023 Auction: অধিনায়ক পেল সানরাইজার্স? মিনি অকশনের পর কেমন হল দল…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 24, 2022 | 12:48 AM

Sunrisers Hyderabad Auction Players: মিনি অকশনে মায়াঙ্ককে নিতে সবচেয়ে আগে বিড করে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সঙ্গে আসরে নামে পঞ্জাব কিংসও। এর মাঝে প্রবেশ চেন্নাই সুপার কিংসের। ৩.৬ কোটির পর দান ছাড়ে পঞ্জাব। এর পর আসরে নামে সানরাইজার্স হায়দরাবাদ। সিএসকের সঙ্গে টক্করে শেষ অবধি বাজিমাত হায়দরাবাদের। ৮.২৫ কোটিতে তাঁকে নেয় সানরাইজার্স।

SRH IPL 2023 Auction: অধিনায়ক পেল সানরাইজার্স? মিনি অকশনের পর কেমন হল দল...
Image Credit source: twitter

Follow Us

কোচি : আইপিএলের মিনি অকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সানরাইজার্স হায়দরাবাদের। মাত্র ১২ জন প্লেয়ার রিটেন করেছিল তারা। নিলামের আসরে তাদের ঝুলিতেই সবচেয়ে বেশি টাকা ছিল। স্লট বাকি ছিল ১৩টি। এর মধ্যে ৪ জন বিদেশি নিতে পারত সানরাইজার্স হায়দরাবাদ। মূলত নজর ছিল টপ অর্ডার ব্যাটারের দিকে। সানরাইজার্সের চিন্তা ছিল নেতৃত্ব নিয়ে। কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছিল তারা। ভুবনেশ্বর কুমার স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন। তবে পুরো মরসুমের মতো এমন প্লেয়ার খুঁজছিল সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট, যিনি টপ অর্ডারে ব্য়াট করবেন এবং দলকে নেতৃত্ব দিতে পারবেন। প্রশ্ন হচ্ছে, অধিনায়ক কি খুঁজে পেল তারা? মিনি নিলামের আগে ও পরে কেমন হল সানরাইজার্স স্কোয়াড, বিস্তারিত TV9Bangla-য়।

মিনি নিলামে মোট ১৩ জন প্লেয়ারকে নিল সানরাইজার্স হায়দরাবাদ। এর মধ্যে রয়েছেন আকিল হোসেন, আদিল রশিদ, হেনরিখ ক্লাসেন, হ্য়ারি ব্রুকের মতো বিদেশিরাও। তবে উল্লেখযোগ্য নাম নিঃসন্দেহে মায়াঙ্ক আগরওয়াল। সম্ভবত অধিনায়কের খোঁজেই মায়াঙ্কের জন্য ঝাঁপিয়েছিল তারা। গত মরসুমে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন মায়াঙ্ক। এ বার তাঁকে রিটেন না করলেও নিলামে ফের নেওয়ার চেষ্টা করেছিল পঞ্জাব। মিনি অকশনে মায়াঙ্ককে নিতে সবচেয়ে আগে বিড করে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সঙ্গে আসরে নামে পঞ্জাব কিংসও। এর মাঝে প্রবেশ চেন্নাই সুপার কিংসের। ৩.৬ কোটির পর দান ছাড়ে পঞ্জাব। এর পর আসরে নামে সানরাইজার্স হায়দরাবাদ। সিএসকের সঙ্গে টক্করে শেষ অবধি বাজিমাত হায়দরাবাদের। ৮.২৫ কোটিতে তাঁকে নেয় সানরাইজার্স। মনে করা হচ্ছে, মায়াঙ্ককেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির নজর ছিল লেগ স্পিনারের দিকে। অভিজ্ঞ আদিল রশিদের পাশাপাশি বিভ্রান্ত শর্মাকে নিল হায়দরাবাদ। টপ অর্ডার ব্যাটার হিসেবে রেকর্ড দরে নেওয়া হল ইংল্যান্ডের হ্যারি ব্রুককে।

সানরাইজার্স যাঁদের রিটেন এবং ট্রেডিংয়ে নিয়েছিল- আব্দুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকি, গ্লেন ফিলিপস, কার্তিক ত্যাগি, মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠি, নটরাজন, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর।

  • মিনি অকশনে যাঁদের নেওয়া হল-
  • অনমোলপ্রীত সিং (২০ লক্ষ)
  • আকিল হোসেন (১ কোটি)
  • নীতীশ কুমার রেড্ডি (২০ লক্ষ)
  • মায়াঙ্ক ডাগর (১.৮ কোটি)
  • উপেন্দ্র যাদব (২৫ লক্ষ)
  • সনবীর সিং (২০ লক্ষ)
  • সামর্থ ব্যাস (২০ লক্ষ)
  • বিভ্রান্ত শর্মা (২.৬ কোটি)
  • মায়াঙ্ক মারকান্ডে (৫০ লক্ষ)
  • আদিল রশিদ (২ কোটি)
  • হেনরিখ ক্লাসেন (৫.২৫ কোটি)
  • মায়াঙ্ক আগরওয়াল (৮.২৫ কোটি)
  • হ্য়ারি ব্রুক (১৩.২৫ কোটি)

 

সানরাইজার্স হায়দরাবাদের ফুল স্কোয়াড- আব্দুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকি, গ্লেন ফিলিপস, কার্তিক ত্যাগি, মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠি, নটরাজন, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, অনমোলপ্রীত সিং, আকিল হোসেন, নীতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক ডাগর, উপেন্দ্র যাদব, সনবীর সিং, সামর্থ ব্যাস, বিভ্রান্ত শর্মা, মায়াঙ্ক মারকান্ডে, আদিল রশিদ, হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, হ্য়ারি ব্রুক।

Next Article